বিষয়বস্তুতে চলুন

আমীন মিয়া কাদরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রফেসর সৈয়দ মুহাম্মদ আমীন মিয়া কাদরী বরকতি
ব্যক্তিগত তথ্য
জন্ম১৫ অগাস্ট ১৯৫৫
মারেহরা
ধর্মইসলাম
জাতীয়তাভারতীয়
আখ্যাসুন্নি; সুফি
আন্দোলনবেরেলভী
যেখানের শিক্ষার্থী[আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়]]
কাজআধ্যাত্মিক ও ধর্মীয় নেতা কাদিরিয়া বারকাতিয়া সিলসিলা; ভারতে আহলুস সুন্নাহ সুফিরা

সৈয়দ মুহাম্মদ আমীন মিয়া কাদরী হলেন কাদরী অর্ডারের খানকাহ -ই- বরকাতিয়া মারেহরা শরীফ (সুফি খানকাহ)-এর কাস্টোডিয়ান (সাজ্জাদা নাশিন), ভারতীয় সুফি বেরেলভী আন্দোলনের একটি উপগোষ্ঠী এবং ৫০,০০০ অনুসারীসহ আল বরকাত শিক্ষা প্রতিষ্ঠান, আলীগড়-এর প্রতিষ্ঠাতা। []

তিনি ভারতের মর্যাদাপূর্ণ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগের সিনিয়র অধ্যাপক এবং চেয়ারম্যান ছিলেন। [] তিনি ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং-এর সহযোগিতায় করা আম্মান, একটি জর্ডান-ভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার কর্তৃক করা বিশ্বের ৫০০ জন প্রভাবশালী মুসলমানের তালিকায় ৪৪তম স্থান অধিকার করেছেন। []

বর্তমান

[সম্পাদনা]

৬ আগস্ট ২০০৬-এ, ইংরেজি ভাষার দৈনিক হিন্দুস্তান টাইমস, আমীন মিয়ান কাদরীকে আহলে সুন্নাহর প্রধান নেতা হিসেবে বর্ণনা করে। তাঁর সিলসিলা বারকাতিয়া নামে পরিচিত যা বাগদাদের কাদরী সিলসিলা থেকে একটি বংশ রয়েছে। বলা হয় যে ভারতে এবং বিদেশে তার সিলসিলার অনুসারী প্রায় দুই মিলিয়ন লোক রয়েছে। [] তিনি ভারতে এবং বিদেশে অনেক বড় সমাবেশে সভাপতিত্ব করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তিনি ভারতের মুসলমানদের শিক্ষাগত উন্নতির জন্য কাজ করেছেন, এবং আল-বারকাত নাম দিয়ে ভারতে শিক্ষা প্রতিষ্ঠানের একটি চেইন শুরু করেছেন, যার মধ্যে রয়েছে আল বারকাত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যান্ড রিসার্চ, আল বারকাত পাবলিক স্কুল বয়েজ, আল বারকাত পাবলিক স্কুল গার্লস, আল বারকাত ডিপার্টমেন্ট অফ এডুকেশন, আল বারকাত ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ, আল বারকাত ভোকেশনাল স্টাডিজ কলেজ, আল বারকাত প্লে অ্যান্ড লার্ন সেন্টার, জামিয়া আহসানুল বারকাত। []

তাঁর খানকাহ-ই-বরকাতিয়ার শিষ্যরা

[সম্পাদনা]

আহমদ রাজা খান আলীগড়ের নিকটবর্তী একটি ছোট শহর মারাহরায় অবস্থিত বরকতিয়া পরিবারের একজন সাইয়্যিদ এবং বিখ্যাত পীর সাইয়্যেদ শাহ আল-ই-রসূলের শিষ্য ছিলেন। [] []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. The Royal Islamic Strategic Studies Centre: "The 500 Most Influential Muslims in the World" - #44 Professor Sayid Ameen Mian Qaudri – Barelwi Leader and Spiritual Guide 2009 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে
  2. 500 Most influential Muslim। ২০০৯। 
  3. "Al-Barkkaat Institute of Education"। ২৯ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮ 
  4. Islam and the Modern Age (ইংরেজি ভাষায়)। Islam and the Modern Age Society.। ১৯৯৫। 
  5. "Archived copy"। ৩ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০০৭