২০২৩ দক্ষিণ এশীয় গেমস
২০২৩ দক্ষিণ এশীয় গেমস যা আনুষ্ঠানিকভাবে ১৪তম দক্ষিণ এশীয় গেমস নামে পরিচিত, হল দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল কর্তৃক আয়োজিত বহু ক্রীড়া প্রতিযোগিতা দক্ষিণ এশীয় গেমসের ১৪তম আসর, যা ২০২৩ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে।[১][২][৩][৪] লাহোর ছাড়াও কিছু ইভেন্ট ফয়সালাবাদ, ইসলামাবাদ শিয়ালকোট ও পাঞ্জাবের গুজরানওয়ালাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।[৫][৬][৭] এটি ২০০৪ সালের পর পাকিস্তানে আয়োজিত ১ম আসর, এর পূর্বে পাকিস্তান দুবার (১৯৮৯ ও ২০০৪) দক্ষিণ এশীয় গেমস আয়োজন করেছিল। রাজধানী ইসলামাবাদের বাইরে এটি হবে পাকিস্তানের প্রথম আয়োজন।
স্বাগতিক নির্বাচন[সম্পাদনা]
২০১৯ সালে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় মালদ্বীপের সাথে যৌথভাবে আয়োজনের জন্য দরপত্র কেনার ঘোষণা করেছিল। যাহোক পরে ডিসেম্বররে দক্ষিণ এশীয় অলিম্পিক কাউন্সিল পাকিস্তানকে স্বাগতিক নির্বাচন করে। ১০ ডিসেম্বর পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আরিফ হাসান গেমসের পতাকা গ্রহণ করে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Four POA officials appointed to 2023 South Asian Games working group"। www.insidethegames.biz। ৮ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।
- ↑ Malik, Shahzad (২০২১-০১-১৪)। "South Asian Games moved to March 2023"। ARYSports.tv। ২০২১-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।
- ↑ "OCA » Pakistan to use four cities to host 2021 South Asian Games"। www.ocasia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৭।
- ↑ "News - Olympic Council of Asia"। www.ocasia.org। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৪।
- ↑ "POA Hosts South Asian Olympic Council Meeting"। UrduPoint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২১।
- ↑ "14th South Asian Games to be held in Lahore, Sialkot, Faisalabad, Gujranwala and Islamabad in March 2023"। Daily Times (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২১।
- ↑ "Pakistan Olympic Association"। www.nocpakistan.org। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২১।