বিষয়বস্তুতে চলুন

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের লোগো
জাপানের নাগাসাকিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২০-এর লোগো

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড, সংক্ষেপে আইবিও হলো অনূর্ধ্ব-২০ বছর বয়সী প্রাক-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান বিষয়ের অলিম্পিয়াড। এটি আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয়। প্রথম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে, চেকোস্লোভাকিয়ায়। এরপর থেকে প্রতি বছর নিয়মিত এই অলিম্পিয়াড আয়োজিত হয়। এই প্রতিযোগিতায় পাঁচটি মহাদেশ থেকে ৭৫টি পর্যন্ত দেশ অংশগ্রহণ করেছে। প্রতিটি অংশগ্রহণকারী দেশ তাদের স্থানীয় পর্যায়ে আয়োজিত জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডের চারজন বিজয়ীকে আন্তর্জাতিক পর্যায়ে পাঠায়। তাদের সাথে সাধারণত দুইজন পূর্ণবয়স্ক ব্যক্তি অংশগ্রহণ করেন, যারা প্রতিযোগিতাকালীন বিচারকের দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য চারজন প্রতিযোগী বাছাইয়ের জন্য প্রতিটি সদস্য দেশ জাতীয় পর্যায়ে ৩–৫টি পর্যায়ক্রমিক রাউন্ড আয়োজন করে। ফলস্বরূপ, জীববিজ্ঞানের এই আয়োজনের সাথে বিশ্বব্যাপী প্রায় ১ মিলিয়নের বেশি শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়।[]

২০২০ সালে কোভিড-১৯ মহামারীর জন্য জাপানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জীবিবিজ্ঞান অলিম্পিয়াড অনলাইনে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।[] ব্যতিক্রমী সঞ্চালন এবং অনন্য পদ্ধতির গ্রুপভিত্তিক প্রকল্প “আন্তর্জাতিক গ্রুপ প্রকল্প ২০২০”-এর জন্য এই আয়োজনকে “মহাসাফল্য” এবং আইবিও‘র ইতিহাসের “সবচেয়ে সফল” আয়োজন হিসেবে বিবেচনা করা হয়।[]

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ এবং আন্তর্জাতিক গ্রুপ প্রকল্প

[সম্পাদনা]

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডগুলোর বাতিল হওয়ার মুখে থাকা অবস্থাতেই (আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়[]) আইবিও-র আয়োজক দেশ জাপান মহামারীর মধ্যে মানিয়ে নেওয়ার অংশ হিসেবে সম্পূর্ণ অনলাইনে ভার্চুয়ালি আয়োজনের সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডগুলোর মধ্যে আইবিও-ই প্রথম অনলাইনে আয়োজনের সিদ্ধান্ত নেয়।[]

আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০-এর অংশ হিসেবে “আন্তর্জাতিক গ্রুপ প্রকল্প”-এর প্রস্তাব করা হয়। বিভিন্ন দেশের মধ্যে বিজ্ঞানভিত্তিক সংলাপ এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক গ্রুপভিত্তিক বৈজ্ঞানিক প্রকল্প আহ্বান করা হয়। আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডগুলোর মধ্যে এই ধরনের উদ্যোগ এই প্রথম।

আন্তর্জাতিক গ্রুপ প্রকল্প ২০২০-এ বিভিন্ন দেশের ৪ থেকে ৭ জন প্রতিযোগী নিয়ে ৫০টি গবেষণা দল গঠিত হয়। প্রতিটি দলে থাকা বিভিন্ন দেশের সদস্যরা তিন মাসব্যাপী বৈজ্ঞানিক প্রকল্পে একসাথে কাজ করেন। এবং, সবশেষে, জীববিজ্ঞানের ভবিষ্যৎ নির্ধারণ ও আন্তর্জাতিক সংকট নিরসনের জন্য নতুন ও উদ্ভাবনী ধারণাসম্বলিত পেশাদার পোস্টার কিংবা কোনো উপস্থাপনার প্রস্তাব করতে হয়।[] জাপানে জীববিজ্ঞানের বিখ্যাত অধ্যাপকবৃন্দ প্রতিটি উপস্থাপনা মূল্যায়ন করেন।

আন্তর্জাতিক গ্রুপ প্রকল্প ২০২০-এ সব মিলিয়ে ৫৩টি দেশের ২০২ জন প্রতিযোগী অংশ নেয়। এই প্রকল্পটিকে “আইবিও-র ইতিহাসে প্রথম সহযোগিতামূলক গবেষণার সুযোগের প্রথম পরীক্ষা” বলে অভিহিত করা হয়।[] ৫০টি অংশগ্রহণকারী দলের মধ্যে সবচেয়ে সেরা ছয়টি দল (২৫ জন শিক্ষার্থী) “অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স” লাভ করে।[]

সারাংশ

[সম্পাদনা]

প্রতিবছর বিভিন্ন দেশে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত হয়।[][]

আয়োজন বছর শহর দেশ তারিখ অংশগ্রহণকারী দেশ
১৯৯০ আলামৌচ  চেকোস্লোভাকিয়া ১–৭ জুলাই
১৯৯১ মাখাচকালা  সোভিয়েত ইউনিয়ন ১–৭ জুলাই
১৯৯২ পপ্রাত  চেকোস্লোভাকিয়া ৬–১২ জুলাই ১২
১৯৯৩ ইউট্রেখট  নেদারল্যান্ডস ৪–১১ জুলাই ১৫
১৯৯৪ ভার্না  বুলগেরিয়া ৩–১০ জুলাই ১৮
১৯৯৫ ব্যাংকক  থাইল্যান্ড ২–৯ জুলাই ২২
১৯৯৬ আরটেক  ইউক্রেন জুন ৩০–৭ জুলাই ২৩
১৯৯৭ আশখাবাদ  তুর্কমেনিস্তান ১৩–২০ জুলাই ২৮
১৯৯৮ কিল  জার্মানি ১৯–২৬ জুলাই ৩৩
১০ ১৯৯৯ আপসালা  সুইডেন ৪–১১ জুলাই ৩৬
১১ ২০০০ আন্তালিয়া  তুরস্ক ৯–১৬ জুলাই ৩৮
১২ ২০০১ ব্রাসেল্‌স  বেলজিয়াম ৮–১৫ জুলাই ৩৮
১৩ ২০০২ ইয়ুরমালারিগা  লাতভিয়া ৭–১৪ জুলাই ৪০
১৪ ২০০৩ মিন্‌স্ক  বেলারুশ ৮–১৬ জুলাই ৪১
১৫ ২০০৪ ব্রিসবেন  অস্ট্রেলিয়া ১১–১৮ জুলাই ৪০
১৬ ২০০৫ বেইজিং  গণচীন ১০–১৭ জুলাই ৫০
১৭ ২০০৬ রিও কার্তো  আর্জেন্টিনা ৯–১৬ জুলাই ৪৮
১৮ ২০০৭ স্যাসকাটুন  কানাডা ১৫–২২ জুলাই ৪৯
১৯ ২০০৮ মুম্বাই  ভারত ১৩–২০ জুলাই ৫৫
২০ ২০০৯ সুকুবা  জাপান ১২–১৯ জুলাই ৫৬
২১ ২০১০ চ্যাংওয়ান  দক্ষিণ কোরিয়া ১১–১৮ জুলাই ৫৮
২২ ২০১১ তাইপে  তাইওয়ান ১০–১৭ জুলাই ৫৮
২৩ ২০১২ সিঙ্গাপুর  সিঙ্গাপুর ৮–১৫ জুলাই ৫৯
২৪ ২০১৩ বের্ন   সুইজারল্যান্ড ১৪–২১ জুলাই ৬২
২৫ ২০১৪ বালি  ইন্দোনেশিয়া ৬–১৩ জুলাই ৬১
২৬ ২০১৫ আরহুস  ডেনমার্ক ১২–১৯ জুলাই ৬১
২৭ ২০১৬ হ্যানয়  ভিয়েতনাম ১৭–২৪ জুলাই ৬৮
২৮ ২০১৭ কভেন্ট্রি  যুক্তরাজ্য ২৩–৩০ জুলাই ৬৪
২৯ ২০১৮ তেহরান  ইরান ১৫–২২ জুলাই ৭০
৩০ ২০১৯ সেগেদ  হাঙ্গেরি ১৪–২১ জুলাই ৭৮
৩১ ২০২০ নাগাসাকি  জাপান কোভিড-১৯ এর মহামারীর কারণে দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে অনুষ্ঠিত[] “আইবিও চ্যালেঞ্জ ২০২০” এবং আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডের ইতিহাসে প্রথম গ্রুপভিত্তিক “আন্তর্জাতিক গ্রুপ প্রকল্প” আয়োজিত হয়।[] ৮ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অলিম্পিয়াডের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সর্বমোট ৯৫।[১০]
৫৩টি দেশ আন্তর্জাতিক গ্রুপ প্রকল্প এবং আইবিও চ্যালেঞ্জে অংশ নেয়।
৩২ ২০২১ লিসবন  পর্তুগাল কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর জন্য দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে “২য় আইবিও চ্যালেঞ্জ” হিসেবে আয়োজিত হয়।[১১][১২] ১৮–২৩ জুলাই অলিম্পিয়াডের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৭৭
৩৩ ২০২২ ইয়েরেভান  আর্মেনিয়া ১০–১৮ জুলাই
৩৪ ২০২৩ আল আইন  সংযুক্ত আরব আমিরাত ৩–১১ জুলাই
৩৫ ২০২৪ আস্তানা  কাজাখস্তান ৭–১৪ জুলাই[১৩]
৩৬ ২০২৫ ম্যানিলা  ফিলিপাইন ২০–২৭ জুলাই
৩৭ ২০২৬ ভিলনিয়াস  লিথুয়ানিয়া ১২–১৯ জুলাই
৩৮ ২০২৭ ওয়ারশ  পোল্যান্ড [১৪]
৩৯ ২০২৮  নেদারল্যান্ডস
৫০ ২০২৯  চেক প্রজাতন্ত্র

