পাঞ্জাব ক্রিকেট দল (ভারত)
অবয়ব
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | মনদীপ সিং |
কোচ | মুনিস বালি |
মালিক | পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন |
দলের তথ্য | |
প্রতিষ্ঠা | ১৯৬৮ |
স্বাগতিক মাঠ | পাঞ্জাব ক্রিকেট সংস্থা আইএস বিন্দ্রা স্টেডিয়াম, মোহালি
মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মোহালি ধ্রুব পাণ্ডব স্টেডিয়াম, পাতিয়ালা গান্ধী স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড, অমৃতসর |
ধারণক্ষমতা | ২৮,০০০ |
ইতিহাস | |
প্রথম শ্রেণী অভিষেক | জম্মু ও কাশ্মীর ১৯৬৮ সালে মওলানা আজাদ স্টেডিয়াম, জম্মু |
রঞ্জি ট্রফি জয় | ১ |
ইরানি কাপ জয় | ০ |
বিজয় হাজারে ট্রফি জয় | ০ |
সৈয়দ মুশতাক আলী ট্রফি জয় | ০ |
দাপ্তরিক ওয়েবসাইট | পিসিএ |
পাঞ্জাব ক্রিকেট দল ভারতের ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাব রাজ্যের প্রতিনিধিত্ব করে।
ইতিহাস
[সম্পাদনা]১৯৬৮/৬৯ ভারতীয় ঘরোয়া ক্রিকেট মরসুমে পাঞ্জাব প্রথমবারের জন্য একত্রিত দল হিসেবে আত্মপ্রকাশ করে। এর পূর্বে পাঞ্জাব একাধিক দলে বিভক্ত ছিল (যথাক্রমে: পশ্চিম পাঞ্জাব, পূর্ব পাঞ্জাব ও উত্তর পাঞ্জাব)।
রঞ্জি ট্রফির সেরা ফলাফল
[সম্পাদনা]বছর | অবস্থান |
---|---|
২০০৪–০৫ | রানার্স-আপ |
১৯৯৪–৯৫ | রানার্স-আপ |
১৯৯২–৯৩ | চ্যাম্পিয়ন |
১৯৩৮–৩৯ | রানার্স-আপ |
ঘরের মাঠ
[সম্পাদনা]- পাঞ্জাব ক্রিকেট সংস্থা আইএস বিন্দ্রা স্টেডিয়াম, মোহালি
- মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মোহালি
- ধ্রুব পাণ্ডব স্টেডিয়াম, পাতিয়ালা
- গান্ধী স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড, অমৃতসর
- গান্ধী স্টেডিয়াম, জলন্ধর
- শহীদ উধম সিং স্টেডিয়াম, অমৃতসর
- ভাতিন্ডা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ভাতিন্ডা