গোপালগঞ্জ জেলা সুইমিংপুল
গোপালগঞ্জ জেলা সুইমিংপুল | |
---|---|
২৩°০০′৪৩″ উত্তর ৮৯°৪৯′৪৪″ পূর্ব / ২৩.০১২০৩৩° উত্তর ৮৯.৮২৮৯৭২° পূর্ব | |
ঠিকানা | শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কমপ্লেক্স,গোপালগঞ্জ |
খোলা | ফেব্রুয়ারি ২০১৪ |
পরিচালনায় | গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা |
মালিকানাধীন | জাতীয় ক্রীড়া পরিষদ |
গোপালগঞ্জ জেলা সুইমিংপুল ২০১৪ সালে উদ্বোধন হওয়া বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল। এটি গোপালগঞ্জ শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কমপ্লেক্সে শিশু পার্কের বিপরীতে অবস্থিত।[১] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত[২] এবং স্থানীয় গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।[৩] এটি জেলার দুইটি সুইমিংপুলের মধ্যে প্রথম, অপরটি জেলার মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অন্তর্গত।[৩]
নির্মাণ ইতিহাস
[সম্পাদনা]১৯৯৬ সালে গোপালগঞ্জে একটি নতুন স্টেডিয়াম নির্মাণের প্রকল্প নেয়া হয়। সুইমিংপুলটি এই প্রকল্পের অংশ। গোপালগঞ্জ বিসিক নগরীতে ১০ একর জায়গার ওপর নির্মিত স্টেডিয়াম কমপ্লেক্সের মধ্যে ১৭ কোটি টাকা ব্যয়ে সুইমিংপুল ও ব্যায়ামাগার একত্রে নির্মাণ করা হয়। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে এটির উদ্বোধন করা হয়।[১]
উল্লেখযোগ্য আয়োজন
[সম্পাদনা]২০১৫ সালে বাংলাদেশের ২৭তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা এই সুইমিংপুলে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল ঢাকার বাইরে অনুষ্ঠিত প্রথম জাতীয় প্রতিযোগিতা।[১] এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এখানে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "অপ্রস্তুত মাঠ জলহীন সুইমিংপুল"। কালের কণ্ঠ। ২০১৫-১০-০২। ২০১৭-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭।
- ↑ "সুইমিংপুল (ঢাকা মহানগরীর বাহিরে)"। জাতীয় ক্রীড়া পরিষদ। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
- ↑ "গোপালগঞ্জে সাঁতার প্রতিযোগিতা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২১-০৬-১৪। ২০২২-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭।