২০২১–২২ রঞ্জি ট্রফি
তারিখ | ১৭ ফেব্রুয়ারি – ২৬ জুন ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | বিসিসিআই |
ক্রিকেটের ধরন | প্রথম-শ্রেণীর ক্রিকেট |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নক-আউট |
আয়োজক | ভারত |
বিজয়ী | মধ্যপ্রদেশ[ক] (১ম শিরোপা) |
রানার-আপ | মুম্বই |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৩৮ |
খেলার সংখ্যা | ৬৫ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | সরফরাজ খান (মুম্বই) |
সর্বাধিক রান সংগ্রহকারী | সরফরাজ খান (৯৮২) (মুম্বই) |
সর্বাধিক উইকেটধারী | শামস মুলানি (৪৫) (মুম্বই) |
২০২১–২২ রঞ্জি ট্রফি হল ভারতের প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফির ৮৭তম আসর।[১][২] দুটি পর্বে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রথম গ্রুপ পর্ব ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ[৩] ও নক-আউট পর্ব ৬ থেকে ২৬ জুন পর্যন্ত।[৪][৫] কোভিড-১৯ মহামারীর জন্য প্রতিযোগিতা শুরু হতে অনেকটা দেরি হওয়ায় পূর্বের আসরের মত পাঁচটি গ্রুপ করা হয়নি বরং আটটি এলিট গ্রুপে দলগুলিকে বিভক্ত করা হয় এবং প্লেট গ্রুপ রাখা হয়।[৬] আটটি এলিট গ্রুপের প্রতিটির প্রথম স্থানাধিকারী দলগুলি নক-আউট পর্বে উত্তীর্ণ হয় এবং আটটি দলের মধ্যে প্রথম সাতটি সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পায় এবং সর্বশেষ দলটি প্লেট গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দলের সঙ্গে প্রাক-কোয়ার্টার ফাইনাল ম্যাচে অবতীর্ণ হয়।[৭]
প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই বিহারের সাকিবুল গাজি প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক ম্যাচে ত্রিশতরান করেন।[৮] ফাইনালে মধ্যপ্রদেশ মুম্বইকে ৬ উইকেটে হারিয়ে প্রথম বারের জন্য বিজয়ী হয়।[৯][১০]
দল
[সম্পাদনা]দলগুলির গ্রুপ অনুযায়ী বিভাজন:[১১]
গ্রুপ এ (রাজকোট) | গ্রুপ বি (কটক) | গ্রুপ সি (চেন্নাই) | গ্রুপ ডি (আহমেদাবাদ) | গ্রুপ ই (ত্রিবান্দ্রম) |
---|---|---|---|---|
গ্রুপ এফ (দিল্লি) | গ্রুপ জি (হরিয়ানা) | গ্রুপ এইচ (গুয়াহাটি) | প্লেট গ্রুপ (কলকাতা) | |
গ্রুপ পর্ব
[সম্পাদনা]গ্রুপ এ
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ড্র | ফহ | পয়েন্ট | রা/উ | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মধ্যপ্রদেশ | ৩ | ২ | ০ | ০ | ১ | ০ | ১৪ | ২.১৪৭ | কোয়ার্টার-ফাইনালে উন্নীত |
২ | কেরালা | ৩ | ২ | ০ | ০ | ১ | ০ | ১৪ | ১.৬৪৮ | |
৩ | গুজরাট | ৩ | ১ | ২ | ০ | ০ | ০ | ৭ | ১.১০৫ | |
৪ | মেঘালয় | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | ০ | ০.২৩৪ |
গ্রুপ বি
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ড্র | ফহ | পয়েন্ট | রা/উ | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বাংলা | ৩ | ৩ | ০ | ০ | ০ | ০ | ১৮ | ১.৩০৮ | কোয়ার্টার-ফাইনালে উন্নীত |
২ | হায়দ্রাবাদ | ৩ | ২ | ১ | ০ | ০ | ০ | ১২ | ১.১৯৬ | |
৩ | বরোদা | ৩ | ০ | ২ | ০ | ১ | ০ | ৩ | ০.৯৩৮ | |
৪ | চণ্ডীগড় | ৩ | ০ | ২ | ০ | ১ | ০ | ১ | ০.৬৯৪ |
গ্রুপ সি
[সম্পাদনা]অব. | দল | খে | জ | হা | ফহ | ড্র | পয়েন্ট | কোশেন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
