আব্দুর রাফেত বিশ্বাস কলেজ
অবয়ব
আব্দুর রাফেত বিশ্বাস কলেজ কলেজ | |
---|---|
অবস্থান | |
কলিতলা বাজার, ছাতিয়ান ইউনিয়ন, মিরপুর উপজেলা | |
স্থানাঙ্ক | ২৩°৫৩′৫০″ উত্তর ৮৯°০০′০৬″ পূর্ব / ২৩.৮৯৭৩১৩৯° উত্তর ৮৯.০০১৮০৩৮° পূর্ব |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | এমপিওভুক্ত কলেজ |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৪ |
প্রতিষ্ঠাতা | হাফিজা বেগম |
বিদ্যালয় বোর্ড | যশোর শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | কুষ্টিয়া জেলা |
ইআইআইএন | ১১৭৮৯৯ |
অধ্যক্ষ | আব্দুল মজিদ |
শ্রেণি | ১১শ-১২শ |
ক্যাম্পাসের ধরন | গ্রামীণ |
ওয়েবসাইট | abdurrafetbiswascollege |
আব্দুর রাফেত বিশ্বাস কলেজ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে অবস্থিত যশোর শিক্ষা বোর্ডের অধীনস্থ একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ)। কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। কুষ্টিয়ার একজন বিশিষ্ট সমাজসেবিকা হাফিজা বেগম (জন্ম-১৯৩৫ ইং, মৃত্যু-২০২১ ইং) কলেজটি প্রতিষ্ঠিত করেন।[১] প্রতিষ্ঠাতা হাফিজা বেগম-এর স্বামী আব্দুর রাফেত বিশ্বাস ওনার নামানুসারেই কলেজের নামকরণ করা হয়েছে।
বিভাগসমূহ
[সম্পাদনা]কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যশোর বোর্ডের অধীনে ৩টি বিভাগ রয়েছে।
ডিগ্রি | নং | বিষয় |
---|---|---|
এইচএসসি | ০১ | বিজ্ঞান |
০২ | মানবিক | |
০৩ | বানিজ্য |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ সিটি ডেস্ক (২০২১-০৪-১৭)। "হাফিজা বেগম মারা গিয়েছেন"। দি ডেইলি স্টার - ইংরেজি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫।
- ↑ কুষ্টিয়া প্রতিনিধি (২০১৮-০৭-২২)। "কেন্দ্রের গাফিলতিতে ফলাফল আসেনি ১২ শিক্ষার্থীর"। বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫।
- ↑ "আব্দুর রাফেত বিশ্বাস কলেজ ইআইআইএন - ১১৭৮৯৯"। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]