ইন্দ্র কুমার গুজরাল
ইন্দর কুমার গুজরাল | |
---|---|
![]() | |
১২তম ভারতের প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ 21 April 1997 – 19 March 1998 | |
রাষ্ট্রপতি | শঙ্কর দয়াল শর্মা কে. আর. নারায়নান |
পূর্বসূরী | H. D. Deve Gowda |
উত্তরসূরী | Atal Bihari Vajpayee |
Minister of Finance | |
কাজের মেয়াদ 21 April 1997 – 19 March 1998 | |
পূর্বসূরী | P. Chidambaram |
উত্তরসূরী | Yashwant Sinha |
Minister of External Affairs | |
কাজের মেয়াদ 1 June 1996 – 19 March 1998 | |
প্রধানমন্ত্রী | H. D. Deve Gowda |
পূর্বসূরী | Sikander Bakht |
উত্তরসূরী | Atal Bihari Vajpayee |
কাজের মেয়াদ 5 December 1989 – 10 November 1990 | |
প্রধানমন্ত্রী | V. P. Singh |
পূর্বসূরী | V. P. Singh |
উত্তরসূরী | Vidya Charan Shukla |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | Jhelum, Punjab, British India | ৪ ডিসেম্বর ১৯১৯
মৃত্যু | ৩০ নভেম্বর ২০১২[১] Gurgaon, Harayana | (বয়স ৯২)
রাজনৈতিক দল | Janata Dal (1988–1998) Independent(1998 onwards) |
অন্যান্য রাজনৈতিক দল | Indian National Congress (Before 1988) |
দাম্পত্য সঙ্গী | Shiela Gujral |
প্রাক্তন শিক্ষার্থী | D.A.V. College, Hailey College of Commerce Forman Christian College University |
ইন্দর কুমার গুজরাল, (৪ ডিসেম্বর ১৯১৯ - ৩০ নভেম্বর ২০১২), যিনি আই. কে. গুজরাল নামে সমধিক পরিচিত, একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ১৯৯৭ খ্রিষ্টাব্দের এপ্রিল মাস থেকে ১৯৯৮ খ্রিষ্টাব্দের মার্চ মাস পর্যন্ত ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি "গুজরাল তত্ত্ব" আখ্যায়িত পাঁচ দফা নীতিমালার জন্য প্রসিদ্ধ ছিলেন যার উদ্দীষ্ট ছিল প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সুসম্পর্ক গঠন ও বজায় রাখা। ১৯৯৬-৯৭ খ্রীস্টাব্দ মেয়াদে ভারতের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়ত্বপালন কালে তিনি এই তত্ত্ব প্রচার করেন। তিনি একই সঙ্গে ধীশক্তি ও মানবতাবোধের জন্য রাজনৈতিক মহলে প্রিয়ভাজন হয়েছিলেন।
মৃত্যু[সম্পাদনা]
২০১২ খ্রীস্টাব্দের ৩০ নভেম্বর তারিখে তার মৃত্যু হয়। ২রা ডিসেম্বর ২০১২ তারিখে দিল্লীতে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পাদিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বৎসর।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Firstpost Politics India's diplomatic politician and former PM IK Gujral passes away"। First Post (India)।
- ↑ রাষ্ট্রীয় মর্যাদায় আই. কে. গুজরাললের শেষকৃত্য সম্পন্ন
![]() |
উইকিমিডিয়া কমন্সে ইন্দ্র কুমার গুজরাল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী Vishwanath Pratap Singh |
Minister of External Affairs 1989–1990 |
উত্তরসূরী Vidya Charan Shukla |
পূর্বসূরী Sikander Bakht |
Minister of External Affairs 1996–1998 |
উত্তরসূরী Atal Bihari Vajpayee |
পূর্বসূরী Haradanahalli Doddegowda Deve Gowda |
Prime Minister of India 1997–1998 | |
Chairperson of the Planning Commission 1997–1998 | ||
পূর্বসূরী পি. চিদাম্বরাম |
অর্থমন্ত্রী ১৯৯৭-১৯৯৮ |
উত্তরসূরী যশবন্ত সিনহা |