হিন্দি বিরোধী আন্দোলন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিন্দি বিরোধী আন্দোলন
হিন্দি ভাষা ও তার সাহিত্য, সংস্কৃতি ইত্যাদির বিরুদ্ধে আন্দোলন
বেঙ্গালুরুতে হিন্দি বিরোধী আন্দোলন
অবস্থান
কারণঅহিন্দিভাষীদের উপর হিন্দি ভাষা চাপানোর অভিযোগ

হিন্দি বিরোধী আন্দোলন বলতে ভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্তে হিন্দি ভাষা ও তার সাহিত্য, সংস্কৃতি ইত্যাদির বিরুদ্ধে আন্দোলনকে বোঝানো হয়েছে। মূলত জোড় করে হিন্দি ভাষা চাপানোর বিরুদ্ধে অহিন্দিভাষীরা আন্দোলন সংগঠিত করেছে। এছাড়া ভারতে ভাষাগত সাম্যের জন্যও এই আন্দোলন সংগঠিত হয়।[১]

দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষত তামিলনাড়ুতে, এই আন্দোলন বেশি শক্তিশালী। এছাড়া কর্ণাটকপশ্চিমবঙ্গেও হিন্দি বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছে।[২][৩]

সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমের দ্বারা হিন্দি বিরোধী আন্দোলন সংঘটিত হয়েছে[৪] এবং নিজেদের আঞ্চলিক ভাষাকে সরকারি ভাষার দাবি করা হয়েছে।[৫]

ইতিহাস[সম্পাদনা]

ভারতীয় জনগণ ১২২ টি প্রধান ভাষা এবং ১৫৯৯ টি অন্যান্য ভাষায় কথা বলে।কেন্দ্রীয় সরকারের সরকারী ভাষাগুলি দেবনাগরী লিপির হিন্দি এবং ইংরেজি।ভারতীয় সংবিধানের ৮ তম শাখায় তালিকাভুক্ত ২২ টি ভাষায় তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদেরকে স্বীকৃত এবং উৎসাহ প্রদান করা হয়েছে।ভারত সরকার তামিল, সংস্কৃত, কন্নড়, তেলুগু, মালয়ালম এবং ওড়িয়াতে ধ্রুপদী ভাষা'-এর স্বকৃতি প্রদান করে। [৬] ২০০৬ সালে, ১৪ ই সেপ্টেম্বর ব্যাঙ্গালোরতে হিন্দি দিবস সম্মেলন অনুষ্ঠিত হয়, যা ভারতীয় কেন্দ্রীয় সরকারী সংস্থায় হিন্দি দিবস হিসাবে পালিত হয়।সম্মেলনের লক্ষ্য ছিল কন্নড় জাতি ও কেন্দ্রীয় সরকারের রাজভাষা নীতির দ্বারা হিন্দীকে প্রচারের জন্য পরিকল্পনা নিয়ে আলোচনা। [৭]

৬৯ তম ভারতের স্বাধীনতা দিবসে, নরেন্দ্র মোদি হিন্দীতে তার প্রধানমন্ত্রী হিসাবে বক্তব্য প্রদান করেন।ফলে এই আন্দোলনটি শুরু হয় টুইটারে ধীর গতিতে , যা বেঙ্গালুরুর বেঙ্গলুর এবং চেন্নাই সহ দক্ষিণ ভারতে কয়েকটি শহরে ।সরকারী বিজ্ঞাপন এবং ওয়েবসাইটগুলি অ-হিন্দি ভাষাভাষী রাজ্যগুলিতে হিন্দি ব্যবহার করে অনলাইন কর্মীদের চিহ্নিত করা হয়েছিল।[৮][৯] ২৩ আগস্ট ২০১৩ তারিখে হ্যাশট্যাগ # স্টপ হিন্দি ইমপ্রেশন জাতীয়ভাবে চালু হয়েছে।[১০] ব্যাঙ্গালুরুতে, নাম্মা মেট্রো রেল হিন্দির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।[১১]

১৯৩৭–৪০[সম্পাদনা]

১৯৩৭ থেকে ১৯৪০-এর মধ্যে ব্রিটিশ শাসনাধীন মাদ্রাজ প্রদেশে যে ধারাবাহিক প্রতিবাদ সংগঠিত হয়েছিল তাকেই ১৯৩৭-৪০-এর হিন্দি বিরোধী আন্দোলন বলা হয়।[১২] ১৯৩৭ সালে সি. রাজাগোপালাচারীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস সরকার প্রাদেশিক স্কুলগুলিতে হিন্দি ভাষা শিক্ষাদান বাধ্যতামূলক করে। ই. ভি. রামস্বামী (পেরিয়ার) এবং প্রধান বিরোধী দল জাস্টিস পার্টি (পরবর্তীকালে দ্রাবিড় কাজাঘাম) তৎক্ষণাৎ এই পদক্ষেপের বিরোধিতা করেন। তিন বছর ধরে চলা এই বহুমুখী আন্দোলনের হাতিয়ার ছিল অনশন, সম্মেলন, মিছিল, ঘেরাও এবং বিভিন্ন প্রতিবাদ কর্মসুচী। সরকার কঠোর হস্তে আন্দোলন দমন করার চেষ্টা করলে দুজন প্রতিবাদকারী মারা যান এবং বহু নারী ও শিশুসহ ১১৯৮ জন গ্রেফতার হন। ১৯৩৯-এ কংগ্রেস সরকারের পদত্যাগের পর ফেব্রুয়ারি ১৯৪০-এ মাদ্রাজের ব্রিটিশ গভর্নর লর্ড আরস্কেনের নির্দেশে বাধ্যতামূলক হিন্দিশিক্ষা প্রত্যাহার করা হয়।

সরকারি ভাষা হিসেবে হিন্দি[সম্পাদনা]

১৪ সেপ্টেম্বর ১৯৪৯-এ ভারতের গণপরিষদ ভারতের সরকারি ভাষা হিসেবে উর্দু ভাষার পরিবর্তে দেবনাগরী লিপিতে হিন্দি ভাষাকে গ্রহণ করেছিল।[১৩][১৪][১৫] ততক্ষণ সারা ভারত জুড়ে বিভিন্ন বুদ্ধিজীবী হিন্দির পক্ষে সওয়াল করেছিলেন, বিশেষত বেওহার রাজেন্দ্র সিংহ, হাজারি প্রসাদ দ্বিবেদী, কাকা কালেলকর, মৈথিলী শরণ গুপ্ত এবং শেঠ গোবিন্দ দাস, যাঁরা এব্যাপারে সংসদে তর্কবিতর্ক করেছিলেন। এর ফলে, বেওহার রাজেন্দ্র সিংহের ৫০তম জন্মদিনে, অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ১৯৪৯-এ হিন্দি সরকারি ভাষা হিসেবে গ্রহণ করে হয়েছিল।[১৬] বর্তমানে এই দিনটি হিন্দি দিবস হিসেবে পালিত হয়।[১৭]

একদা এটা ভাবা হয়েছিল যে ১৯৬৫ সালের মধ্যে হিন্দি ভারতের একমাত্র সরকারি ভাষা হবে (সংবিধানের ৩৪৪ (২) ও ৩৫১ নং ধারা অনুযায়ী),[১৮] যেখানে রাজ্য সরকার তাদের পছন্দমতো ভাষায় কাজকর্ম করতে পারবে। কিন্তু, হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে অহিন্দিভাষীরা, বিশেষত দক্ষিণ ভারতীয়রা, বিক্ষোভ শুরু করেছিল (যেমন তামিলনাড়ু রাজ্যে হিন্দি বিরোধী আন্দোলন)। এর ফলে সরকারি ভাষা আইন, ১৯৬৩ লাগু হয়েছিল এবং সমস্ত সরকারি কাজকর্মে অনির্দিষ্টকাল ধরে ইংরেজি ভাষার ব্যবহার হতে লাগল, তবে সংবিধানে কেন্দ্রীয় সরকারের হিন্দি ভাষা প্রচার করার নির্দেশিকা বজায় রাখা হয়েছে এবং এটি সরকারের পদক্ষেপে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।[১৯]

জাতীয় ভাষা[সম্পাদনা]

সংবিধানে কোনো জাতীয় ভাষার উল্লেখ না থাকলেও এটা বিশ্বাস করা হয় যে হিন্দি ভারতের জাতীয় ভাষা। এই বিশ্বাস কখনো কখনো বিতর্কের জন্ম দেয়।[২০][২১][২২] ২০১০ সালে গুজরাত উচ্চ আদালত বলেছিল যে হিন্দি ভারতের জাতীয় ভাষা নয় কারণ সংবিধানে এরকম কোনো উল্লেখ নেই।[২৩][২৪] ২০২১ সালে গঙ্গম সুধীর কুমার রেড্ডি এবং নার্কো‌টিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্ট সঙ্ক্রান্ত মামলায় বোম্বাই উচ্চ আদালত রেড্ডির জামিন বাতিল করে দাবি করেছিল যে হিন্দি ভারতের জাতীয় ভাষা। রেড্ডি বোম্বাই উচ্চ আদালতের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিলেন, যেখানে তিনি বলেছেন যে হিন্দি ভারতের জাতীয় ভাষা নয়।[২৫][২৬][২৭] ২০২১ সালে ভারতীয় খাদ্য ডেলিভারি কোম্পানি জোম্যাটো বিতরকের শামিল হয়েছিল যখন এক কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ তামিলনাড়ুর এক ব্যবহারকারীকে বলেছিলেন, "হিন্দি আমাদের জাতীয় ভাষা।" জোম্যাটো ঐ কর্মীকে বাদ দিয়েছিলেন এবং তিনি পরে পুনরায় নিযুক্ত হলেন।[২৮][২৯]

রাজ্য অনুযায়ী আন্দোলন[সম্পাদনা]

কর্ণাটক[সম্পাদনা]

কর্ণাটকের হিন্দি বিরোধী আন্দোলনগুলি ভারতের কর্ণাটক রাজ্যে সংঘটিত একটি ধারাবাহিক আন্দোলন ছিল। রাজ্যে ২০১৯ সালের ১৪ই সেপ্টেম্বর হিন্দি দিবস উদযাপনের প্রতিবাদে বেশ কিছু কন্নড় প্রতিবাদী কর্মী ও সংগঠন বেঙ্গালুরুর টাউনহল থেকে ফ্রিডম পার্ক পর্যন্ত মিছিল করেছিল।

তামিলনাড়ু[সম্পাদনা]

তামিলনাড়ুর হিন্দি বিরোধী আন্দোলন হল ভারতের তামিলনাড়ু রাজ্যে (পূর্বে মাদ্রাজ রাষ্ট্র এবং মাদ্রাজ প্রেসিডেন্সির অংশ) স্বাধীনতার পর এবং পূর্ব স্বাধীনতা যুগে সংঘটিত একটি আন্দোলন ছিল।রাজ্যের হিন্দি ভাষার দাপ্তরিক ব্যবহার সম্পর্কে তামিলনাড়ুতে বিভিন্ন গণ বিক্ষোভ, দাঙ্গা, ছাত্র ও রাজনৈতিক আন্দোলন হয়েছিল ।প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেস সরকার ফাদার পেরিয়ার (এভেরা) নেতৃত্বে মাদ্রাজ প্রেসিডেন্সির বিদ্যালয়গুলিতে হিন্দি ভাষার বাধ্যতামূলক শিক্ষার প্রবর্তনের বিরোধিতা করে ১৯৩৭ সালে প্রথম হিন্দি বিরোধী আন্দোলন শুরু হয়।এই পদক্ষেপটি দ্রুততার সঙ্গে ই.ভি রমাসামি (পেরিয়র) এবং বিরোধী জাস্টিস পার্টি (পরে দ্রাবিড় কড়গম) বিরোধিতা করেছিলেন।তিন বছর ধরে চলতে থাকা আন্দোলনটি, বহুসংখ্যক মিছিল এবং উপবাস, সম্মেলন, মঞ্চ, পিকেটিং এবং বিক্ষোভ জড়িত ছিল এই আন্দোলনের সঙ্গে।সরকার এর বিরোধীতা ও প্রতিরোধ শুরু করে এর ফলে দুই বিক্ষোভকারীর মৃত্যু ঘটে এবং নারী ও শিশুদের সহ ১,১৯৮ জনকে গ্রেফতার করা হয়।১৯৪০ সালের ফেব্রুয়ারি মাসে কংগ্রেস সরকারের পদত্যাগের পর বাধ্যতামূলক হিন্দি শিক্ষা মাদ্রাজ লর্ড এর্সিনের ব্রিটিশ গভর্নর কর্তৃক প্রত্যাহার করা হয়।

যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পর ভারতের সংবিধান প্রণয়নের সময় ভারতীয় রিপাবলিকের জন্য একটি সরকারি ভাষা গ্রহণ করা একটি বিতর্কিত বিষয় ছিল।একটি সামগ্রিক ও বিভেদমূলক বিতর্কের পর, হিন্দি ভারতে সরকারী ভাষা হিসেবে গৃহীত হয়, যা পনের বছর ধরে ইংরেজিতে সহযোগী আধিকারিক ভাষা হিসেবে অব্যাহত থাকে, পরে হিন্দি একমাত্র সরকারী ভাষা হয়ে উঠবে।নতুন সংবিধানটি ২৬ জানুয়ারি, ১৯৫০-এ কার্যকর হয়। ১৯৬৫ সালের পর হিন্দিকে একমাত্র আধিকারিক বানানোর জন্য ভারত সরকারের প্রচেষ্টায় অনেক অ-হিন্দি ভারতীয় রাজ্য গ্রহণযোগ্য ছিল না, যারা ইংরেজির অব্যাহত ব্যবহার চেয়েছিলেন। দ্রাবিড় কড়গমের বংশধর দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) বিরোধী দলের নেতৃত্বে ছিলেন হিন্দি।তাদের ভয় দূর করতে, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ১৯৬৩ সালে ইংরেজি ভাষা ব্যবহার অব্যহত রাখার জন্য ১৯৬৫ সালে সরকারি ভাষা আইন প্রণয়ন করেন। এই আইনটি ডিএমকে সন্তুষ্ট করেনি এবং তাদের সন্দেহভাজনতা বাড়িয়েছে যে, ভবিষ্যতের প্রশাসনের দ্বারা তার প্রতিশ্রুতিগুলি সম্মানিত হবে না।

হিন্দিকে একমাত্র সরকারী ভাষার করার দিন (২৬ জানুয়ারি, ১৯৬৫) হিসাবে, হিন্দি-বিরোধী আন্দোলনগুলি কলেজের শিক্ষার্থীদের বর্ধিত সমর্থন সহ মাদ্রাজে প্রবল গতির সৃষ্টি করেছিল।২৫ শে জানুয়ারী, দক্ষিণের শহর মাদুরাইতে একটি পূর্ণাঙ্গ সহিংসতা ছড়িয়ে পড়ে, বিক্ষোভকারী শিক্ষার্থী ও কংগ্রেস পার্টির সদস্যদের মধ্যে একটি ছোটখাট বিচ্যুতির ফলে যা ছড়িয়ে পড়েছিল।মাদ্রাজ রাজ্য জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে, পরবর্তী দুই মাসের জন্য ক্রমাগত অব্যাহত থাকে এবং সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট, পুলিশের গুলিতে এবং লাঠি চার্জের ঘটনা ঘটে।মাদ্রাজ রাষ্ট্রের কংগ্রেস সরকার, আগ্রাসী বাহিনীতে অভিযান চালানোর জন্য আহ্বান জানায়;তাদের জড়িততার ফলে দুই পুলিশ সদস্যসহ প্রায় ৭০ জন ব্যক্তিকে (আনুমানিক) মৃত্যু হয়।পরিস্থিতি শান্ত করার জন্য, ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এই আশ্বাস দিয়েছিলেন যে, যতদিন অ-হিন্দি ভাষাভাষী রাজ্যগুলো চায়, ততদিন ইংরেজি ভাষাটি ব্যবহার করা হবে।শাস্ত্রীর আশ্বাসের পর দাঙ্গা শূন্য হয়ে যায়, যেমন-ছাত্র আন্দোলন।

১৯৬৫ সালের আন্দোলনটি রাজ্যের প্রধান রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দেয়।১৯৬৭ সালের নির্বাচনে ডিএমকে বিজয়ী হয়েছিল এবং তখন থেকেই কংগ্রেস পার্টি রাজ্যে ক্ষমতায় অধিষ্ঠিত হয়নি।১৯৬৭ সালে কংগ্রেস সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আধিকারিক ভাষা আইন সংশোধন করে হিন্দি ও ইংরেজির অনির্দিষ্ট ব্যবহারকে সরকারি ভাষা হিসেবে গ্যারান্টি দেয়।এটি ভারতীয় রিপাবলিকের বর্তমান ভার্চুয়াল অনির্দিষ্ট নীতি দ্বিভাষিকতা নীতি নিশ্চিত করেছে।১৯৬৮ এবং ১৯৮৬ সালে দুটি অনুরূপ (কিন্তু ছোট) আন্দোলন ছিল যা সাফল্যের বিভিন্ন ডিগ্রী ছিল।

তেলেঙ্গানা[সম্পাদনা]

তেলেঙ্গানা রাজ্যে, বিশেষত হায়দ্রাবাদ শহরে, ঐতিহাসিকভাবে একাধিক ভাষা প্রচলিত ছিল, যেমন তেলুগুউর্দু। সুতরাং, সেখানকার হিন্দি বিরোধী আন্দোলন তামিলনাড়ুর মতো খুব জোরালো নয়।[৩]

১৯৫২ সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়কে এক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত করে সেখানে হিন্দি ভাষাকে প্রশিক্ষণের ভাষা হিসেবে প্রস্তাবিত করেছিলেন। কিন্তু এই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছিল কারণ ছাত্ররা ইংরেজির পরিবর্তে হিন্দিকে প্রশিক্ষণের ভাষা হিসেবে প্রতিস্থাপিত করতে চাননি।[৩]

৮ এপ্রিল ২০২২-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে ভারতের বিভিন্ন রাজ্যের ব্যক্তিদের মধ্যে সংলাপ হিন্দিতে হওয়া উচিত। এর ফলে ভারত রাষ্ট্র সমিতির (তখন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির) রাজনীতিক এবং তেলেঙ্গানার মন্ত্রী কে. টি. রামা রাও বলেছিলেন যে তিনি প্রথমে ভারতীয়, এক গর্বিত তেলুগু ও পরে তেলেঙ্গানাবাসী এবং ইংরেজির পরিবর্তে হিন্দিকে চাপিয়ে দেওয়া দেশের যুবকদের পক্ষে এক বড় অপকার।[৩]

পশ্চিমবঙ্গ[সম্পাদনা]

পশ্চিমবঙ্গের হিন্দি বিরোধী আন্দোলন ভারতে ধারাবাহিকভাবে সংগঠিত হয়। আন্দোলনগুলি মূলত সামাজিক মাধ্যম ও পথসভা বা বিক্ষোভ ও ডেপুটেশন জমাদানের মাধ্যমে পরিচালিত হয়েছিল। পথসভা বা বিক্ষোভ ও ডেপুটেশন জমাদানের কর্মসূচি প্রারম্ভিক সময়ে মূলত কলকাতা শহর বা কলকাতা মহানগর অঞ্চল কেন্দ্রিক হলেও পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলা শহরে বিস্তার লাভ করে। এই সকল আন্দোলনগুলি আমরা বাঙালি, বাংলা পক্ষজাতীয় বাংলা সম্মেলনের মত সংগঠনের দ্বারা সংঘটিত হয়েছিল।[৩০][৩১][৩২]