১ | কর্ণাটক | ৩ | ২ | ০ | ০ | ১ | ১৬ | ১.৬৮১ |
২ | রেলওয়েজ | ৩ | ১ | ০ | ০ | ২ | ১০ | ১.৩২৪ |
৩ | জম্মু ও কাশ্মীর | ৩ | ১ | ২ | ০ | ০ | ৬ | ০.৭৮২ |
৪ | পুদুচেরি | ৩ | ০ | ২ | ০ | ১ | ১ | ০.৫৪৮ |
- কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ
গ্রুপ ডি
[সম্পাদনা]অব. | দল | খে | জ | হা | ফহ | ড্র | পয়েন্ট | কোশেন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
১ | মুম্বই | ৩ | ২ | ০ | ০ | ১ | ১৬ | ১.৮৯৩ |
২ | সৌরাষ্ট্র | ৩ | ২ | ০ | ০ | ১ | ১৪ | ১.৪৪১ |
৩ | ওড়িশা | ৩ | ০ | ২ | ০ | ১ | ৩ | ০.৪৫৩ |
৪ | গোয়া | ৩ | ০ | ২ | ০ | ১ | ১ | ০.৭৯১ |
- কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ
গ্রুপ ই
[সম্পাদনা]অব. | দল | খে | জ | হা | ফহ | ড্র | পয়েন্ট | কোশেন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
১ | উত্তরাখণ্ড | ৩ | ২ | ১ | ০ | ০ | ১২ | ১.৩৯৮ |
২ | অন্ধ্রপ্রদেশ | ৩ | ১ | ১ | ০ | ১ | ৯ | ১.১৮৩ |
৩ | সার্ভিসেস | ৩ | ১ | ১ | ০ | ১ | ৮ | ০.৮৭২ |
৪ | রাজস্থান | ৩ | ১ | ২ | ০ | ০ | ৬ | ০.৭২৩ |
- কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ
গ্রুপ এফ
[সম্পাদনা]অব. | দল | খে | জ | হা | ফহ | ড্র | পয়েন্ট | কোশেন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
১ | পাঞ্জাব | ৩ | ২ | ০ | ০ | ১ | ১৬ | ১.৪৬৬ |
২ | হরিয়ানা | ৩ | ১ | ১ | ০ | ১ | ৯ | ১.১০২ |
৩ | হিমাচল প্রদেশ | ৩ | ১ | ১ | ০ | ১ | ৮ | ১.০০৬ |
৪ | ত্রিপুরা | ৩ | ০ | ২ | ০ | ১ | ১ | ০.৫৮১ |
- কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ
গ্রুপ জি
[সম্পাদনা]অব. | দল | খে | জ | হা | ফহ | ড্র | পয়েন্ট | কোশেন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
১ | উত্তরপ্রদেশ | ৩ | ২ | ০ | ০ | ১ | ১৩ | ০.৯৫৩ |
২ | বিদর্ভ | ৩ | ১ | ০ | ০ | ২ | ১২ | ২.১১৬ |
৩ | মহারাষ্ট্র | ৩ | ১ | ১ | ০ | ১ | ৮ | ০.৮৯৮ |
৪ | অসম | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | ০.৬৪৫ |
- কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ
গ্রুপ এইচ
[সম্পাদনা]অব. | দল | খে | জ | হা | ফহ | ড্র | পয়েন্ট | কোশেন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ঝাড়খণ্ড | ৩ | ২ | ১ | ০ | ০ | ১২ | ০.৯৫৮ |
২ | ছত্তিশগড় | ৩ | ১ | ০ | ০ | ২ | ১০ | ০.৯০৬ |
৩ | তামিলনাড়ু | ৩ | ০ | ১ | ০ | ২ | ৬ | ১.০৩৫ |
৪ | দিল্লি | ৩ | ০ | ১ | ০ | ২ | ২ | ১.০৬৯ |
- প্রাক্ কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ
প্লেট গ্রুপ
[সম্পাদনা]অব. | দল | খে | জ | হা | ফহ | ড্র | পয়েন্ট | কোশেন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
১ | নাগাল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ | ০ | ১৯ | ২.৩০৪ |
২ | মণিপুর | ৩ | ১ | ১ | ০ | ১ | ১০ | ১.০৬২ |
৩ | সিকিম | ৩ | ১ | ১ | ০ | ১ | ৯ | ১.২২৭ |
৪ | অরুণাচল প্রদেশ | ৩ | ১ | ২ | ০ | ০ | ৬ | ০.৫৭১ |
৫ | বিহার | ৩ | ০ | ১ | ০ | ২ | ৪ | ১.২৪৯ |
৬ | মিজোরাম | ৩ | ০ | ১ | ০ | ২ | ২ | ০.৪৬৬ |
- প্রাক্ কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ
নক-আউট পর্ব
[সম্পাদনা]প্রাক্ কোয়ার্টার-ফাইনাল | |||
এইচ১ | ঝাড়খণ্ড | ৮৮০ ও ৪১৭/৬ | |
পি১ | নাগাল্যান্ড | ২৮৯ |
কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||||||||
এইচ১ | ঝাড়খণ্ড | ২৯৮ | ||||||||||||
বি১ | বাংলা | ৭৭৩/৭ডি. ও ৩১৮/৭ডি. | ||||||||||||
বি১ | বাংলা | ২৭৩ ও ১৭৫ | ||||||||||||
এ১ | মধ্যপ্রদেশ | ৩৪১ ও ২৮১ | ||||||||||||
এফ১ | পাঞ্জাব | ২১৯ ও ২০৩ | ||||||||||||
এ১ | মধ্যপ্রদেশ | ৩৯৭ ও ২৬/০ | ||||||||||||
এ১ | মধ্যপ্রদেশ | ৫৩৬ ও ১০৮/৪ | ||||||||||||
ডি১ | মুম্বই | ৩৭৪ ও ২৬৯ | ||||||||||||
ডি১ | মুম্বই | ৬৪৭/৮ডি. ও ২৬১/৩ডি. | ||||||||||||
ই১ | উত্তরাখণ্ড | ১১৪ ও ৬৯ | ||||||||||||
ডি১ | মুম্বই | ৩৯৩ ও ৫৩৩/৪ ডি. | ||||||||||||
জি১ | উত্তরপ্রদেশ | |||||||||||||
সি১ | কর্ণাটক | ২৫৩ ও ১১৪ | ||||||||||||
জি১ | উত্তরপ্রদেশ | ১৫৫ ও ২১৩/৫ |
ফাইনাল
[সম্পাদনা]ব
|
||
- মুম্বই টসে জয়ী হয় ও ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- পার্থ সাহানী (মধ্যপ্রদেশ)-এর প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।
নোট
[সম্পাদনা]- ↑ ১৯৪৫–৪৬ ও ১৯৫২–৫৩ আসরে মধ্যপ্রদেশ হোলকার নামে খেলেছিল ও শিরোপা জয়লাভ করেছিল। ২০২১–২২ তাদের মধ্যপ্রদেশ নামে প্রথম শিরোপা জয়লাভ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ranji Trophy returns as BCCI announces full 2021-22 domestic season"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১।
- ↑ "BCCI announces India's domestic season for 2021-22"। The Board of Control for Cricket in India। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১।
- ↑ "Ranji Trophy: BCCI permits 20 players, 2 Covid reserves"। CricBuzz। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "BCCI unveils two-phased plan for Ranji Trophy"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Bengaluru to host Ranji Trophy knockouts from June 4"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২।
- ↑ "Ranji Trophy to begin on February 10"। CricBuzz। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "FAQs: Everything you wanted to know about the 2021-22 Ranji Trophy"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Ranji Trophy: Bihar's Sakibul Gani creates world record on first-class debut with incredible triple-century"। Hindustan Times। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Dubey, Shubham, Patidar, bowlers fashion Madhya Pradesh's maiden Ranji Trophy title"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২।
- ↑ "Mumbai vs Madhya Pradesh highlights, Ranji Trophy Final 2022: Madhya Pradesh beat Mumbai by 6 wickets to win their maiden Ranji Trophy title"। The Times of India। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২।
- ↑ "65 matches, 9 venues, 2 phases: Ranji Trophy after 22 months"। The Indian Express। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]ভারতীয় ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা সম্পর্কে বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |