অ্যান্টিগুয়া ও বার্বুডা ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যান্টিগুয়া ও বার্বুডা ফুটবল অ্যাসোসিয়েশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯২৮; ৯৬ বছর আগে (1928)[১]
সদর দপ্তরসেন্ট জন'স, অ্যান্টিগুয়া ও বার্বুডা
ফিফা অধিভুক্তি১৯৭০[১]
কনকাকাফ অধিভুক্তি১৯৭৩[২]
সভাপতিঅ্যান্টিগুয়া ও বার্বুডা এভার্টন গনসালভেস
সহ-সভাপতি
  • অ্যান্টিগুয়া ও বার্বুডা মাইকেল কার
  • অ্যান্টিগুয়া ও বার্বুডা গ্রেগরি কেন্ডারসন
  • অ্যান্টিগুয়া ও বার্বুডা ড্যারিল মাইকেল
  • অ্যান্টিগুয়া ও বার্বুডা গোয়েন্ডোলাইন সালমন
ওয়েবসাইটantiguafootball.com

অ্যান্টিগুয়া ও বার্বুডা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Antigua and Barbuda Football Association; এছাড়াও সংক্ষেপে এবিএফএ নামে পরিচিত) হচ্ছে অ্যান্টিগুয়া ও বার্বুডার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪৫ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪৮ বছর পর ১৯৭৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর অ্যান্টিগুয়া ও বার্বুডার রাজধানী সেন্ট জন'সে অবস্থিত।

এই সংস্থাটি অ্যান্টিগুয়া ও বার্বুডার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে অ্যান্টিগুয়া ও বার্বুডা প্রিমিয়ার লীগ এবং অ্যান্টিগুয়া ও বার্বুডা এফএ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে অ্যান্টিগুয়া ও বার্বুডা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন এভার্টন গনসালভেস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন রোহান হেক্টর।

কর্মকর্তা[সম্পাদনা]

৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি এভার্টন গনসালভেস
সহ-সভাপতি মাইকেল কার
গ্রেগরি কেন্ডারসন
ড্যারিল মাইকেল
গোয়েন্ডোলাইন সালমন
সাধারণ সম্পাদক রোহান হেক্টর
কোষাধ্যক্ষ ড্যারিল মাইকেল
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক ট্রত গিবসন
প্রযুক্তিগত পরিচালক রলস্টন উইলিয়ামস
ফুটসাল সমন্বয়কারী শন স্যামুয়েল
জাতীয় দলের কোচ (পুরুষ) মিশেল ডিনজি
জাতীয় দলের কোচ (নারী) লিসা কোল
রেফারি সমন্বয়কারী রলস্টন জেমস

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Abrahams likely to head CONCACAF"Kingston Gleaner in newspaperarchive.com। ১৩ ফেব্রুয়ারি ১৯৭৩। 
    "The Caribbean CONCACAF members are Jamaica, Antigua, Bahamas, Barbados, Cuba, Haiti, Netherland Antilles, Puerto Rico, Surinam, Trinidad and the Dominican Republic."

বহিঃসংযোগ[সম্পাদনা]