নিউক্লিওলাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিউক্লিওলাস যা কোষ নিউক্লিয়াস এর মধ্যে থাকে
কোষ জীববিদ্যা
প্রাণীকোষ

নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু (/n-, njˈklələs, -kliˈləs/, বহুবচনে: নিউক্লিওলি /-l/) সুকেন্দ্রিক কোষের নিউক্লিয়াসের বৃহত্তম গঠন।[১]

কোষে নিউক্লিওলাস

নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র,গোল,উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস (ইংরেজিঃ Nucleolus) নামে পরিচিত।বিজ্ঞানী ফণ্টানা (Fontana) 1781 সালে সর্বপ্রথম এটি দেখতে পান।প্রাণিবিদ বোম্যান (Bowman) ১৮৬৬ সালে নিউক্লিওলাসের নামকরণ করেন।

অবস্থান[সম্পাদনা]

এটি একটি নিউক্লিয়াসের চিত্র। যেখানে নিউক্লিয়াস এর বিভিন্ন অঙ্গানু দেখানো হয়েছে।

প্রত্যেক ইউক্যারিওটিক কোষে সাধারণত একটি নিউক্লিওলাস থাকা অপরিহার্য।কিন্তু ক্ষেত্রবিশেষে ও প্রজাতিভেদে নিউক্লিওলাসের সংখ্যা দুই বা ততোধিক হতে পারে।অন্যদিকে শুক্রাণু,শ্বেতকণিকা প্রভৃতি কোষে যেখানে প্রোটিন সংশ্লেষন হয় না সে সব কোষে নিউক্লিওলাস অনুপস্থিত।যে সব কোষ বেশি মাত্রায় প্রোটিন সংশ্লেষন করে সে সব কোষে নিউক্লিওলাস আকারে বড় এবং ক্ষেত্রবিশেষে সংখ্যাও একাধিক।সাধারণত একটি কোষের নির্দিষ্ট স্থানে নিউক্লিয়াস সংযুক্ত থাকে।নিদিষ্ট ক্রোমোজমের ঐ নির্দিষ্ট স্থানটির নাম SAT বা স্যাটেলাইট।নিউক্লিয়াস বহনকারী ক্রোমোজোমটিকে SAT-ক্রোমোজোম বলে।কোষ বিভাজনের মেটাফেজ ধাপে নিউক্লিওলাস অদৃশ্য হয় এবং বিভাজনের শেষ ধাপে প্রতিটি অপত্য নিউক্লিয়াসে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। এটি ক্রোমাটিন তন্তুর সাথে যুক্ত থাকে।[২]""|||

গঠন ও উপাদান[সম্পাদনা]

নিউক্লিওলাস বহিঃস্থ পার্স অ্যামরফা,মধ্যভাগে দানাদার নিউক্লিওলোনিমা এবং কেন্দ্রীয় তরল মাতৃকা এ তিনটি পৃথক অংশ নিয়ে গঠিত।

কাজ[সম্পাদনা]

নিউক্লিওলাস নিউক্লিক এসিড এর ভান্ডার হিসেবে কাজ করে।রাইবোজোম সৃষ্টি করে।প্রোটিনRNA সংশ্লেষণ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. O'Sullivan JM, Pai DA, Cridge AG, Engelke DR, Ganley AR (জুন ২০১৩)। "The nucleolus: a raft adrift in the nuclear sea or the keystone in nuclear structure?"Biomolecular Concepts4 (3): 277–86। ডিওআই:10.1515/bmc-2012-0043পিএমআইডি 25436580পিএমসি 5100006অবাধে প্রবেশযোগ্য 
  2. গাজী আজমল,সফিউর রহমান (২০১৭)। উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান(প্রথম পত্র)। গাজী পাবলিশার্স। পৃষ্ঠা ২১।