বিষয়বস্তুতে চলুন

রাজ্য সড়ক ৯ (পশ্চিমবঙ্গ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পথের তথ্য
দৈর্ঘ্য২৫১ কিমি (১৫৬ মা)
প্রধান সংযোগস্থল
উত্তর প্রান্ত:দুর্গাপুর
প্রধান সংযোগস্থলSH 8 from Beliatore to Bankura
NH 14 from Bikna to Gobindapur
SH 4 from Raipur Bazar to Pirolgari morh
SH 2 at Baralaksmanpur
SH 5 from Silda to Narayanpur
এন.এইচ ৪৯ চিচরা থেকে ফেকুহাট
দক্ষিণ প্রান্ত:নয়াগ্রাম
অবস্থান
জেলাসমূহপশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা
মহাসড়ক ব্যবস্থা
পশ্চিমবঙ্গের রাজ্য সড়ক

৯ নং রাজ্য সড়ক হল ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের একটি রাজ্য সড়ক।এই রাজ্য সড়কটির দ্বারা দুর্গাপুর শহর রাজ্যের ওড়িশা সীমান্তের শহর নয়াগ্রাম-এর সঙ্গে যুক্ত হয়েছে।

রাজ্য সড়ক ৯ দুর্গাপুর থেকে শুরু হয়েছে।এপর এটি গেছে বড়জোরা, বেলিয়াটোরি, বিকনা, বাঁকুড়া, টালডাঙা, শিমলাপাল, রাইপুর বাজার, ফুলকুষ্মা, সিলদা, গিধনি, চিলকিগড়, গোপিবল্লভপুর, ছাতিনাশোল হয়ে নয়াগ্রাম পর্যন্ত।[]

৯ নং রাজ্য সড়কের মোট দৈর্ঘ্য হল -২৫১ কিমি।.[]

জেলা গুলিতের রাজ্য সড়ক ৯ -এর দৈর্ঘ্য:[]
পশ্চিম বর্ধমান জেলা: ০- ৭ কিমি।
বাঁকুড়া জেলা: ৭- ৮৯ কিমি
পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা: ৮৯- ২৫১ কিমি

সড়কের বিভাগসমূহ

[সম্পাদনা]

সড়কের বিভাগসমূহ নীচে ছক আকারে প্রকাশ করা হল:.[][][][]

সড়ক খন্ড জেলা ব্লক দৈর্ঘ্য (কিমি)
মুচিপাড়া এনএইচ ১৯-দুর্গাপুর ব্যারাজ পশ্চিম বর্ধমান জেলা
দূর্গাপুর ব্যারাজ -বাঁকুড়া বাঁকুড়া জেলা বড়জোড়া, বাঁকুড়া ২ ৪২
বাঁকুড়া-তালডাংরা-সিমলাপাল বাঁকুড়া জেলা বাঁকুড়া ১, ওন্দা, তালডাংরা, সিমলাপাল ৪০
সিমলাপাল-কৃষ্ণপুর-রাইপুর-ফুলকুষ্মা-বেনগরিয়া বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা সারেঙ্গা, রাইপুর ৩৭
বেনগরিয়া-সিলদা ঝাড়গ্রাম জেলা বিনপুর ২
সিলদা-নারায়ণপুর (পথটি এসএইচ ৫ এর সাথে ভাগ করে ব্যবহৃত হয়) ঝাড়গ্রাম জেলা বিনপুর ২
নারায়ণপুর-ধরসা-ফেকোহাট ঝাড়গ্রাম জেলা জামবনি ৩৪
ফেকোহাট-নয়াগ্রাম ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুর ১, গোপীবল্লভপুর ২, নয়াগ্রাম ৫৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Google maps
  2. "List of State Highways in West Bengal"। West Bengal Traffic Police। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬ 
  3. "Road - Highway"। Public Works Department, Government of West Bengal। ১২ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬ 
  4. "Bardhaman Tehsil/ CD Block Map"। Maps of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬ 
  5. "Bankura Tehsil/ CD Block Map"। Maps of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬ 
  6. "Paschim Medinipur Tehsil/ CD Block"। Maps of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