ঘোষ পশ্চাত্তালব্য নাসিক্যধ্বনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিহ্বামূলীয় নাসিক্যধ্বনির বৈশিষ্ট্যসমূহ
জাত ব্যঞ্জন
বায়ুর সঞ্চালক ফুসফুস
বায়ুর অভিমুখ বহির্গামী
বায়ুর পথ নাসিক
ঘোষতা ঘোষ
উচ্চারক পশ্চাজ্জিহ্বা
উচ্চারণস্থান পশ্চাত্তালু
উচ্চারণরীতি স্পর্শ

পশ্চাত্তালব্য নাসিক্যধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিটা বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসাবে ব্যবহার করা হয়।

আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় [ŋ]
বাংলা লিপিতে ঙ্‌‌‌ বা ং‌ যেমন "বেঙ", "ভাঙা", "বাংলা", ইত্যাদি।

বাংলা ভাষায়[সম্পাদনা]

অন্য আর্য ভাষার তুলনায়, এই ধ্বনিটি বাংলা ভাষায় বেশ ঘন ঘন ব্যবহৃত। তবু এই ধ্বনিটি শুধু অক্ষরের শেষে বসে বলে শব্দের আদিতে কোনওসময় বসে না। অনেক অঞ্চলে এই ধ্বনিটির পরে "গ"-এর উচ্চারণ হয়। এইসব আঞ্চলিক ভাষায় "বাঙালি" (বাং-আ-লি) শব্দটিকে "বাঙ্গালি" (বাং-গা-লি) বলে।

অন্যান্য ভাষায়[সম্পাদনা]

বাংলা ছাড়াও অনেক-অনেক ভাষায় এই ব্যঞ্জনধ্বনিটি শব্দের আদিতে বসতে পারে না, যেমন কোরীয়, ইংরেজি, ম্যান্ডারিন চীনা, ইত্যাদি। তবু ক্যান্টনিজ ভাষায় এই ধ্বনিটি শব্দের যেকোনও স্থানে বসতে পারে, যেমন ঙাউ (অর্থাৎ "গরু") এবং ("আমি")। ক্যান্টনিজে এটি শব্দের একমাত্র ধ্বনিও হতে পারে, যেমন ঙ্‌ ("পাঁচ")।

