শবাধার লিপি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মধ্য রাজ্যের একটি প্রস্তর-শবাধারের প্যানেলে চিত্রিত শবাধার লিপি

শবাধার লিপি হল প্রথম অন্তর্বর্তী পর্যায়ের সমসাময়িক কাল থেকে প্রাচীন মিশরে শবাধারের গায়ে লিখিত অন্ত্যেষ্টিক্রিয়া-বিষয়ক মন্ত্রের সংকলন। এগুলি আংশিকভাবে শুধুমাত্র রাজকীয় ব্যবহারের জন্য নির্দিষ্ট পূর্ববর্তী পিরামিড লিপি থেকে আহরিত। কিন্তু শবাধার লিপিতে দৈনন্দিন চাহিদা-সংক্রান্ত অনেক নতুন বিষয়বস্তুও দেখা যায়। যা থেকে অনুমান করা হয় যে, এগুলি সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হত। এই লিপিগুলির সূচনা ঘটেছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ২১০০ অব্দে।[১] সাধারণ মিশরীয় যাদের একটি শবাধার ক্রয়ের ক্ষমতা ছিল, তারাই এই লিপিগুলি ব্যবহার করতে। অর্থাৎ, এই সময় পরলোকে ফ্যারাওদের একচেটিয়া অধিকার ক্ষুণ্ণ হয়েছিল।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://www.oldest.org/religion/religious-texts/
  2. Lichtheim, Miriam (১৯৭৫)। Ancient Egyptian Literature, vol 1। London, England: University of California Press। আইএসবিএন 0-520-02899-6 
  3. Goelet, Dr. Ogden; ও অন্যান্য (১৯৯৪)। The Egyptian Book of the Dead: The Book of Going Forth by Day। San Francisco: Chronicle Books। 

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]