কবি নজরুল ইনস্টিটিউট
অবয়ব
গঠিত | ফেব্রুয়ারি ১৯৮৫ |
---|---|
ধরন | সরকারি সংস্থা |
সদরদপ্তর | কবি ভবন[১] |
অবস্থান |
|
স্থানাঙ্ক | ২৩°৪৫′১৫″ উত্তর ৯০°২২′২৪″ পূর্ব / ২৩.৭৫৪০৭৬° উত্তর ৯০.৩৭৩৩৯০° পূর্ব |
নির্বাহী পরিচালক | ইকরাম আহমেদ |
প্রধান প্রতিষ্ঠান | সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় |
ওয়েবসাইট | www |
কবি নজরুল ইনস্টিটিউট হল বাংলাদেশের সরকারি ইনস্টিটিউট যা ১৯৮৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়।[২] এর সদর ঢাকার ধানমন্ডির দপ্তর কবি ভবনে অবস্থিত।[৩]
কার্যক্রম
১২ জুন ১৯৮৪ সালের নজরুল ইনস্টিটিউটের অধ্যাদেশ অনুযায়ী, কবি সম্পর্কিত ইনস্টিটিউটের কার্যক্রম ও উদ্দেশ্য হলো:[৪]
- সংগীত ও অন্যান্য সাহিত্যকর্ম দেশ ও বিদেশ হতে সংগ্রহ, সংকলন, সংরক্ষণ এবং প্রকাশ করা।
- সকল সাহিত্যকর্ম অনুশীলনে উৎসাহিত করা।
- সাহিত্যকর্মের উপর গবেষণা, প্রকাশনা এবং প্রচারণার ব্যবস্থা গ্রহণ।
- সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে কবির অবদান সম্পর্কে সম্মেলন, বক্তৃতা, বিতর্ক ও সেমিনারের আয়োজন করা।
- সংগীত ও সাহিত্য সম্পর্কিত পুস্তক, রেকর্ড, টেপ সংগ্রহ ও সংরক্ষণের জন্য লাইব্রেরি/আর্কাইভ প্রতিষ্ঠা করা।
- সংগীত সঠিকভাবে চর্চা ও প্রচারের জন্য স্বরলিপি তৈরি করা এবং গ্রহণযোগ্য মর্যাদায় গ্রামোফোন রেকর্ড, বাণিজ্যিক টেপ, চলচ্চিত্র এবং বাংলাদেশে প্রকাশিত স্বরলিপি বইয়ের উপস্থাপনা ও তদারকি করা।
- সংগীত ও নজরুলের কবিতা আবৃত্তির যথার্থ প্রশিক্ষণের ব্যবস্থা করা।
- সকল লেখক কবির সাহিত্যকর্মের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তাদের পুরস্কার এবং পদক প্রদান করা।
নজরুল পুরস্কার
তথ্যসূত্র
- ↑ Azam, Wasi Noor (১২ সেপ্টেম্বর ২০১৩)। "Nazrul Institute: Home of the Original Rebel"। The Daily Star। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬।
- ↑ "নজরুল ইন্সটিটিউট সৃষ্টির ইতিহাস"। ২৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৬।
- ↑ "নজরুল ইন্সটিটিউট"। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬।
- ↑ "নজরুল ইন্সটিটিউটের লক্ষ্য"। নজরুল ইন্সটিটিউট। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬।