প্রসূন জোশী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রসূন জোশী

হিন্দি: प्रसून जोशी
২০১৪ সালে প্রসূন
জন্ম (1971-09-16) ১৬ সেপ্টেম্বর ১৯৭১ (বয়স ৫২)
পেশাকবি, লেখক, গীতিকার, চিত্রনাট্যকার, যোগাযোগ বিশেষজ্ঞ, বিপণন কর্মকর্তা
কর্মজীবন১৯৯২-বর্তমান
উপাধিকেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদের চেয়ারপারসন
পুরস্কারপূর্ণ তালিকা
সম্মাননাপূর্ণ তালিকা
কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদের চেয়ারপারসন
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১২ আগস্ট ২০১৭
পূর্বসূরীপহলাজ নিহলানি

প্রসূন জোশী (জন্ম ১৬ সেপ্টেম্বর ১৯৭১) একজন ভারতীয় কবি, লেখক, গীতিকার, চিত্রনাট্যকার, যোগাযোগ বিশেষজ্ঞ ও বিপণন কর্মকর্তা।[১] তিনি ম্যাকান ওয়ার্ল্ড গ্রুপ ইন্ডিয়ার সিইও এবং ম্যাকান এরিকসনের পৃষ্ঠপোষকতাধীন এপ্যাক (এশিয়া প্যাসিফিক)-এর চেয়ারম্যান। তিনি ২০১৭ সালের ১১ই আগস্ট কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদের চেয়ারপারসন হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি আইজিএনসিএ'র ট্রাস্টিদের একজন, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি প্যানেলের সদস্য এবং মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিক আয়োজনের জাতীয় কমিটির ১২০ জন সদস্যের একজন।[২][৩][৪]

প্রসূন একটি কান লায়ন্স গোল্ড,[৫] দুইবার শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, একবার শ্রেষ্ঠ গীতিকার বিভাগে আইফা পুরস্কার, দুইবার শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জি সিনে পুরস্কার, এবং তিনবার শ্রেষ্ঠ গীতিকার বিভাগে স্ক্রিন পুরস্কার অর্জন করেন।[৬] শিল্পকলা, সাহিত্য ও বিজ্ঞাপনে অবদানের জন্য ভারত সরকার ২০১৫ সালে তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করে।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

প্রসূন জোশী ১৯৭১ সালের ১৬ই সেপ্টেম্বর উত্তরাখণ্ডের (তৎকালীন উত্তর প্রদেশ) আলমোরায় জন্মগ্রহণ করেন। তার পিতা ডি.কে. জোশী রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক ছিলেন। তার মাতা সুষমা জোশী রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ছিলেন এবং অল ইন্ডিয়া রেডিওতে তিন দশকের বেশি সময় কাজ করেছেন।[৭] প্রসূনের শৈশব কাটে আলমোরা, নৈনিতাল, তেহরি, চামোলি গোপেশ্বর ও রামপুর, মিরাট ও দিল্লিতে।[৮][৯]

চলচ্চিত্র কর্মজীবন[সম্পাদনা]

প্রসূন রাজকুমার সন্তোষীর লজ্জা (২০০১) চলচ্চিত্র দিয়ে গীতিকার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি যশ চোপড়ার হাম তুম (২০০৪) চলচ্চিত্রের "হাম তুম" গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে স্ক্রিন পুরস্কার অর্জন করেন। তিনি ফনা (২০০৬)-এর "চান্দ সিফারিশ" গানের জন্য তার প্রথম শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারআইফা পুরস্কার অর্জন করেন।[১০] একই বছর তিনি রং দে বাসন্তী চলচ্চিত্রের সংলাপ লিখেন ও গীত রচনা করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ ও শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তিনি তারে জামিন পার (২০০৭) চলচ্চিত্রের "মা" গানের জন্য তার প্রথম শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও দ্বিতীয় ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। পরের বছর তিনি গজনী চলচ্চিত্রের "হ্যায় গুজারিশ" গানের জন্য আরেকটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০০৯ সালের দিল্লি-৬ চলচ্চিত্রের "মাসাককালি" ও "রেহনা তু" গানের জন্য তিনি দুটি ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়ন লাভ করেন।

২০১২ সালে তিনি চিটাগাং চলচ্চিত্রের "বলো না" গানের জন্য তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরের বছর তিনি দৌড়বিদ মিলখা সিংয়ের জীবনী নিয়ে নির্মিত ভাগ মিলখা ভাগ (২০১৩) চলচ্চিত্র রচনা করেন। এই চলচ্চিত্রের "জিন্দা" গানের জন্য তিনি তার তৃতীয় ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ কাহিনি, শ্রেষ্ঠ চিত্রনাট্যশ্রেষ্ঠ সংলাপ বিভাগে আইফা পুরস্কার অর্জন করেন।[১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বেঙ্কটেশ, এম. আর. (৪ ফেব্রুয়ারি ২০১৯)। "How polarised responses miss nuanced precariousness of art and life"ডেকান ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  2. "Prasoon Joshi, Chandra Prakash Dwivedi in Trust of Indira Gandhi National Centre for the Arts"। ১৭ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  3. "Rajat Sharma, Prasoon in NMML society, Congmen out"। ১৭ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  4. "Kovind to preside over PM-headed panel on Gandhi 150th birth anniversary"। ১৭ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  5. জোশী, রাহুল। "India wins 2 Golds and 2 Silvers at Cannes ad fest so far"দি ইকোনমিক টাইমস। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  6. "Prasoon Joshi Awards: List of awards and nominations received by Prasoon Joshi"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  7. পাণ্ডে, ভানু; দোভাল, শৈলেশ (৩ মে ২০০৮)। "Breakfast With Prasoon Joshi"দি ইকোনমিক টাইমস। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  8. মজুমদার, শ্যামল (১৯ অক্টোবর ২০০৫)। "Meet Prasoon Joshi, India's ad guru"রেডিফ.কম। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  9. "Prasoon Joshi Interview"ক্রিয়েটিভ উত্তরাখণ্ড (Myor Pahad)। ২১ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  10. "'Rang De Basanti' sweeps IIFA awards"ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস (ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০০৭। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  11. "IIFA Awards 2014: 'Bhaag Milkha Bhaag' wins 9 awards"ফার্স্টপোস্ট। ২৮ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]