বিষয়বস্তুতে চলুন

লিয়াম ডসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিয়াম ডসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
লিয়াম অ্যান্ড্রু ডসন
জন্ম (1990-03-01) ১ মার্চ ১৯৯০ (বয়স ৩৪)
সুইনডন, উইল্টশায়ার, ইংল্যান্ড
ডাকনামডস
উচ্চতা৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট আর্ম অর্থোডক্স
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭-বর্তমানহ্যাম্পশায়ার (জার্সি নং ৮)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ১০৫ ১১১ ৭৩
রানের সংখ্যা ৫,১৬৫ ২,২৪২ ৪৯৫
ব্যাটিং গড় ৩৪.২০ ৩০.২৯ ১৫.০০
১০০/৫০ ৭/২৬ ১/১১ ০/০
সর্বোচ্চ রান ১৬৯ ১১৩* ৪৫*
বল করেছে ৭,৩৯৪ ৩,৬৬০ ৯৩৪
উইকেট ১১০ ৮৫ ৩৯
বোলিং গড় ৩৬.৩১ ৩৪.৭৮ ২৯.৮৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৭/৫১ ৬/৪৭ ৪/১৯
ক্যাচ/স্ট্যাম্পিং ১২৩/– ৫৩/– ৩৬/–
উৎস: ক্রিকইনফো, ২২ জানুয়ারি ২০১৬

লিয়াম অ্যান্ড্রু ডসন (ইংরেজি: Liam Andrew Dawson; জন্ম: ১ মার্চ, ১৯৯০) উইল্টশায়ারের সুইনডন এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট ইংরেজ ক্রিকেটার। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের পক্ষে খেলছেন লিয়াম ডসন। এরপূর্বে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রাখেন। পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করে থাকেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

তিন বছর বয়সে ক্রিকেট খেলতে শুরু করেন। গোয়াটাক্রেতে যোগ দেন সাত বছর বয়সে। এরপর যুব ক্রিকেটে উইল্টশায়ারের চিপেনহাম ক্রিকেট ক্লাবে যোগ দেন। সেখানেই হ্যাম্পশায়ার কর্তৃপক্ষের দৃষ্টি কাড়েন।

উইল্টশায়ারের দ্বিতীয় একাদশ ও উইল্টশায়ারে নিয়মিতভাবে খেলাকালীন ২০০৬-০৭ মৌসুমে মালয়েশিয়া সফরে অনূর্ধ্ব-১৯ দলের সদস্য হন। সফরে তিনি মালয়েশিয়া দলের বিপক্ষে চমকপ্রদ ৬/৯ লাভ করেন।[] ২০০৭ সালে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের টেস্ট সিরিজে ইংল্যান্ডের শীর্ষ উইকেট শিকারী ছিলেন।

২০০৭ মৌসুম শেষে হ্যাম্পশায়ারের পক্ষে তিনটি লিস্ট-এ ক্রিকেটে অংশ নেন। কোন উইকেট লাভে ব্যর্থ হলেও অভিষেক খেলায় সমানসংখ্যক ৩২ রান তোলেন। ১৯ সেপ্টেম্বর, ২০০৭ তারিখে ইয়র্কশায়ারের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করলেও ব্যাটিং বা বোলিং উভয় বিভাগেই তিনি ব্যর্থ হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]