এ. জে. ওয়েব
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | আলেকজান্ডার জোসিয়া ওয়েব | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | বেথনাল গ্রীন, লন্ডন, ইংল্যান্ড | ১৬ জানুয়ারি ১৮৫৫|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ১৯ ফেব্রুয়ারি ১৯৪১ ফালভেন্স ফার্ম, হো, অ্যাবিঙ্গার, সারে, ইংল্যান্ড | (বয়স ৮৬)|||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার) | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উদ্বোধনী ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ২০) | ২ জানুয়ারি ১৮৭৯ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৬ আগস্ট ২০১৮ |
আলেকজান্ডার জোসিয়া ওয়েব (ইংরেজি: A.J. Webbe; জন্ম: ১৬ জানুয়ারি, ১৮৫৫ - মৃত্যু: ১৯ ফেব্রুয়ারি, ১৯৪১) লন্ডনের বেথনাল গ্রীন এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ১৮৭৯ সালে ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ হয় তার।
ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার অধিকারী এ. জে. ওয়েব।[১] এছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতি ফাস্ট বোলিং করতে পারতেন তিনি।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
[সম্পাদনা]হ্যারো স্কুলে অধ্যয়ন করেন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে পড়াশোনা করেছেন। প্রথম বছরেই ব্লু লাভে সক্ষমতা দেখান। দুইবার তিনি বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্ব করেন। অক্সফোর্ডে অধ্যয়নকালে লর্ডসে জেন্টলম্যানের পক্ষে অংশ নেন। ডব্লিউ জি গ্রেসের সাথে উদ্বোধনী জুটিতে ২০৩ রান তুলেন। নিজে সংগ্রহ করেন ৬৫ রান।
২০ বছর বয়সে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বছরেই মিডলসেক্সের পক্ষে প্রথম খেলায় অংশ নেন। ১৮৮৫ সালে মিডলসেক্সের অধিনায়ক হিসেবে মনোনীত হন এ জে ওয়েব। এ পদে তিনি ১৮৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। অধিনায়কের দায়িত্ব পালনকালে তৃতীয় বছরে ব্যাটসম্যান হিসেবে স্বর্ণালী সময় অতিবাহিত করেন। ১৮৮৭ সালে ৪৭ গড়ে ১,২৪৪ রান তুলেন। তন্মধ্যে, ইয়র্কশায়ারের বিপক্ষে অপরাজিত ২৪৩* রানের মূল্যবান ইনিংস ছিল।
১৮৭৮-৭৯ মৌসুমে লর্ড হ্যারিসের সাথে শৌখিন দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। ঐ সফরেই তিনি তার একমাত্র টেস্টে অংশ নিয়ে মাত্র ৪ ও ০ রান তুলতে পেরেছিলেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেয়ার পর ১৯০০ থেকে ১৯২২ সাল পর্যন্ত মিডলসেক্সের সম্পাদক ও ১৯২৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও, ১৮৮৬ থেকে ১৯০৯ সাল পর্যন্ত মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পরিচালনা পরিষদের সদস্য ছিলেন এ জে ওয়েব।
১৯ ফেব্রুয়ারি, ১৯৪১ তারিখে সারের অ্যাবিঙ্গার এলাকায় ৮৬ বছর বয়সে এ. জে. ওয়েবের দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Grace, W. G. (২৩ জানুয়ারি ১৮৯১)। "Forty Years of Cricket: No. XXXIII"। The Press: 2। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৮।
আরও দেখুন
[সম্পাদনা]- অ্যান্ড্রু স্টডার্ট
- গ্রিগর ম্যাকগ্রিগর
- জেন্টলম্যান বনাম প্লেয়ার্স
- সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব
- ইংরেজ টেস্ট ক্রিকেটারদের তালিকা
- আনুষ্ঠানিক কাউন্টি চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে এ. জে. ওয়েব (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে এ. জে. ওয়েব (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- ডন অ্যামব্রোস লিখিত এ জে ওয়েবের সংক্ষিপ্ত জীবনী
ক্রীড়া অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী আইজাক ওয়াকার |
মিডলসেক্স ক্রিকেট অধিনায়ক ১৮৮৫–১৮৯৮ (যৌথভাবে - অ্যান্ড্রু স্টডার্ট, ১৮৯৮) |
উত্তরসূরী গ্রিগর ম্যাকগ্রিগর |
- ১৮৫৫-এ জন্ম
- ১৯৪১-এ মৃত্যু
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটার
- অর্লিয়েন্স ক্লাবের ক্রিকেটার
- আই জিঙ্গারির ক্রিকেটার
- ইংরেজ ক্রিকেটার
- ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার
- এ. জে. ওয়েব একাদশের ক্রিকেটার
- এ. ডব্লিউ. রিডলি একাদশের ক্রিকেটার
- ওল্ড অক্সোনিয়ান্স একাদশের ক্রিকেটার
- জেন্টলম্যানের ক্রিকেটার
- জেন্টলম্যান অব দ্য সাউথের ক্রিকেটার
- জেন্টলম্যান অব ইংল্যান্ডের ক্রিকেটার
- নর্থ ভার্সাস সাউথের ক্রিকেটার
- মিডলসেক্সের ক্রিকেটার
- মিডলসেক্স ক্রিকেট অধিনায়ক
- মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট
- মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের সম্পাদক
- মেরিলেবোন ক্রিকেট ক্লাবের ক্রিকেটার
- সি. আই. থর্নটন একাদশের ক্রিকেটার
- ইংরেজ ফুটবলার
- ট্রিনিটি কলেজ, অক্সফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী
- ওয়ান্ডারার্স ফুটবল ক্লাবের খেলোয়াড়
- বৃহত্তর লন্ডন থেকে আগত ক্রিকেটার