আন্তঃরাজ্যিক পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তঃরাজ্যিক পরিষদ
জুলাই ২০১৬-এ আন্তঃরাজ্যিক পরিষদের একাদশ বৈঠক
গঠিত২৮ মে ১৯৯০; ৩৩ বছর আগে (1990-05-28)
সভাপতি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ওয়েবসাইটhttp://interstatecouncil.nic.in/

ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২৬৩ অনুযায়ী এক আন্তঃরাজ্যিক পরিষদ স্থাপন করা হবে "যদি কোন সময়ে রাষ্ট্রপতির নিকট ইহা প্রতীয়মান হয় যে ... একটি পরিষদ স্থাপন দ্বারা জনস্বার্থ সাধিত হইবে"।[১] সুতরাং সংবিধান নিজে আন্তঃরাজ্যিক পরিষদ প্রতিষ্ঠা করেনি, কারণ যখন সংবিধান রচনা করা হয়েছিল তখন এর প্রয়োজনবোধ করা হয়নি। ২৮ মে ১৯৯০-এ সরকারিয়া কমিশনের সুপারিশ অনুযায়ী এক রাষ্ট্রপতি আদেশ দ্বারা এক স্থায়ী প্রতিষ্ঠান হিসাবে আন্তঃরাজ্যিক পরিষদ স্থাপন করা হয়েছিল।[২][৩] এছাড়া, বিচারপতি আর. এস. সরকারিয়ার সভাপতিত্বে কেন্দ্র-রাজ্য সম্পর্ক কমিশন সুপারিশ করেছিল যে অনুচ্ছেদ ২৬৩ অনুযায়ী আন্তঃসরকারি পরিষদ নামক এক স্থায়ী আন্তঃরাজ্যিক পরিষদ গঠন করা উচিত। এই কমিশনের সুপারিশে স্থাপিত আন্তঃরাজ্যিক পরিষদকে ভঙ্গ করা বা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুতরাং আন্তঃরাজ্যিক পরিষদ বর্তমানে একটি স্থায়ী সাংবিধানিক প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য রাজ্যের মধ্যে নীতি, অভিন্ন স্বার্থ ও বিবাদ নিয়ে অনুসন্ধান করা।[৩]

উদ্দেশ্যসমূহ[সম্পাদনা]

অনুচ্ছেদ ২৬৩ অনুযায়ী আন্তঃরাজ্যিক পরিষদের উদ্দেশ্য নিম্নরূপ:[১]

  1. রাজ্যসমূহের মধ্যে যে বিবাদ উদ্ভূত হতে পারে, তার সম্পর্কে অনুসন্ধান করা ও মন্ত্রণা দেওয়া।
  2. যে সকল বিষয়ে রাজ্যসমূহের মধ্যে কয়েকটি বা সবগুলির অথবা সংঘের ও এক বা একাধিক রাজ্যের অভিন্ন স্বার্থ আছে, সেইসকল বিষয়ে তদন্ত ও আলোচনা করা।
  3. ঐরূপ কোনো বিষয় সম্বন্ধে সুপারিশ করা এবং বিশেষত, সেই বিষয় সম্পর্কে নীতি ও কার্যের সুষ্ঠুতর সংযোজনের জন্য সুপারিশ করা।

সংগঠন[সম্পাদনা]

আন্তঃরাজ্যিক পরিষদ নিম্নলিখিত সদস্য নিয়ে গঠিত:[৪]

স্ট্যান্ডিং কমিটি

  • স্বরাষ্ট্রমন্ত্রী, সভাপতি।
  • ৫ জন ক্যাবিনেট মন্ত্রী।
  • ৯ জন মুখ্যমন্ত্রী।

বৈঠকসমূহ[সম্পাদনা]

১৯৯০ সালে স্থাপিত হওয়ার পর আন্তঃরাজ্যিক পরিষদে ১২টি বৈঠক সম্পন্ন হয়েছিল।[৫]

ক্রমিক
সংখ্যা
তারিখ প্রধানমন্ত্রী
১০ অক্টোবর ১৯৯০ ভি. পি. সিং
১৫ অক্টোবর ১৯৯৬ এইচ. ডি. দেবে গৌড়
১৭ জুলাই ১৯৯৭ ইন্দ্র কুমার গুজরাল
১৮ নভেম্বর ১৯৯৭
২২ জানুয়ারি ১৯৯৯ অটলবিহারী বাজপেয়ী
২০ মে ২০০০
১৬ নভেম্বর ২০০১
২৭–১৮ মার্চ ২০০৩
২৮ জুন ২০০৫ মনমোহন সিংহ
১০ ১২ ডিসেম্বর ২০০৬
১১ ১৬ জুলাই ২০১৬ নরেন্দ্র মোদী
১২ ২৫ নভেম্বর ২০১৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ভারতের সংবিধান (২০২২)
  2. "Article 263 in The Constitution Of India 1949"indiankanoon.org। Indian Kanoon। ২৮ মে ১৯৯০। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৬ 
  3. "Genesis of the Inter State Council"interstatecouncil.nic.in/। Inter State Council Secretariat। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৭ 
  4. "Composition of the Inter State Council"interstatecouncil.nic.in/। Inter State Council Secretariat। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৭ 
  5. "Meetings of the Inter State Council"interstatecouncil.nic.in/। Inter State Council Secretariat। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৭