জেফ মস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক সংযুক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
৮৮ নং লাইন: ৮৮ নং লাইন:
}}
}}


'''জেফ্রি কেনেথ মস''' ({{lang-en|Jeff Moss}}; [[জন্ম]]: [[২৯ জুন]], [[১৯৪৭]]) ভিক্টোরিয়ার মেলবোর্ন এলাকায় জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
'''জেফ্রি কেনেথ মস''' ({{lang-en|Jeff Moss}}; [[জন্ম]]: [[২৯ জুন]], [[১৯৪৭]]) ভিক্টোরিয়ার মেলবোর্ন এলাকায় জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।


ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেন '''জেফ মস'''। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে [[ভিক্টোরিয়া ক্রিকেট দল|ভিক্টোরিয়া দলের]] প্রতিনিধিত্ব করেন '''জেফ মস'''। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।


১৯৭৬-৭৭ মৌসুম থেকে ১৯৮১-৮২ মৌসুম পর্যন্ত জেফ মসের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৯৭৬-৭৭ মৌসুম থেকে ১৯৮১-৮২ মৌসুম পর্যন্ত জেফ মসের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। আক্রমণধর্মী বামহাতি ব্যাটসম্যান হিসেবে সুনাম কুড়িয়েছেন। ১৯৭৮-৭৯ মৌসুমে ভিক্টোরিয়ার [[শেফিল্ড শিল্ড|শেফিল্ড শিল্ডের]] শিরোপা জয়ে অপূর্ব ভূমিকা পালন করেন। ঐ মৌসুমে ৬৮.০০ গড়ে ৭৪৮ রান তুলেছিলেন তিনি। তাসত্ত্বেও তাকে অস্ট্রেলিয়া দলে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি [[ক্যারি প্যাকার|ক্যারি প্যাকারের]] ব্যবস্থাপনায় [[বিশ্ব সিরিজ ক্রিকেট|বিশ্ব সিরিজ ক্রিকেটে]] শীর্ষসারির ব্যাটসম্যানদের অংশগ্রহণে ক্ষতিগ্রস্ত অস্ট্রেলিয়া দল ইংল্যান্ডের বিপক্ষে পরাজিত সময়কালে তিনি ছিলেন না।


সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন জেফ মস। ২৪ মার্চ, ১৯৭৯ তারিখে পার্থে সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর আর তিনি কোন টেস্টে অংশগ্রহণ করেননি। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল।
সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন জেফ মস। ২৪ মার্চ, ১৯৭৯ তারিখে পার্থে সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর আর তিনি কোন টেস্টে অংশগ্রহণ করেননি। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল।

পার্থে [[গ্রাহাম ইয়ালপ|গ্রাহাম ইয়ালপের]] আঘাতপ্রাপ্তির ফলে তিনি খেলেন। এছাড়াও, ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৭৯ সালের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসরে অস্ট্রেলিয়া দলের সদস্যরূপে মনোনীত হন। তবে, পাকিস্তানের বিপক্ষে কেবল একটিমাত্র খেলায় তিনি অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।


== তথ্যসূত্র ==
== তথ্যসূত্র ==
১০৫ নং লাইন: ১০৮ নং লাইন:


{{Australia Squad 1979 Cricket World Cup}}
{{Australia Squad 1979 Cricket World Cup}}
{{ভিক্টোরিয়ান স্কোয়াড ১৯৭৯-৮০ শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন}}
{{ভিক্টোরিয়ান স্কোয়াড ১৯৭৮-৭৯ শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{পূর্বনির্ধারিতবাছাই: মস, জেফ}}
{{পূর্বনির্ধারিতবাছাই: মস, জেফ}}

১৮:২১, ১৫ নভেম্বর ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

জেফ মস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজেফ্রি কেনেথ মস
জন্ম (1947-06-29) ২৯ জুন ১৯৪৭ (বয়স ৭৬)
মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনবামহাতি
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৩০৫)
২৪ মার্চ ১৯৭৯ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৫)
১৩ জুন ১৯৭৯ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭৬/৭৭ - ১৯৮২/৮৩ভিক্টোরিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৫১ ১৭
রানের সংখ্যা ৬০ ৩,৪১৬ ২৭৬
ব্যাটিং গড় ৬০.০০ ৭.০০ ৪৩.৭৯ ১৮.৪০
১০০/৫০ ০/০ ০/০ ৯/১৪ ০/২
সর্বোচ্চ রান ৩৮* ২২০ ৭৬
বল করেছে ৭৫
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ২/– ৩৩/– ১০/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৫ নভেম্বর ২০১২

জেফ্রি কেনেথ মস (ইংরেজি: Jeff Moss; জন্ম: ২৯ জুন, ১৯৪৭) ভিক্টোরিয়ার মেলবোর্ন এলাকায় জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেন জেফ মস। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

প্রথম-শ্রেণীর ক্রিকেট

১৯৭৬-৭৭ মৌসুম থেকে ১৯৮১-৮২ মৌসুম পর্যন্ত জেফ মসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। আক্রমণধর্মী বামহাতি ব্যাটসম্যান হিসেবে সুনাম কুড়িয়েছেন। ১৯৭৮-৭৯ মৌসুমে ভিক্টোরিয়ার শেফিল্ড শিল্ডের শিরোপা জয়ে অপূর্ব ভূমিকা পালন করেন। ঐ মৌসুমে ৬৮.০০ গড়ে ৭৪৮ রান তুলেছিলেন তিনি। তাসত্ত্বেও তাকে অস্ট্রেলিয়া দলে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি ক্যারি প্যাকারের ব্যবস্থাপনায় বিশ্ব সিরিজ ক্রিকেটে শীর্ষসারির ব্যাটসম্যানদের অংশগ্রহণে ক্ষতিগ্রস্ত অস্ট্রেলিয়া দল ইংল্যান্ডের বিপক্ষে পরাজিত সময়কালে তিনি ছিলেন না।

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্ট ও একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন জেফ মস। ২৪ মার্চ, ১৯৭৯ তারিখে পার্থে সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর আর তিনি কোন টেস্টে অংশগ্রহণ করেননি। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল।

পার্থে গ্রাহাম ইয়ালপের আঘাতপ্রাপ্তির ফলে তিনি খেলেন। এছাড়াও, ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৭৯ সালের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসরে অস্ট্রেলিয়া দলের সদস্যরূপে মনোনীত হন। তবে, পাকিস্তানের বিপক্ষে কেবল একটিমাত্র খেলায় তিনি অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