আনুবিস
আনুবিস | |
---|---|
মৃত্যুলোক, সমাধিস্থল এবং মমির ঈশ্বর[১] | |
![]() মিশরীয় দেবতা আনুবিস (একটি আধুনিক চরিত্রাভিনয় নতুন রাজ্যের কবরের চিত্রের দ্বারা অণুপ্রাণিত হয়েছিল)। | |
প্রধান অর্চনাকেন্দ্র center | লিকোপোলিস, সিনোপোলিস |
প্রতীক | ফেটিশ, পালকযুক্ত দণ্ড |
ব্যক্তিগত তথ্য | |
মাতাপিতা | নেপথিস এবং ওসাইরিস আথবা সেত |
সহোদর | হোরেস (কিছু গণনাতে) |
সন্তান | কেব্রসেট |
| |||||
আনুবিস চিত্রলিপিতে |
---|
আনুবিস (প্রাচীন গ্রিক: Ἄνουβις) হল মিশরের এক দেবতার গ্রিসিয় নাম[২], যার মাথা শিয়ালের এবং দেহ মানুষের। প্রাচীন মিশরীয় বর্ণনা অনুযায়ী তিনি মৃতের জগৎের অধিকর্তা দেবতা। প্রাচীন মিশরীয় ভাষাতে, আনুবিস ইনপু (অন্যান্য বানান আনুপু, ইএনপও ইত্যাদি)[৩] হিসেবে পরিচিত। আনুবিস ছিলেন দেবতা নেপথিস ও সেত এর পুত্র। সদ্যমৃত ব্যক্তিকে মর্ত্যলোক থেকে মৃতদের দেশ পাতালপুরীতে নিয়ে যাওয়ার পথে নিরাপত্তা দিতেন আনুবিস। মৃত ব্যক্তি আকাশের তারায় পরিণত হতে পারবেন কি না, তা বিচারের ভারও ছিল আনুবিসের ওপরে। আনুবিসের হাতে পালকযুক্ত দণ্ড থাকত যা দিয়ে মৃতের বিচার হত। যদি হৃদয়ের ওজন পালকের ওজনের চেয়ে কম হত তবে মৃত ওরিসিসে প্রবেশের অণুমতি পেত। আর ওজন বেশি হলে তার আত্মা ধ্বংস করে ফেলা হত।
গ্যালারি[সম্পাদনা]
তুতেনখামেনের কবরে প্রাপ্ত আনুবিসের মূর্তি (কায়রো জাদুঘর)।
হারমআনুবিসের মূর্তি (ভ্যাটিকান জাদুঘর)।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ The Routledge Dictionary of Egyptian Gods and Goddesses, G. Hart আইএসবিএন ০-৪১৫-৩৪৪৯৫-৬,
- ↑ Charles Russell Coulter, Patricia Turner, Encyclopedia of ancient deities,Sammy Northam Rocks 2000, আইএসবিএন ০-৭৮৬৪-০৩১৭-৯, p.58
- ↑ The Gods of Ancient Egypt - Anubis
বহিঃসংযোগ[সম্পাদনা]


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |