ময়মনসিংহ জেলা সুইমিংপুল
ময়মনসিংহ জেলা সুইমিংপুল | |
---|---|
২৪°৪৫′৫৯″ উত্তর ৯০°২৩′২৭″ পূর্ব / ২৪.৭৬৬৪৯৩° উত্তর ৯০.৩৯০৭১৮° পূর্ব | |
ঠিকানা | কাচিঝুলি, ময়মনসিংহ |
খোলা | ২০০৯ |
পরিচালনায় | ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা |
মালিকানাধীন | জাতীয় ক্রীড়া পরিষদ |
অবস্থা | সক্রীয় |
খরচ | ৳ ৩.২৮ কোটি |
দৈর্ঘ্য | ৫০ মিটার |
প্রস্থ | ২৫ মিটার |
ময়মনসিংহ জেলা সুইমিংপুল ২০০৯ সাল হতে সক্রীয় বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল।[১][২] এটি ময়মনসিংহ শহরের কাচিঝুলিতে টাঙ্গাইল বাস স্ট্যান্ডের পেছনে রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়াম সীমার মধ্যে অবস্থিত।[৩] এটি জেলার একমাত্র সুইমিংপুল।[৪] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত এবং স্থানীয় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।[৫]
নির্মাণ ইতিহাস
[সম্পাদনা]২০০১ সালে জমি গ্রহণ ও নির্মাণের জন্য ফলক স্থাপন হলেও[৬] ২০০৫ সালে ময়মনসিংহ স্টেডিয়ামের সীমার মাঝে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে সুইমিংপুলটির নির্মাণ শুরু হয়। ২০০৮ সালে এটির নির্মাণ সম্পন্ন ও হস্তান্তর ঘটে। ২০০৯ সাল হতে স্থানীয় সাঁতারুদের প্রশিক্ষণ শুরুর মাধ্যমে এটি সক্রীয় ব্যবহারের জন্য উদ্বোধন করা হয়। প্রকল্পটির নির্মাণ সম্পন্ন করতে ৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় হয়।[১]
কাঠামো
[সম্পাদনা]এটি খোলা আকাশের নিচে উম্মুক্ত সুইমিংপুল। এটির আয়তন ৫০X২৫ বর্গ মিটার।[৬] পুলটির দুপাশে গ্যালারি নেই।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ খান, এম.আব্দুল্লাহ আল মামুন (২০১১-১০-২৯)। "ধুঁকছে ময়মনসিংহের সুইমিং পুলটি"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২২-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৮।
- ↑ "নতুন রূপে ময়মনসিংহের সুইমিংপুল, প্রশিক্ষণ শুরু"। ঢাকা পোস্ট। ২০২১-০৯-০১। ২০২২-০২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৭।
- ↑ আহমেদ, ইলিয়াস (২০২২-০৯-০৩)। "সুইমিংপুলে শিশু-কিশোরের স্বপ্নহীন সাঁতার শেখা"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৯।
- ↑ "অবশেষে চালু হল ময়মনসিংহের একমাত্র সুইমিং পুল"। দৈনিক সমকাল (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-০১। ২০২২-০১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৪।
- ↑ "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
- ↑ ক খ ইসলাম, মঞ্জুরুল (২০২২-০৬-১৬)। "ময়মনসিংহে সুইমিংপুল আছে, নেই কোনও সাঁতার দল"। জাগো নিউজ। ২০২২-০৬-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০৩।