নিকো এলভেদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকো এলভেদি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম নিকো এলভেদি
জন্ম (1996-09-30) ৩০ সেপ্টেম্বর ১৯৯৬ (বয়স ২৭)
জন্ম স্থান জুরিখ, সুইজারল্যান্ড
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট + ইঞ্চি)[১]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বরুসিয়া মনশেনগ্লাডবাখ
জার্সি নম্বর ৩০
যুব পর্যায়
২০০৫–২০০৬ গ্রাইফেন্সে
২০০৬–২০১৩ জুরিখ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৫ জুরিখ ২ ২৪ (০)
২০১৪–২০১৫ জুরিখ ১৮ (১)
২০১৫– বরুসিয়া মনশেনগ্লাডবাখ ১৬১ (৮)
জাতীয় দল
২০১২–২০১৩ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৭ ১১ (০)
২০১৪ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৮ (০)
২০১৩–২০১৬ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১৯ (২)
২০১৬– সুইজারল্যান্ড ২২ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:২৯, ১১ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২৯, ১১ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

নিকো এলভেদি (ফরাসি: Nico Elvedi; জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৯৯৬) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখ এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০১২ সালে, এলভেদি সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২২ ম্যাচে ১টি গোল করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ১টি ফিফা বিশ্বকাপ (২০১৮) এবং ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০১৬ এবং ২০২০) অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

নিকো এলভেদি ১৯৯৬ সালের ৩০শে সেপ্টেম্বর তারিখে সুইজারল্যান্ডের জুরিখে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Borussia Mönchengladbach - 404"Borussia Mönchengladbach। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]