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "IBO is an association of national biology competitions from countries and regions"International Biology Olympiad। ২০২০-০৬-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৬ 
  2. "Regarding COVID-19"IBO2020 Nagasaki (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-০৬। ২০২০-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৬ 
  3. "THE VIRTUAL IBO CHALLENGE 2020 WAS A GREAT SUCCESS"International Biology Olympiad (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৬ 
  4. "51st International Physics Olympiad"ipho-unofficial.org। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৬ 
  5. "International Group Project"IBO2020 Nagasaki (ইংরেজি ভাষায়)। ২০২০-০৪-২৪। ২০২১-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৯ 
  6. "Group Project Results"IBO2020 Nagasaki (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-১৯। ২০২১-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৯ 
  7. "Past IBOs"International Biology Olympiad। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৬ 
  8. "Future IBOs"International Biology Olympiad। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৬ 
  9. "International Group Project"International Biology Olympiad Nagasaki 2020। ২০২০-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১১ 
  10. সূর্যোদয়ের দেশ থেকে এলো সুখবর: জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের দুই ব্রোঞ্জSamakal। ২৫ আগস্ট ২০২০। 
  11. https://www.ibo-info.org/en/news-media/news/ibo-challenge-2021-event-website-registration-deadlines-due-end-of-march.html
  12. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১ 
  13. https://www.ibo-info.org/en/contest/future-ibos.html
  14. https://www.ibo-info.org/en/contest/future-ibos.html

বহিঃসংযোগ

[সম্পাদনা]