বিষয়বস্তুতে চলুন

২০২১ স্কটল্যান্ড ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১ স্কটল্যান্ড ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর
 
  নেদারল্যান্ডস স্কটল্যান্ড
তারিখ ১৯ – ২১ মে ২০২১
অধিনায়ক পিটার সিলার কাইল কোয়েতজার
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান ম্যাক্স ও'দাউড (৯০) জর্জ মানসে (১০৬)
সর্বাধিক উইকেট ভিভিয়ান কিংমা (৫) অ্যালাসডেয়ার ইভান্স (৬)

স্কটল্যান্ড ক্রিকেট দল দুইটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য নেদারল্যান্ডস সফর করে, যা মে ২০২১-এ অনুষ্ঠিত হয়। [][]

দলীয় সদস্য

[সম্পাদনা]
ওডিআই
 নেদারল্যান্ডস  স্কটল্যান্ড

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
১৯ মে ২০২১
১১:০০
নেদারল্যান্ডস 
১৬৩/৮ (৩৩ ওভার)
 স্কটল্যান্ড
১৪৯/৮ (৩৩ ওভার)
ম্যাক্স ও'দাউড ৮২ (১০২)
গ্যাভিন মেইন ২/১৬ (৭ ওভার)
স্কটল্যান্ড ১৪ রানে জয়ী
হেজেলারওয়েগ স্টেডিয়াম, রটার্ডাম
আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস) ও নিতিন বাথী (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ম্যাচটি বৃষ্টির কারণে প্রতি পাশ দিয়ে ৩৩ ওভারে নামিয়ে আনা হয়েছিল।
  • আর্যন দত্তলোগান ফন বীক (নেদারল্যান্ডস) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।
  • মার্ক ওয়াট স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ১০০তম উইকেট নিয়েছিলেন।

২য় ওডিআই

[সম্পাদনা]
২১ মে ২০২১
১১:০০
নেদারল্যান্ডস 
১৭১ (৪৮.৪ ওভার)
 স্কটল্যান্ড
১৭২/৪ (৪২.১ ওভার)
জর্জ মানসে ৭৯* (১০০)
ভিভিয়ান কিংমা ২/২৩ (৮ ওভার)
স্কটল্যান্ড ৬ উইকেটে জয়ী
হেজেলারওয়েগ স্টেডিয়াম, রটার্ডাম
আম্পায়ার: নিতিন বাথী (নেদারল্যান্ডস) ও আদ্রিয়ান ফন ডেন দ্রাইস (নেদারল্যান্ডস)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Dutch unveil ambitious 2021 international cricket programme"Emerging Cricket। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২১ 
  2. "Scotland Men To Face The Netherlands In Two ODIs"Cricket Scotland। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]