আরবোভাইরাস (ব্যান্ড)
আরবোভাইরাস | |
---|---|
![]() আরবোভাইরাস ব্যান্ডের সদস্যগণ | |
প্রাথমিক তথ্য | |
উদ্ভব | ঢাকা, বাংলাদেশ |
ধরন | হার্ড রক, অল্টারনেটিভ রক |
সদস্যবৃন্দ | সুফি(ভোকাল) সুহার্ত(গিটার) রঞ্জন(গিটার) আলদানি(বেইজ) নাফিস(ড্রামস) |
"আরবোভাইরাস" বাংলাদেশের একটি হার্ড রক ব্যান্ড । ২০০২ সালে গিটারিস্ট সুহার্তো শেরিফ, আসিফ আজগর রঞ্জন এবং ড্রামার হিমেলের হাত ধরে যাত্রা শুরু করে আরবোভাইরাস। এরা তিনজন ছিলেন স্কুলজীবন বন্ধু। ব্যান্ডের নামটি মূলত "Blade II" কমিক বই থেকে সংরক্ষণ করা হয়। আরবোভাইরাস গঠিত হবার পর থেকে এখন পর্যন্ত অনেক মিউজিসিয়ানই এই ব্যান্ডের সাথে কাজ করেছে। সুফি ম্যাভেরিক (ভোকাল)[১], সুহার্তো শেরিফ (গিটার), আসিফ আজগর রঞ্জন (গিটার), আলদেন আলম (বেজ) এবং নাফিস আল আমিন (ড্রামস) হচ্ছে আরবোভাইরাসের বর্তমান লাইনআপ।
অ্যালবাম সমূহ[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "বিবিসির সাথে গান-গল্প"। bbc.com। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০।
- ↑ "আরবোভাইরাসের চতুর্থ স্টুডিও অ্যালবাম"। রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০।