বিষয়বস্তুতে চলুন

এবরশি এজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এবরশি এজ
২০১৮ সালে কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে এজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এবরশি অলুশি এজ[]
জন্ম (1998-06-29) ২৯ জুন ১৯৯৮ (বয়স ২৬)
জন্ম স্থান গ্রিনিচ, ইংল্যান্ড
উচ্চতা ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)[]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ক্রিস্টাল প্যালেস
জার্সি নম্বর ২৫
যুব পর্যায়
২০০৬–২০১১ আর্সেনাল
২০১১–২০১৩ ফুলহ্যাম
২০১৪ রেডিং
২০১৪–২০১৬ মিলওয়াল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০২০ কুইন্স পার্ক রেঞ্জার্স ১০৪ (২০)
২০১৭–২০১৮উইকম ওয়ান্ডারার্স (ধার) ২০ (৫)
২০২০– ক্রিস্টাল প্যালেস ২৯ (৩)
জাতীয় দল
২০১৮–২০১৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ (০)
২০১৯–২০২১ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৪৫, ২৫ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৪৫, ২৫ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

এবরশি অলুশি এজ (ফরাসি উচ্চারণ: ​[əbʁʃi ɛz], ফরাসি: Eberechi Eze; জন্ম: ২৯ জুন ১৯৯৮; এবরশি এজ নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড়, ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।[]

২০০৬–০৭ মৌসুমে, ইংরেজ ফুটবল ক্লাব আর্সেনালের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে এজ ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে ফুলহ্যাম, রেডিং এবং মিলওয়ালের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৬–১৭ মৌসুমে, ইংরেজ ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৪ মৌসুম অতিবাহিত করেছেন; কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে তিনি ১০৪ ম্যাচে ২৯টি গোল করেছেন। মাঝে ২০১৭–১৮ মৌসুমে তিনি ১ মৌসুমের জন্য ধারে উইকম ওয়ান্ডারার্সে যোগদান করেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি প্রায় ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে কুইন্স পার্ক রেঞ্জার্স হতে ক্রিস্টাল প্যালেসে যোগদান করেছেন।

২০১৮ সালে, এজ ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

এবরশি অলুশি এজ ১৯৯৮ সালের ২৯শে জুন তারিখে ইংল্যান্ডের গ্রিনিচে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি নাইজেরীয় বংশোদ্ভূত।[] তার দুই ভাই শিমায়েশি এজইকেশি এজও ফুটবল খেলোয়াড়।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

এজ ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ১১ই অক্টোবর তারিখে তিনি ইতালি অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[] তিনি ২০২১ সালের ৩১শে মার্চ তারিখে ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Club list of registered players: As at 18th May 2019: Queens Park Rangers" (পিডিএফ)English Football League। পৃষ্ঠা 28। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯ 
  2. "Ebere Eze"11v11.com। AFS Enterprises। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯ 
  3. "Eberechi Eze"Queens Park Rangers F.C.। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯ 
  4. Fisher, Ben (১৪ নভেম্বর ২০১৮)। "Eberechi Eze: the young playmaker with the X factor at QPR"The Guardian। London। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯ 
  5. "England MU21 squad named for UEFA U21 Euro Group Stages un Slovenia"দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। ১৫ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]