মুন্সীগঞ্জ জেলা সুইমিংপুল
মুন্সীগঞ্জ জেলা সুইমিংপুল | |
---|---|
২৩°৩২′২৭″ উত্তর ৯০°৩২′১০″ পূর্ব / ২৩.৫৪০৯৩৫° উত্তর ৯০.৫৩৬০৪৮° পূর্ব | |
ঠিকানা | মাঠপাড়া, মুন্সীগঞ্জ সদর পৌরসভা |
ডাককোড | মুন্সীগঞ্জ - ১৫০০ |
খোলা | ২০০৪ |
পরিচালনায় | মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা |
মালিকানাধীন | জাতীয় ক্রীড়া পরিষদ |
অবস্থা | সক্রীয় |
খরচ | ৳ ৩.২১ কোটি (২০০১-২০০৪) |
বৈশিষ্ট্য | |
৮ লেনের সুইমিংপুল |
মুন্সীগঞ্জ জেলা সুইমিংপুল বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল।[১] এটি মুন্সীগঞ্জ জেলায় মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় সার্কিট হাউজ সড়কে অবস্থিত।[২] এটি জেলার একমাত্র সুইমিংপুল। বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত এবং স্থানীয় মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।[১][৩]
ইতিহাস
[সম্পাদনা]২০০১ থেকে ২০০৪ পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলা শহরের মাঠপাড়া এলাকায় সার্কিট হাউজ সড়কের শেষপ্রান্তে ৩ কোটি ২১ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয়ে সুইমিংপুলটি নির্মাণ করা হয়।[৪] ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মুন্সীগঞ্জে ইনডোর স্টেডিয়াম নির্মাণ, সুইমিংপুলের ছাউনি ও গ্যালারী নির্মাণ, টেনিস কমপ্লেক্স নির্মাণ ও মুন্সীগঞ্জ স্টেডিয়াম উন্নয়নে ২০ কোটি ৩৩ লাখ টাকার পরিকল্পনা করেছিল। ২০১৮ সালের মার্চ-এপ্রিলে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলা সুইমিংপুল সংস্কার সহ ছাউনি গ্যালারী যুক্ত করা হয়।[৫]
কাঠামো
[সম্পাদনা]এটি খোলা আকাশের নীচে উম্মুক্ত ৮ লেন বিশিষ্ট সুইমিংপুল। সাঁতারুদের জন্য পৃথক ছাউনি ও দর্শকদের বসার জন্য গ্যলারি রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
- ↑ "মুন্সীগঞ্জ জেলা সার্কিট হাউস"। মুন্সীগঞ্জ জেলা আনুষ্ঠানিক বাতায়ন। ২০২২-০১-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-১২।
- ↑ "সুইমিংপুল (ঢাকা মহানগরীর বাহিরে)"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২০১৭-০৬-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৪।
- ↑ "Outside the Dhaka City | National Sports Council l Ministry of Youth and Sports"। web.archive.org। ২০১৫-০১-০২। Archived from the original on ২০১৫-০১-০২। সংগ্রহের তারিখ ২০২২-০২-১১।
- ↑ "মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়াম পরিদর্শেনে যুব ও ক্রীড়া মন্ত্রণারয়ের অতিরিক্ত সচিব"। মুন্সিগঞ্জ নিউজ ডটকম। ২০২০-০২-০৯। ২০২১-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯।