বিষয়বস্তুতে চলুন

সার্ভিসেস ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সার্ভিসেস ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়করজত পালিওয়াল
মালিকসার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড
দলের তথ্য
প্রতিষ্ঠা১৯২৬
স্বাগতিক মাঠপালাম এ স্টেডিয়াম, দিল্লি
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকবনাম মেরিলেবোন ক্রিকেট ক্লাব
১৯২৬ সালে
লরেন্স গার্ডেন্স, লাহোর
রঞ্জি ট্রফি জয়
বিজয় হাজারে ট্রফি জয়
সৈয়দ মুশতাক আলী ট্রফি জয়
দাপ্তরিক ওয়েবসাইটSSCB

সার্ভিসেস ক্রিকেট দল ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ভারতের সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করে। সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড এর নিয়ন্ত্রক। দিল্লির পালাম এ স্টেডিয়াম এই দলের ঘরের মাঠ।

ইতিহাস

[সম্পাদনা]

সার্ভিসেস দল প্রথম ১৯৪৯-৫০ সালে রঞ্জি ট্রফিতে খেলেছিল। তারা ২০০১-০২ পর্যন্ত প্রতিযোগিতার উত্তর অঞ্চলে খেলেছে এবং ২০০২-০৩ সাল থেকে প্লেট গ্রুপ এবং অন্যান্য নিম্ন-র‌্যাঙ্কের গ্রুপে খেলেছে, একটি সিজন বাদে, যেখানে তারা ২০০৫-০৬ সময় এলিট গ্রুপে খেলেছিল। তাদের সবচেয়ে শক্তিশালী সময়কাল ছিল ১৯৫০-এর দশক: ১৯৫০-৫১ এবং ১৯৫৯-৬০-এর মধ্যে তারা ছয়বার সেমিফাইনালে এবং দুবার ফাইনালে পৌঁছেছিল, ১৯৫৬-৫৭ সালে বোম্বের কাছে ফাইনালে এক ইনিংসে হেরেছিল[] এবং ১৯৫৭-৫৮ সালে বরোদার কাছে, এক ইনিংসে।[]

২০২২ সালের মার্চের শুরু পর্যন্ত, সার্ভিসেস ৩৫০টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছে, যার মধ্যে ৯১টি জয়, ১১৯টি পরাজয় এবং ১৪০টি ড্র হয়েছে। তাদের ৩৩টি জয় এসেছে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে।[]

২০১২-১৩ সালে ত্রিপুরার বিরুদ্ধে যশপাল সিং দ্বারা তাদের সর্বোচ্চ প্রথম-শ্রেণীর স্কোর হল অপরাজিত ২৫০।[] ১৯৬৮-৬৯ সালে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে গোকুল ইন্দর দেব-এর সেরা বোলিং পরিসংখ্যান হল ৩৭ রানে ৮ উইকেট।[]

তারা ২০২১-২২ মৌসুমে প্রথমবারের মতো বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে পৌঁছেছিল। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তাদের সেরা ফিনিশিং ছিল ২০১৯-২০ মরসুমে, যেখানে তারা তাদের গ্রুপে ৪টি জয় এবং ২টি হারে তৃতীয় স্থানে ছিল।

বিখ্যাত ক্রিকেটার

[সম্পাদনা]

ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন: (প্রথম ম্যাচের সাল প্রদত্ত)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Services v Bombay 1956–57"Cricinfo। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Baroda v Services 1957–58"Cricinfo। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "Playing Record (1949/50-2021/22)"CricketArchive। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২২ 
  4. "Most Runs in an Innings for Services"CricketArchive। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮ 
  5. "Most Wickets in an Innings for Services"CricketArchive। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]