সেন্ট লুসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেন্ট লুসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯৭৯; ৪৫ বছর আগে (1979)[১]
সদর দপ্তরক্যাট্রিজ, সেন্ট লুসিয়া
ফিফা অধিভুক্তি১৯৮৮[১]
কনকাকাফ অধিভুক্তি১৯৮৬[২]
সভাপতিসেন্ট লুসিয়া লিন্ডন কুপার
সহ-সভাপতিসেন্ট লুসিয়া স্টিফেন রেগিস
ওয়েবসাইটwww.stluciafa.org

সেন্ট লুসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Saint Lucia Football Association; এছাড়াও সংক্ষেপে এসএলএফএ নামে পরিচিত) হচ্ছে সেন্ট লুসিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৭ বছর পর ১৯৮৬ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর সেন্ট লুসিয়ার রাজধানী ক্যাট্রিজে অবস্থিত।

এই সংস্থাটি সেন্ট লুসিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে এসএলএফএ প্রথম বিভাগ, সেন্ট লুসিয়া এফএ কাপ এবং এসএলএফএ প্রেসিডেন্ট'স কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সেন্ট লুসিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন লিন্ডন কুপার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ভিক্টর রেইড।

কর্মকর্তা[সম্পাদনা]

৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি লিন্ডন কুপার
সহ-সভাপতি স্টিফেন রেগিস
সাধারণ সম্পাদক ভিক্টর রেইড
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক এলিজাহ উইলিয়াম
প্রযুক্তিগত পরিচালক শেষ পড
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) জামাল শাবাজ
জাতীয় দলের কোচ (নারী) ট্রেভর অ্যান্ডারসন
রেফারি সমন্বয়কারী টিমোথি জোসেফ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০ 
  2. "CFU Nations Cup to be held every 4 years"Kingston Gleaner in newspaperarchive.com। ২৩ ডিসেম্বর ১৯৮৬। 
    "At the Zurich meeting, Aruba, St Vincent and the Grenadines and St Lucia were accepted as members of CONCACAF which should lead to their membership in FIFA after two years."

বহিঃসংযোগ[সম্পাদনা]