বিষয়বস্তুতে চলুন

নির্ভয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নির্ভয়
প্রকার দূরপাল্লা, সর্বঋতু, সাবসনিক ক্রুজ মিশাইল[]
উদ্ভাবনকারী ভারত
উৎপাদন ইতিহাস
উৎপাদনকারী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিআরডিও)
উৎপাদনকাল ২০১২
তথ্যাবলি
ওজন ১,০০০ কিলোগ্রাম
দৈর্ঘ্য ৬ মিটার
ব্যাস ০.৫২ মিটার

অপারেশনাল
রেঞ্জ
১,০০০ কিলোমিটার
গতিবেগ ০.৭ ম্যাক
নির্দেশনা
পদ্ধতি
আইএনএস

নির্ভয় ভারতে নির্মিত একটি দূরপাল্লার সাবসনিক ক্রুজ মিশাইল[] এই ক্ষেপণাস্ত্রটি ১,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। ভারতের সামরিক বাহিনীর তিনটি শাখাই (ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনাভারতীয় নৌবাহিনী) এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।[] মাটি, সমুদ্র ও আকাশ - তিন প্রকার উৎক্ষেপণ কেন্দ্র থেকেই নির্ভয় ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায়। ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের অ্যাডভান্স সিস্টেম ল্যাবোরেটরিতে নির্মিত হয়েছে। ২০১২ সালে এর প্রথম উৎক্ষেপণ হবে।[] নির্ভয় একটি টেরাইন-হাগিং গুপ্ত ক্ষেপণাস্ত্র।[] বিভিন্ন মিশনের উপযোগী ২৪টি আলাদা রকমের ওয়ারহেড বহনে সক্ষম। পরিচালনার জন্য এটিতে একটি ইনার্টিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহৃত হয়।[] নির্ভয় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের থেকেই ৩০০ কিলোমিটার বেশি দূরত্ব পর্যন্ত ওয়ারহেড বহনে সক্ষম।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "India Develops Sub-sonic Stealth Cruise Missile"। ১০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১১ 
  2. Fearless Tomahawk-type missile on radar
  3. "India plans to test new medium-range missile in 2009"। ৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১১ 
  4. "DRDO developing hypersonic missile"। ১৩ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১১ 
  5. Nirbhay to beef up missile muscle