সিলভান ভিডমার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিলভান ভিডমার
২০১৫ সালে সুইজারল্যান্ডের হয়ে ভিডমার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সিলভান ভিডমার
জন্ম (1993-03-05) ৫ মার্চ ১৯৯৩ (বয়স ৩১)
জন্ম স্থান আরাউ, সুইজারল্যান্ড
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বাজেল
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০১–২০০৭ ভুরেনলোস
২০০৭–২০০৮ বাডেন
২০০৮–২০১০ আরাউ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১১ আরাউ ২ (২)
২০১১–২০১৩ আরাউ ৬৫ (১১)
২০১৩–২০১৮ উদিনেসে ১৩১ (৫)
২০১৮– বাজেল ৫৩ (৩)
জাতীয় দল
২০১১–২০১২ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ (৩)
২০১২–২০১৪ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ ১৭ (১)
২০১৪– সুইজারল্যান্ড ১০ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:২৮, ১০ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:২৮, ১০ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

সিলভান ভিডমার (জার্মান: Silvan Widmer; জন্ম: ৫ মার্চ ১৯৯৩) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সুইজারল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সুইস সুপার লিগের ক্লাব বাজেল এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০১১ সালে, ভিডমার সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০ ম্যাচে ১টি গোল করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

সিলভান ভিডমার ১৯৯৩ সালের ৫ই মার্চ তারিখে সুইজারল্যান্ডের আরাউয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FC Basel 1893"Swiss Football League - SFL (জার্মান ভাষায়)। ২০২১-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০ 
  2. "First team"FC Basel 1893। ২০১৮-০৭-১২। ২০২১-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]