বিষয়বস্তুতে চলুন

উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ক্রিকেট দল
দলের তথ্য
প্রতিষ্ঠা১৮৮৭
শেষ ম্যাচ১৯৪৭
স্বাগতিক মাঠপেশোয়ার ক্লাব গ্রাউন্ড, পেশোয়ার
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকদক্ষিণ পাঞ্জাব
১৯৩৭ সালে
বারাদারি গ্রাউন্ড, পাটিয়ালা
রঞ্জি ট্রফি জয়

উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ক্রিকেট দল ছিল একটি ভারতীয় ঘরোয়া ক্রিকেট দল যা উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের ব্রিটিশ ভারতীয় প্রদেশের প্রতিনিধিত্ব করে। দলটি রঞ্জি ট্রফিতে ১৯৩৭-৩৮ ভারতীয় ক্রিকেট মৌসুম থেকে ১৯৪৫-৪৬ মৌসুম পর্যন্ত ব্রিটিশ ভারতে, ভারত ভাগের আগে খেলেছিল।

দলটি প্রথম রঞ্জি ট্রফিতে ১৯৩৭ মৌসুমে দক্ষিণ পাঞ্জাব দলের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলে। দলটি ১৯৫৫/৪৬ মৌসুম পর্যন্ত রঞ্জি ট্রফিতে উপস্থিত ছিল, যখন এটি দিল্লির বিরুদ্ধে তার চূড়ান্ত প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছিল।[]

স্বাধীনতা এবং ভারত বিভাগের পর, এনডব্লিউএফপি দল পাকিস্তানের বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশ নেয়। ২০১০ সালে, প্রদেশটির নাম পরিবর্তন করে "খাইবার পাখতুনখোয়া" রাখা হয় এবং সেই অনুযায়ী ক্রিকেট দলের নামকরণ করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]