একবিংশ শতকের দ্বিতীয় দশকের শেষের সমকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানের নামফল, জাতীয় সড়কের ও কলকাতা মেট্রোর নির্দেশনা ফলক বাংলা ব্যতিরকে হিন্দি বা হিন্দি ও ইংরেজি ভাষার ব্যবহার বিরুদ্ধে বিভিন্ন সংগঠন পথসভা ও আন্দোলন পরিচালনা করেছে। কলকাতা মেট্রো রেলের স্মার্ট কার্ডে শুধু মাত্র হিন্দি ও ইংরেজি ভাষা ব্যবহার করা হত। এই বিষয়ে বাংলা পক্ষ প্রতবাদে অবতীর্ণ হয়েছিল এবং বাংলা ভাষী রাজ্যে বাংলা ভাষা ব্যবহার না হওয়া ও সেই সঙ্গে বাংলাকে ব্যতি রেখে হিন্দি ব্যবহাররে বিষয়টি তুলে ধরেছিল। এই প্রতিবাদের পরে বাংলা ভাষাকে কলকাতা মেট্রো রেলের স্মার্ট কার্ডে স্থান দেওয়া হয়েছিল। [৩০]

বিহার[সম্পাদনা]

বিহারের মানভূমে স্কুল-কলেজ-সরকারি দপ্তরে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।[৩৩] সেই সময় জাতীয় কংগ্রেসের মাধ্যমে আন্দোলন করার চেষ্টা করা হয়; কিন্তু, বাংলা ভাষার দাবি প্রতিষ্ঠিত না হওয়ায় অবশেষে পুরুলিয়া আদালতের আইনজীবী রজনীকান্ত সরকার, শরৎচন্দ্র সেন এবং গুণেন্দ্রনাথ রায় জাতীয় কংগ্রেস ত্যাগ করে জাতীয়তাবাদী আঞ্চলিক দল লোকসেবক সঙ্ঘ গড়ে তুলে[৩৩] বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে তাদের সুদৃঢ় আন্দোলন করেছিলেন। ১৯৪৮ থেকে ১৯৫৬ এই আন্দোলন তীব্র ভাবে প্রতিভাত হয়, যার ফলে ১৯৫৬ সালে মানভূম জেলা ভেঙে পুরুলিয়া জেলা গঠিত হয় এবং পশ্চিমবঙ্গ রাজ্যে অন্তর্ভুক্ত হয়।[৩৩]

প্রভাব[সম্পাদনা]