ফুসফুসীয় উভয়ৌষ্ঠ্য দন্তৌষ্ঠ্য দন্ত্য দন্তমূলীয় পঃ‌মূলীয় মূর্ধন্য তালব্য জিহ্বামূলীয় অলিজিহ্ব্য গলনালীয় অধিজিহ্ব্য কণ্ঠনালীয় অফুসফুসীয়যুগ্মোচ্চারিত
নাসিক্য [[ওষ্ঠ্য নাসিক্যধ্বনি|m]] [[দন্তৌষ্ঠ্য নাসিক্যধ্বনি|ɱ]] [[দন্তমূলীয় নাসিক্যধ্বনি|n]] [[মূর্ধন্য নাসিক্যধ্বনি|ɳ]] [[তালব্য নাসিক্যধ্বনি|ɲ]] [[পশ্চাত্তালব্য নাসিক্যধ্বনি|ŋ]] [[অলিজিহ্ব্য নাসিক্যধ্বনি|ɴ]] শীত্কার [[ওষ্ঠ্য শীত্কারধ্বনি|ʘ]] [[দন্ত্য শীত্কারধ্বনি|ǀ]] [[পশ্চাদ্‌দন্তমূলীয় শীত্কারধ্বনি|ǃ]] [[তালব্য শীত্কারধ্বনি|ǂ]] [[পার্শ্বিক দন্তমূলীয় শীত্কারধ্বনি|ǁ]]
স্পর্শ [[অঘোষ ওষ্ঠ্য স্পর্শধ্বনি|p]] [[ঘোষ ওষ্ঠ্য স্পর্শধ্বনি|b]] [[অঘোষ দন্তৌষ্ঠ্য স্পর্শধ্বনি|]] [[ঘোষ দন্তৌষ্ঠ্য স্পর্শধ্বনি|]] [[অঘোষ দন্তমূলীয় স্পর্শধ্বনি|t]] [[ঘোষ দন্তমূলীয় স্পর্শধ্বনি|d]] [[অঘোষ মূর্ধন্য স্পর্শধ্বনি|ʈ]] [[ঘোষ মূর্ধন্য স্পর্শধ্বনি|ɖ]] [[অঘোষ তালব্য স্পর্শধ্বনি|c]] [[ঘোষ তালব্য স্পর্শধ্বনি|ɟ]] [[অঘোষ পশ্চাত্তালব্য স্পর্শধ্বনি|k]] [[ঘোষ পশ্চাত্তালব্য স্পর্শধ্বনি|ɡ]] [[অঘোষ অলিজিহ্ব্য স্পর্শধ্বনি|q]] [[ঘোষ অলিজিহ্ব্য স্পর্শধ্বনি|ɢ]] [[অধিজিহ্ব্য স্পর্শধ্বনি|ʡ]] [[কণ্ঠনালীয় স্পর্শধ্বনি|ʔ]] অন্তঃ [[ঘোষ ওষ্ঠ্য অন্তঃস্ফোটীধ্বনি|ɓ]] [[ঘোষ দন্তমূলীয় অন্তঃস্ফোটীধ্বনি |ɗ]] [[ঘোষ তালব্য অন্তঃস্ফোটীধ্বনি |ʄ]] [[ঘোষ পশ্চাত্তালব্য অন্তঃস্ফোটীধ্বনি |ɠ]] [[ঘোষ অলিজিহ্ব্য অন্তঃস্ফোটীধ্বনি |ʛ]]
ঊষ্ম [[অঘোষ ওষ্ঠ্য ঊষ্মধ্বনি |ɸ]] [[ঘোষ ওষ্ঠ্য ঊষ্মধ্বনি|β]] [[অঘোষ দন্তৌষ্ঠ্য ঊষ্মধ্বনি |f]] [[ঘোষ দন্তৌষ্ঠ্য ঊষ্মধ্বনি|v]] [[অঘোষ দন্ত্য ঊষ্মধ্বনি |θ]] [[ঘোষ দন্ত্য ঊষ্মধ্বনি|ð]] [[অঘোষ দন্তমূলীয় ঊষ্মধ্বনি |s]] [[ঘোষ দন্তমূলীয় ঊষ্মধ্বনি|z]] [[অঘোষ পশ্চাদ্দন্তমূলীয় ঊষ্মধ্বনি |ʃ]] [[ঘোষ পশ্চাদ্দন্তমূলীয় ঊষ্মধ্বনি|ʒ]] [[অঘোষ মূর্ধন্য ঊষ্মধ্বনি|ʂ]] [[ঘোষ মূর্ধন্য ঊষ্মধ্বনি|ʐ]] [[অঘোষ তালব্য ঊষ্মধ্বনি|ç]] [[ঘোষ তালব্য ঊষ্মধ্বনি|ʝ]] [[অঘোষ পশ্চাত্তালব্য ঊষ্মধ্বনি|x]] [[ঘোষ পশ্চাত্তালব্য ঊষ্মধ্বনি|ɣ]] [[অঘোষ অলিজিহ্ব্য ঊষ্মধ্বনি|χ]] [[ঘোষ অলিজিহ্ব্য ঊষ্মধ্বনি|ʁ]] [[অঘোষ গলনালীয় ঊষ্মধ্বনি|ħ]] [[ঘোষ গলনালীয় ঊষ্মধ্বনি|ʕ]] [[অঘোষ অধিজিহ্ব্য ঊষ্মধ্বনি|ʜ]] [[ঘোষ অধিজিহ্ব্য ঊষ্মধ্বনি|ʢ]] [[অঘোষ কণ্ঠনালীয় ঊষ্মধ্বনি|h]] [[ঘোষ কণ্ঠনালীয় ঊষ্মধ্বনি|ɦ]] বহিঃ [[ওষ্ঠ্য বহিঃস্ফোটী|]] [[দন্তমূলীয় বহিঃস্ফোটী|]] [[পশ্চাত্তালব্য বহিঃস্ফোটী|]] [[অলিজিহ্ব্য বহিঃস্ফোটী|]] [[দন্তমূলীয় বহিঃস্ফোটী ঊষ্মধ্বনি|]]
