মাহবুবুল হক পেয়ারা সুইমিংপুল
মাহবুবুল হক পেয়ারা সুইমিংপুল | |
---|---|
২২°৫৯′৫৭″ উত্তর ৯১°২৪′২৪″ পূর্ব / ২২.৯৯৯২২৪° উত্তর ৯১.৪০৬৫৫০° পূর্ব | |
ঠিকানা | দাউদপুর, ফেনী |
ডাককোড | ফেনী সদর - ৩৯০০ |
পরিচালনায় | ফেনী জেলা ক্রীড়া সংস্থা |
মালিকানাধীন | জাতীয় ক্রীড়া পরিষদ |
পূর্বতন নাম | ফেনী জেলা সুইমিংপুল |
খরচ | ৳ ৩.৫০ কোটি |
বৈশিষ্ট্য | |
৮ লেনের সুইমিংপুল |
মাহবুবুল হক পেয়ারা সুইমিংপুল ২০০১ সালে নির্মিত বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল। এটির অবস্থান ফেনী জেলার ফেনী পৌরসভার দাউদপুর এলাকায়। এটি জেলার একমাত্র সুইমিংপুল।[১][২] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত এবং স্থানীয় ফেনী জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।[২][৩][৪] এটি খোলা আকাশের নীচে উম্মুক্ত ৮ লেন বিশিষ্ট সুইমিংপুল।
ইতিহাস
[সম্পাদনা]২০০০ সালে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ফেনীর দাউদপুরে ৩ একর ভূমির উপর সুইমিংপুলটির নির্মাণ শুরু হয়।[২] ২০০১ সালে নির্মাণ শেষ হয়।[১] প্রকল্পটির নির্মাণ সম্পন্ন করতে ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়।[২] রাজনৈতিক টানাপোড়েনের কারণে নির্মাণের পরেও এটি চালু করা যায়নি।[১] ২০১৪ সালের সেপ্টেম্বরে স্থাপনাটি সাংবাদিক মাহবুবুল হক পেয়ারার নামে নামকরণ করা হয়।[৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "নতুন স্টেডিয়াম পাচ্ছে ফেনী"। কালের কণ্ঠ। ২০১৫-০৮-০৭। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৩।
- ↑ ক খ গ ঘ "অযত্ন অবহেলায় ফেনী জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুল পরিণত হয়েছে মাদকাসক্তদের আখড়ায়"। এসএ টিভি। ২০১৯-১২-১৭। ২০২২-০২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৩।
- ↑ "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
- ↑ "ফেনীতে অরক্ষিত সুইমিং পুল"। ইনডিপেনডেন্ট টেলিভিশন। ২০২০-০২-১০। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৩।
- ↑ "ফেনীর সুইমিংপুল পেয়ারা দাদার নামে নামকরণ চূড়ান্ত"। নতুন ফেনী। ২০১৪-০৯-১৫। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৩।
- ↑ "Feni swimming pool not operational even after 15 years!"। দ্য ডেইলি অবজার্ভার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৫-২১। ২০২২-০২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৭।