সোহানা সাবা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোহানা সাবা
জন্ম
শারমিন সোহানা সাবা

(1986-10-18) অক্টোবর ১৮, ১৯৮৬ (বয়স ৩৭)
জাতীয়তাবাংলাদেশি
নাগরিকত্ববাংলাদেশ
শিক্ষাস্নাতক
মাতৃশিক্ষায়তনশান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি
পেশা
কর্মজীবন২০০৬–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
উচ্চতা৫'৫
পিতা-মাতাশওকত হোসেন (পিতা)
রাখশান ইসলাম (মাতা)

সোহানা সাবা (১০ অক্টোবর ১৯৮৬) বাংলাদেশের একজন অভিনেত্রী এবং মডেল। তিনি ছোট এবং বড় পর্দায় অভিনয় করে থাকেন।

শৈশব[সম্পাদনা]

সোহানা সাবা তার শিক্ষাজীবন শুরু করেন আজিমপুর লেডিস ক্লাব কিন্ডার গার্ডেন এ। তিনি ২০০২ সালে ঢাকা ল্যাবরেটরি স্কুল থেকে মাধমিক পাশ করেন। ২০০৪ সালে ঢাকা মহিলা কলেজ থেকে তার উচ্চ মাধ্যমিক শেষ করেন। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন বিভাগে তার স্নাতক শেষ করেন। সোহানা সাবা তার বাবা মায়ের হাত ধরে মিডিয়া জগতে আসেন।[১] সোহানা সাবা বাবুল একাডেমি থেকে নাচ এবং ছায়ানট থেকে অভিনয়ে প্রশিক্ষণ নেন।[২]

ক্যারিয়ার[সম্পাদনা]

সোহানা সাবা তার ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে। বর্তমানে তিনি একজন অভিনয় শিল্পী হিসাবে সবার কাছে পরিচিত।[৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

সোহানা সাবা পরিচালক মুরাদ পারভেজকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৮ অক্টোবর মাসে তাদের এক ছেলে জন্মগ্রহণ করে। ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। [৪][৫][৬]

চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক টীকা
২০০৬ আয়না কবরী
২০০৬ খেলাঘর মোরশেদুল ইসলাম
২০০৮ চন্দ্রগ্রহণ ফালানি মুরাদ পারভেজ
২০০৯ প্রিয়তমেষু মোরশেদুল ইসলাম
২০১৪ বৃহন্নলা দুর্গা মুরাদ পারভেজ
২০১৬ ষড়রিপু অয়ন চক্রবর্তী
২০১৯ আব্বাস চুটকি সাইফ চন্দন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আবেদনময়ী-সোহানা-সাবা" 
  2. "ফটোশুটে সোহানা সাবা"। ৩০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৬ 
  3. "বদলে যাওয়া সোহানা সাবা"। ২৯ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৬ 
  4. "মুরাদ আমার প্রিয় বন্ধু, তবে একসাথে আর নয় : সোহানা সাবা" 
  5. "মুরাদ আমার প্রিয় জীবনসঙ্গী না হলেও প্রিয় নির্মাতা এখনও : সোহানা সাবা"। ৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৬ 
  6. "মা হলেন সোহানা সাবা"। ৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]