বিষয়বস্তুতে চলুন

অলিম্পিকে জাপান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা NahidSultanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৪৯, ২৪ জুলাই ২০২০ তারিখে সম্পাদিত হয়েছিল (বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

অলিম্পিক গেমসে জাপান

জাপানের জাতীয় পতাকা
আইওসি কোড  JPN
এনওসি জাপানী অলিম্পিক কমিটি
ওয়েবসাইটwww.joc.or.jp (জাপানি) (ইংরেজি)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
শীতকালীন গেমস

জাপান ১৯১২ সালের অলিম্পিক গেমসে প্রথমবারের মতো অংশগ্রহণ করে। এরপর থেকে তারা প্রায় প্রত্যেকটি অলিম্পিকে অংশ নিয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি ১৯৪৮ সালের অলিম্পিকে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ পায়নি। এছাড়াও, ১৯৮০ সালে মস্কোয় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে মার্কিন নেতৃত্বাধীন জোটে অবস্থান করায় প্রতিযোগিতা বয়কট করে।

১৯২০ সালে জাপান প্রথম পদকের সন্ধান পায়। এরপর ১৯২৮ সালে প্রথম স্বর্ণপদক লাভ করে। জাপান এ পর্যন্ত ৪৩৯টি পদক পেয়েছে। ১৯৩৬ সালের চিত্রকলা প্রতিযোগিতায় প্রাপ্ত পদকটি এ হিসেবের বাইরে রাখা হয়েছে। তন্মধ্যে, জুডোতে স্বর্ণপদক পেয়েছে। এছাড়াও শীতকালীন অলিম্পিকে দেশটি ৪৫টি পদক জয় করেছে।

১৯১১ সালে জাপান অলিম্পিক কমিটি গঠন করা হয় এবং ১৯১২ সালে তা পুণঃসংগঠিত করা হয়।[]

ক্রীড়া আয়োজন

জাপান এ পর্যন্ত তিনবার অলিম্পিক গেমস আয়োজনে সুযোগ পেয়েছে। এছাড়াও চতুর্থবারের আয়োজনের অংশ হিসেবে রয়েছে ২০২০ সালের অলিম্পিক।

ক্রীড়া স্বাগতিক শহর
১৯৬৪ গ্রীষ্মকালীন অলিম্পিক টোকিও
১৯৭২ শীতকালীন অলিম্পিক সাপ্পোরো, হোক্কাইডো প্রিফেকচার
১৯৯৮ শীতকালীন অলিম্পিক নাগানো, নাগানো প্রিফেকচার
২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক টোকিও

পদক তালিকা

*লাল রঙের প্রান্ত রেখার মাধ্যমে নিজ মাটিতে প্রতিযোগিতা আয়োজন করাকে নির্দেশ করছে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  • "Japan"। International Olympic Committee। 
  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Olympic Medal Winners"। International Olympic Committee। 
  • "Japan"। Sports-Reference.com। ২১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৬