টুইটারের কার্যকলাপ অ-হিন্দি ভাষাভাষীদের মুখোমুখি বিষয় নিয়ে বিতর্ক শুরু করেছে।[৩৪] পূর্বে, বেঙ্গালুরু মেট্রো স্টেশনগুলির মধ্যে এবং ট্রেনের ভিতরে ইংরেজিতে এবং হিন্দিতে ঘোষণা করা হয়েছিল।, বেঙ্গলুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) কন্নড়ের আরও ঘোষণা করতে শুরু করে এবং হিন্দি ঘোষণাগুলি হ্রাস করা হয়।[৩৫] প্রচারণা সংবাদ মাধ্যম এবং অ-হিন্দি ওয়েবসাইটগুলির আওতায় ছিল।এটি দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ভারতের বড় শহরগুলি থেকে সমর্থন পেয়েছে, বেঙ্গালুরু, চেন্নাই, মাইসুরু, কলকাতা এবং মুম্বাই থেকে।[৩৬][৩৬]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indians tweet up for linguistic equality and against Hindi imposition" 
  2. "Explained | Hindi imposition and its discontents"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-১৭। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০২ 
  3. "Explained | The anti-Hindi imposition movements in India"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০২২-০৪-২৩। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০২ 
  4. "Twitterati protest Hindi 'imposition'" 
  5. "Why #GOIMakeMyLanguageOfficial Has Been Trending"www.thestorypedia.com। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২২ 
  6. "Census Data 2001 : General Note" 
  7. "AIR station attacked by Kannada activists" 
  8. "StopHindiImposition: The Return of Language Wars" 
  9. "Hindi Nation: Amend The Constitution For Linguistic Equality" 
  10. "Opposing Hindi imposition is not anti-national" 
  11. "Bangalore Metro, Hindi hegemony & flawed understanding of cosmopolitanism" 
  12. Dharuman, Nandhini (২০১৯-০৬-০৯)। "The History of Anti-Hindi Agitations In Tamil Nadu And Why We Must Fight Hindi Imposition"Feminism in India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-৩০ 
  13. Clyne, Michael (২৪ মে ২০১২)। Pluricentric Languages: Differing Norms in Different Nations (ইংরেজি ভাষায়)। Walter de Gruyter। আইএসবিএন 9783110888140 
  14. Choudhry, Sujit; Khosla, Madhav; Mehta, Pratap Bhanu (১২ মে ২০১৬)। The Oxford Handbook of the Indian Constitution (ইংরেজি ভাষায়)। Oxford University Pressআইএসবিএন 9780191058615 
  15. Grewal, J. S. (৮ অক্টোবর ১৯৯৮)। The Sikhs of the Punjabবিনামূল্যে নিবন্ধন প্রয়োজন (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। আইএসবিএন 9780521637640 
  16. "हिन्दी दिवस विशेष: इनके प्रयास से मिला था हिन्दी को राजभाषा का दर्जा"। ৮ সেপ্টেম্বর ২০১৫। ১১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  17. "Hindi Diwas celebration: How it all began"The Indian Express। ১৪ সেপ্টেম্বর ২০১৬। ৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  18. "Rajbhasha" (পিডিএফ) (হিন্দি and ইংরেজি ভাষায়)। india.gov.in। ৩১ জানুয়ারি ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  19. "THE OFFICIAL LANGUAGES ACT, 1963 (AS AMENDED, 1967) (Act No. 19 of 1963)"Department of Official Language। ১৬ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৬ 
  20. Choudhury, Sushmita; Sharma, Rajesh (১৫ সেপ্টেম্বর ২০২১)। "70 years on, India is still fighting over a national language"The Times of India। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২ 
  21. Swaddle, The (১২ জুন ২০২১)। "Hindi Isn't India's National Language. Why Does the Myth Continue?"The Swaddle (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২ 
  22. "Why Hindi isn't the national language"Firstpost। ৩১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২ 
  23. Khan, Saeed (২৫ জানুয়ারি ২০১০)। "There's no national language in India: Gujarat High Court"The Times of India। Ahmedabad: The Times Group। ১৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৪ 
  24. "Hindi, not a national language: Court"The Hindu। Ahmedabad: Press Trust of India। ২৫ জানুয়ারি ২০১০। ৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৪ 
  25. Hakim, Sharmeen (১৯ ফেব্রুয়ারি ২০২২)। "Bombay High Court Judge Calls Hindi 'National Language' While Rejecting Bail, Accused In Narcotics Case Files SLP In SC"www.livelaw.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২ 
  26. "Bombay HC calls Hindi 'national language' while denying man bail, he moves SC"The News Minute (ইংরেজি ভাষায়)। ২০ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২ 
  27. "Hindi national language, says HC as it rejects bail petition in NDPS case"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২ 
  28. Mohan, Saadhya (২২ অক্টোবর ২০২১)। "Despite What Popular Belief May Suggest, Hindi Is Not India's National Language"TheQuint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২ 
  29. "Zomato Reinstates Executive Who Told Customer 'Hindi is Our National Language'"News18 (ইংরেজি ভাষায়)। ১৯ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২ 
  30. "Anti-Hindi movement re-surfaces in Bengal, leader says BJP's rise a threat to regional languages"www.hindustantimes.com (ইংরেজি ভাষায়)। হিন্দুস্তান টাইমস। ৬ জুলাই ২০১৮। ১২ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  31. "পশ্চিমবঙ্গে হিন্দির আগ্রাসনের অভিযোগ"www.dw.com। ২৯ অগাস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  32. অমিতাভ ভট্টশালী (১৮ সেপ্টেম্বর ২০১৯)। "পশ্চিমবঙ্গে প্রবল হচ্ছে 'হিন্দির আগ্রাসন' বিরোধী প্রচারণা, রাজ্যে থাকার শর্ত 'বাংলা জানা'"www.bbc.com। কলকাতা: বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  33. নন্দদুলাল আচার্য (২০ ফেব্রুয়ারি ২০১৮)। "ভাষা আন্দোলনে মানভূম"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-২৩ 
  34. "No, India, Hindi Will Not Take Over Without a Fight" 
  35. "It is no longer a metro-politan affair"Deccan Herald। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৫ 
  36. "#StopHindiImposition: Why Bangalore will lead the next round of anti-Hindi protest"। ২ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]