নৈকট্য [[ওষ্ঠ্য নৈকট্য|β̞]] [[দন্তৌষ্ঠ্য নৈকট্য|ʋ]] [[দন্তমূলীয় নৈকট্য|ɹ]] [[মূর্ধন্য নৈকট্য|ɻ]] [[তালব্য নৈকট্য|j]] [[পশ্চাত্তালব্য নৈকট্য|ɰ]] অন্যান্য পার্শ্বিক [[দন্তমূলীয় পার্শ্বিক তাড়নজাতধ্বনি|ɺ]] [[কন্ঠ্যীভূত দন্তমূলীয় পার্শ্বিক নৈকট্য|ɫ]]
কম্পন [[ওষ্ঠ্য কম্পনজাতধ্বনি|ʙ]] [[দন্তমূলীয় কম্পনজাতধ্বনি |r]] [[মূর্ধন্য কম্পনজাতধ্বনি |]] [[অলিজিহ্ব্য কম্পনজাতধ্বনি |ʀ]] [[অধিজিহ্ব্য কম্পনজাতধ্বনি |]] যুগ্মোচ্চারিত নৈকট্য [[অঘোষ কন্ঠৌষ্ঠ্য নৈকট্যধ্বনি |ʍ]] [[ঘোষ কন্ঠৌষ্ঠ্য নৈকট্যধ্বনি |w]] [[কণ্ঠতালব্য নৈকট্যধ্বনি|ɥ]]
তাড়ন [[ওষ্ঠ্য তাড়নজাতধ্বনি |ѵ̟]] [[দন্তৌষ্ঠ্য তাড়নজাতধ্বনি|ѵ]] [[দন্তমূলীয় তাড়নজাতধ্বনি |ɾ]] [[মূর্ধন্য তাড়নজাতধ্বনি |ɽ]] [[অধিজিহ্ব্য তাড়নজাতধ্বনি |]] যুগ্মোচ্চারিত ঊষ্ম [[অঘোষ অগ্রতালব্য ঊষ্মধ্বনি|ɕ]] [[ঘোষ অগ্রতালব্য ঊষ্মধ্বনি|ʑ]] [[অঘোষ কণ্ঠতালব্য ঊষ্মধ্বনি|ɧ]]
পাঃ ঊষ্ম [[অঘোষ দন্তমূলীয় পার্শ্বিক ঊষ্মধ্বনি|ɬ]] [[ঘোষ দন্তমূলীয় পার্শ্বিক ঊষ্মধ্বনি|ɮ]] [[অঘোষ মূর্ধন্য পার্শ্বিক ঊষ্মধ্বনি|]] [[অঘোষ তালব্য পার্শ্বিক ঊষ্মধ্বনি|]] [[অঘোষ পশ্চাত্তালব্য পার্শ্বিক ঊষ্মধ্বনি|]] যুগ্মোচ্চারিত ঘৃষ্ট [[অঘোষ দন্তমূলীয় ঘৃষ্টধ্বনি|ʦ]] [[ঘোষ দন্তমূলীয় ঘৃষ্টধ্বনি|ʣ]] [[অঘোষ পশ্চাদ্‌দন্তমূলীয় ঘৃষ্টধ্বনি|ʧ]] [[ঘোষ পশ্চাদ্‌দন্তমূলীয় ঘৃষ্টধ্বনি|ʤ]]
পাঃ নৈকট্য [[দন্তমূলীয় পার্শ্বিক নৈকট্যধ্বনি|l]] [[মূর্ধন্য পার্শ্বিক নৈকট্যধ্বনি|ɭ]] [[তালব্য পার্শ্বিক নৈকট্যধ্বনি|ʎ]] [[পশ্চাত্তালব্য পার্শ্বিক নৈকট্যধ্বনি|ʟ]] যুগ্মোচ্চারিত স্পর্শ [[অঘোষ কণ্ঠৌষ্ট্য স্পর্শধ্বনি|k͡p]] [[ঘোষ কণ্ঠৌষ্ট্য স্পর্শধ্বনি|ɡ͡b]] [[কণ্ঠৌষ্ট্য নাসিক্যধ্বনি|ŋ͡m]]
কিছু কিছু ব্রাউজার এই পৃষ্ঠার আ-ধ্ব-ব বর্ণগুলো ঠিক মত প্রদর্শন করতে পারবে না। এক ঘরে দুই বর্ণ থাকলে, ডানদিকের বর্ণটি ঘোষ ধ্বনি
যেসব ঘরে তারকাচিহ্ন আছে সেই ধ্বনিগুলো কোনও ভাষায় ধ্বনিমূল হিসাবে ব্যবহৃত হয় না। যেসব ঘর ছায়াবৃত করা হয়েছে সেগুলোর উচ্চারণ অসম্ভব।