উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প চট্টগ্রাম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিপ্রকল্প চট্টগ্রাম টেমপ্লেট[সম্পাদনা]

এই প্রকল্পে যে টেমপ্লেটটি ব্যবহার করা হয়েছে, তার কোনো বিশেষ প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। টেমপ্লেটটি অপসারণ করা যেতে পারে, নয়তো সরাসরি "চট্টগ্রাম"-কেন্দ্রীক একটি টেমপ্লেট সংযুক্ত করা যেতে পারে। এই প্রকল্পটিকে উইকিপ্রকল্প সিলেটের মতো গোছানোর ইচ্ছা আছে। চট্টগ্রামবাসীর পরামর্শ কাজে লাগতে পারে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:০৯, ১৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

অঞ্চলভিত্তিক প্রকল্পগুলো আমাদের গোছানো উচিত। এতে অঞ্চলভিত্তিক আউটরিচ করতে গেলে বিভিন্ন অঞ্চলের মানুষকে আরো সহজে কাছে টানা যাবে বলে আমার মত। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:১২, ১৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

প্রকল্প পাতা প্রসঙ্গে[সম্পাদনা]

@Moheen, IqbalHossain, Mohammed Galib Hasan, আ হ ম সাকিব, S Shamima Nasrin, Rafi Bin Tofa, Parvezahmed, Great Hero32, RakibHossain, Mahedi181, MustafaKamal, এবং Kamrul Hasan 20: সুধীবৃন্দ, আশা করি ভালো আছেন। সম্প্রতি, উইকিপ্রকল্প চট্টগ্রাম এর পাতাটি আমি কিছুটা গুছিয়ে সাজানোর চেষ্টা করেছি। পাতাটিতে চট্টগ্রাম সম্পর্কিত উল্লেখযোগ্য নিবন্ধের তালিকা যোগ করার পাশাপাশি, নিবন্ধ তৈরি ও সম্প্রসারণ করার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইলো। যেকোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হলে তা সংশোধন করে দিতে পারেন, সেই সাথে উইকিপিডিয়া:উইকিপ্রকল্প চট্টগ্রাম/অংশগ্রহণকারীগণ পাতায় নিজেদের নাম যোগ করার জন্যও বিনীতভাবে অনুরোধ রইলো। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:২৯, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]