ডলবেনস পার্ক
অবয়ব
ডলবেনস পার্ক | |
---|---|
ধরন | শহুরে পার্ক |
অবস্থান | উমিয়া, সুইডেন |
স্থানাঙ্ক | ৬৩°৪৯′২২″ উত্তর ২০°১৬′১৪″ পূর্ব / ৬৩.৮২২৭৮° উত্তর ২০.২৭০৫৬° পূর্ব |
নির্মিত | ১৮৬৫ |
খোলা | সারা বছর উন্মুক্ত |
ডলবেনস পার্ক (সুইডীয়: Döbelns park) উমিয়া, সুইডেনের কেন্দ্রে অবস্থিত একটি পার্ক। ১৮৬৫ সালে সৃষ্ট এই পার্কটিই উমিয়ার প্রথম পার্ক। এর নামকরণ করা হয় জেনারেল জর্জ কার্ল ভন ডলবেন-এর নামানুসারে এবং ১৮৬৭ সালে তার সৌধ এখানে গড়ে ওঠে। ১৮৬৫ সালে পার্কের কাজ শুরু হয় এবং তারা ইংরেজ-ধরনের বাগান গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেন।[১][২]
পার্কটি ওস্ট্রা কিরকোগাটান, স্টোরগাটান এবং স্ট্যান্ডগাটান প্রভৃতি প্রদেশসমূহের মাঝে অবস্থিত।
পার্কের নাম প্রথমে দেয়া হয়েছিল স্ট্যাডসরাগাটান, কিন্তু ১৮৬৭ সালে সৌধটি গড়ে তোলার পর এর নাম হয় ডলবেনস পার্ক। ১৮৮৮ সালের মারাত্মক অগ্নিকাণ্ড, পার্কটির সিংহভাগকেই ধ্বংস করে দেয় এবং অনেক গুল্ম ও বৃক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌধের কোনপ্রকার ক্ষতি হয়নি। ১৮৯৭ সালে পার্কটির বড় ধরনের পুনর্গঠন করা হয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Fakta Döbelns park"। Umeå Municipality। ৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১৪।
- ↑ Darwin Porter, Danforth Prince। "Frommer's Sweden"। books.google.com। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৪।
উইকিমিডিয়া কমন্সে ডলবেনস পার্ক সংক্রান্ত মিডিয়া রয়েছে।
ভ্যাস্টারবটেন বিভাগের একটি অবস্থান সম্পর্কে, সুইডেন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |