ফিলিপ কোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিলিপ কোন
২০১৯ সালে রেড বুল জালৎসবুর্গের হয়ে কোন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফিলিপ ফ্রঁসোয়া কোন
জন্ম (1998-04-02) ২ এপ্রিল ১৯৯৮ (বয়স ২৬)
জন্ম স্থান ডিনস্লাকেন, জার্মানি
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
রেড বুল জালৎসবুর্গ
জার্সি নম্বর ১৮
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২৬, ৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ফিলিপ ফ্রঁসোয়া কোন (জার্মান: Philipp Köhn, জার্মান উচ্চারণ: [fˈiːlɪp kˈøːn ]; জন্ম: ২ এপ্রিল ১৯৯৮; ফিলিপ কোন নামে সুপরিচিত) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে অস্ট্রীয় ক্লাব রেড বুল জালৎসবুর্গ এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০১৬ সালে, কোন সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ফিলিপ ফ্রঁসোয়া কোন ১৯৯৮ সালের ২রা এপ্রিল তারিখে জার্মানির ডিনস্লাকেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

কোন কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ৯ই নভেম্বর তারিখে ঘোষিত সুইজারল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২ 
  2. "Murat Yakin gibt Schweizer WM-Aufgebot bekannt" [Murat Yakin announces Swiss World Cup squad] (জার্মান ভাষায়)। Swiss Football Association। ৯ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]