আন্ডারগ্রাউন্ড পিস লাভারস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্ডারগ্রাউন্ড পিস লাভারস
প্রাথমিক তথ্য
উদ্ভববাংলাদেশ
ধরনরক
কার্যকাল১৯৭২–১৯৭৫
২০১৭–বর্তমান
সদস্য
  • দস্তগীর হক
  • ওমর খালেদ রুমী
  • সাজ্জাদ আলী
  • সালাউদ্দীন খান
  • শাহেদুল হুদা

আন্ডারগ্রাউন্ড পিস লাভারস বাংলাদেশের একটি স্বাধীন সঙ্গিতদল, যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।[১] এটি স্বাধীন বাংলাদেশে গঠিত প্রথম সঙ্গীত দল।[২]

ইতিহাস[সম্পাদনা]

সত্তরের দশকে একটি ক্লাবে আন্ডারগ্রাউন্ড পিস লাভারসের সঙ্গীত পরিবেশনের দৃশ্য

১৯৭২ - ১৯৭৫: প্রারম্ভিক সময়[সম্পাদনা]

১৯৭২ সালের জানুয়ারি মাসে দস্তগীর হক, ওমর খালেদ রুমী, সাজ্জাদ আলী, সালাউদ্দীন খান এবং শাহেদুল হুদা মিলে গঠন করেন আন্ডারগ্রাউন্ড পিস লাভারস ব্যান্ডটি যা ছিলো স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যান্ড দল।[২] ১৯৭২ সালের মার্চ মাসে হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম কনসার্টে অংশ নেয় ব্যান্ডটি।[৩] হোটেল ইন্টারকন্টিনেন্টালের সাথে তাদের এক বছরের চুক্তি হয়। ব্যান্ড দলটি সেসময় বিভিন্ন অনুষ্ঠান ও ক্লাবগুলোতে জনপ্রিয় ইংরেজি গান ও কিছু বাংলা গান পরিবেশন করত। ব্যান্ডটি সত্তরের দশকে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছিলো। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘ধীরে বহে মেঘনা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের আবহসংগীতের কাজ করেছে দলটি। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় দলটি দাতব্য অনুষ্ঠান করে অর্থ সংগ্রহ করে।[৩] ১৯৭৫ সালে ব্যান্ড দলটি ভেঙ্গে যায় এবং রুমী ছাড়া সকল সদস্য বিদেশ চলে যান।[৩][৪]

২০১১ - বর্তমান: প্রত্যাবর্তন[সম্পাদনা]

২০১১ সালে এবং পরবর্তীতে ২০১৬ সালে ব্যান্ডের সদস্যদের বাংলাদেশে পুনর্মিলন হয়। ২০১৭ সালের ৭ জানুয়ারিতে দল গঠনের ৪৫ বছর পূর্তিতে ঢাকা ক্লাবের বেঙ্গল লাউঞ্জে তাদের স্বনামে প্রথম অ্যালবাম প্রকাশ করে।[৩][৪]

বর্তমান সদস্যতালিকা[সম্পাদনা]

আন্ডারগ্রাউন্ড পিস লাভারস-এর বর্তমান লাইন-আপ হলো:[২]

  • দস্তগীর হক (মূল কন্ঠ)
  • ওমর খালেদ রুমী (কণ্ঠ এবং গিটার)
  • সাজ্জাদ আলী (কণ্ঠ এবং গিটার)
  • সালাউদ্দীন খান (বেস ও কণ্ঠ)
  • শাহেদুল হুদা (ড্রাম এবং কণ্ঠ)

ডিস্কোগ্রাফি[সম্পাদনা]

এই ব্যান্ডটির একমাত্র অ্যালবামের শিরোনাম তাদের নামে দেওয়া। এই অ্যালবামটিতে ১৩টি গান রয়েছে। এর মধ্যে ইংরেজি গান রয়েছে ৯টি:[২]

  1. ম্যান অন দ্যা স্ট্রিট
  2. এইন'ট নো অরডিনারি কাইন্ড
  3. নেভার সে গুডবাই
  4. অ্যান্ড আই ওয়ান্ডার
  5. বিচ টাউন
  6. বৃষ্টি
  7. জানিনা
  8. সন্ধ্যা
  9. লিজি
  10. হাউ ক্যান ইউ ফল ইন লাভ
  11. আমার গান রিগায়ে
  12. যাই যাই যাই যাই
  13. ইউ হ্যাভ গট অ্যা ফ্রেন্ড

কিংবদন্তি[সম্পাদনা]

২০১৭ সালে ইমতিয়াজ আলম বেগ দলটিকে নিয়ে জি সিরিজের পরিবেশনায় ‘মেন ফ্রম সেভেন্টি টু’ শিরোনামের ১৯ মিনিটের তথ্যচিত্র নির্মাণ করেছিলেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. হামীম। "A Peek into the Bangladeshi Rock n' Roll History"Star Weekend Magazine (Volume 4 Issue 65) (ইংরেজি ভাষায়)। ২৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২১ 
  2. Adnin, Nazia (২৯ নভেম্বর ২০১৮)। "We practised music from our hearts"Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২১ 
  3. মাসুদ, মেহদী। "বাংলাদেশের প্রথম ব্যান্ড কোনটি?"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৫ 
  4. "Underground Peace Lovers all set to release their first album"Daily Sun (ইংরেজি ভাষায়)। ২০২১-১০-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]