আইকেএসইউ
![]() উমিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে আইকেএসইউ স্পোর্ট | |
গঠিত | ৫ মে ১৯৫৯ |
---|---|
অবস্থান | |
স্থানাঙ্ক | ৬৩°৪৯′০৭″ উত্তর ২০°১৯′১১″ পূর্ব / ৬৩.৮১৮৬১° উত্তর ২০.৩১৯৭২° পূর্ব (আইকেএসইউ স্পোর্ট) ৬৩°৫০′১১″ উত্তর ২০°০৯′৫৯″ পূর্ব / ৬৩.৮৩৬৩৯° উত্তর ২০.১৬৬৩৯° পূর্ব (আইকেএসইউ স্পা) |
সদস্যপদ | ১৮, ০০০ (প্রায়) |
ওয়েবসাইট | iksu.se |
আইকেএসইউ (ইংরেজি পূর্ণরূপ: Idrottsklubben Studenterna i Umeå বা ইদ্রোসত্তস্লাবেন স্টুডেন্টার্না ই উমিয়া) উমিয়ার একটি স্পোর্টস ক্লাব এবং অলাভজনক প্রতিষ্ঠান। এর দুটি বিভাগ রয়েছে, উমিয়া বিশ্ববিদ্যালয়ের আইকেএসইউ স্পোর্ট এবং উমেদালেন-এর আইকেএসইউ স্পা। এর প্রায় ১৮, ০০০ জন সদস্য রয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]উমিয়া স্টুডেনটার্স ইড্রোত্তসফোরেনিং (ইউএসআইএফ) হিসেবে ৫ই মে, ১৯৫৯ সালে প্রতিষ্ঠানটি নির্মিত হয়েছিল। ১৯৬০ সালে এটি বর্তমান নাম ইদ্রোসত্তস্লাবেন স্টুডেন্টার্না ই উমিয়া (আইকেএসইউ) লাভ করে।[১] ঐ সময়ে, আইকেএসইউ-এর প্রাঙ্গণ ছিল এলিডহেমে।[২] এর প্রথম অভ্যন্তরীণ স্থান খোলা হয় ১৯৮৩ সালে উমিয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে আজ আইকেএসইউ স্পোর্ট দাঁড়িয়ে আছে। সেই হতে এটি বারকয়েক সম্প্রসারিত হয়েছে।[২] ২০০৩ সালে উমেদালেন-এ আইকেএসইউ স্পা খোলা হয়।[১][২]
ব্রানবোলস্কুপেন ব্রানবোল-এর একটি বার্ষিক প্রতিযোগিতা। আইকেএসইউ কর্তৃক আয়োজিত এর প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে এবং ১৯৯৭ সাল থেকে প্রতিযোগিতা বিশ্বকাপের মর্যাদা পায়।[৩]
২০০৯ সালে এর রাজস্ব ছিল প্রায় এসইকে ৮৭ মিলিয়ন। আইকেএসইউ-এর প্রায় ৭০জন কর্মকর্তা আছেন, এছাড়াও আছেন ১৩০ জন নেতা এবং প্রায় ১৮, ৩০০ সক্রিয় সদস্য।[১]
বিভাগ
[সম্পাদনা]
আইকেএসইউ স্পোর্ট
[সম্পাদনা]আইকেএসইউ স্পোর্ট যা আইকেএসইউ স্পোর্টসেন্টার হিসেবে অধিক পরিচিত,[২] উমিয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত। এটি স্ক্যান্ডিনেভিয়ার বৃহত্তম ক্রীড়া বিভাগ। এর ঠিকানা হল পিট্রাস লায়েস্টাডিসবাগ ১৫।[৪] এই বিভাগের আয়তন বর্তমানে প্রায় ১৫,০০০ বর্গমিটার (১,৬০,০০০ বর্গফুট).[২]
আইকেএসইউ স্পা
[সম্পাদনা]আইকেএসইউ স্পা উমাদালেনে রয়েছে। এর ঠিকানা হল জে. এ লিন্ডার্সবাগ ৫৩।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "IKSU fyller 50 år" (সংবাদ বিজ্ঞপ্তি) (Swedish ভাষায়)। Umeå Municipality। ৩০ এপ্রিল ২০০৯। ২৫ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১১।
- ↑ ক খ গ ঘ ঙ "Idrottsföreningen IKSU" (Swedish ভাষায়)। IKSU। ২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১১।
- ↑ "Historik" (Swedish ভাষায়)। IKSU। ১২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১১।
- ↑ ক খ "Anläggningar" (Swedish ভাষায়)। IKSU। ২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১১।