বিছালী ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিছালী
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলানড়াইল সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

বিছালী ইউনিয়ন বাংলাদেশের নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি ১৯৯৬ খ্রিঃ স্থাপিত হয়।

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

বিছালী ইউনিয়নটি জেলা শহর থেকে ২২ কি.মি. দক্ষিণে অবস্থিত। বিছালী ইউনিয়ের উত্তরে কলোড়াসিঙ্গাশোলপুর ইউনিয়ন, পূর্বে সিঙ্গাশোলপুর ইউনিয়ন, দক্ষিণে কালিয়া উপজেলার পেড়োলী ইউনিয়নযশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়ন, পশ্চিমে যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নবাঘুটিয়া ইউনিয়ন অবস্থিত। এই ইউনিয়নটির আয়তন ২১.৩০ বর্গ কি.মি.

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

বিছালী ইউনিয়নটি তেরোটি গ্রামের সমান্বয় গঠিত । এ গুলি হলোঃ আড়পাড়া, মির্জাপুর ,রুখালী ,চাকই , মধুরগাতী, আরাজি-মরিচা , আকবপুর , রুন্দিয়া , আটঘরা ,বড়াল ,কালিনগর ,বিছালী ,বনখলিসাখালী

ইতিহাস[সম্পাদনা]

শিক্ষা[সম্পাদনা]

বিছালী ইউনিয়নে শিক্ষার হারঃ ৬২%। এখানে রয়েছেঃ

  • কলেজঃ ১টি,
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৫টি,
  • প্রাথমিক বিদ্যালয়ঃ ১৪টি।

অর্থনীতি[সম্পাদনা]

কৃষি প্রধান। তবে অনেকে সরকারি ও বেসরকারি চাকুরিজীবি রয়েছেন

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

বিবিধ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]