২০১৬ এএফসি কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৬ এএফসি কাপ
বিবরণ
তারিখবাছাইপর্ব:
১১–১৫ আগস্ট ২০১৫
মূল পর্ব:
৯ ফেব্রুয়ারি – ৫ নভেম্বর ২০১৬
দলমূল পর্ব: ৩২
মোট: ৪০ (২৩টি অ্যাসোসিয়েশন থেকে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নইরাক আল-কুয়া আল-জাউইয়া (১ম শিরোপা)
রানার-আপভারত বেঙ্গালুরু এফসি
পরিসংখ্যান
ম্যাচ১২৭
গোল সংখ্যা৩৬১ (ম্যাচ প্রতি ২.৮৪টি)
দর্শক সংখ্যা৩,৯৪,১৮৩ (ম্যাচ প্রতি ৩,১০৪ জন)
শীর্ষ গোলদাতাইরাক হাম্মাদি আহমেদ (১৬টি গোল)
সেরা খেলোয়াড়ইরাক হাম্মাদি আহমেদ
ফেয়ার প্লে পুরস্কারভারত বেঙ্গালুরু এফসি

২০১৬ এএফসি কাপ হল এশীয় আন্তর্জাতিক ক্লাব ফুটবলের দ্বিতীয় সারি এএফসি কাপ প্রতিযোগিতার ত্রয়োদশ আসর।[১] এই আসরে ফাইনালে ইরাকের আল-কুয়া আল-জাউইয়া ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল এবং এএফসি কাপ প্রথমবারের মতো জিতেছিল।[২]

উপমহাদেশীয় ক্লাবের মধ্যে ভারতের বেঙ্গালুরু ফুটবল ক্লাব রানার্স-আপ হয়ে নজর কেড়েছিল এবং এটি আজও ভারতীয় ও দক্ষিণ এশীয় রেকর্ড।

অ্যাসোসিয়েশন ভিত্তিক দল বরাদ্দ[সম্পাদনা]

দল[সম্পাদনা]

পশ্চিম এশিয়া[সম্পাদনা]

সরাসরি গ্রুপ পর্ব
  • তুর্কমেনিস্তান আলতিন আসির
  • বাহরাইন আল-মুহাররাক
  • ইরাক নাফত আল-ওয়াসাত
  • ইরাক আল-কুয়া আল-জাউইয়া
  • জর্ডান আল-ফয়সালি
  • জর্ডান আল-ওয়েহদাত^
  • সিরিয়া আল-জইশ
  • ফিলিস্তিন শাবাব আল-ধাহিরিয়া
  • লেবানন আল-আহেদ
  • ওমান আল-ওরুবা
  • ওমান ফাঞ্জা
  • তাজিকিস্তান ইস্তিকলোল

বাছাই প্লে-অফ
  • বাহরাইন আল-হিদ
  • লেবানন ত্রিপোলি স্পোর্টস ক্লাব
  • সিরিয়া আল-ওয়াহদা
  • ফিলিস্তিন আহলি আল-খালিল
  • তাজিকিস্তান খুজান্দ
  • তুর্কমেনিস্তান বলকান ক্লাব
  • কিরগিজস্তান আলায় ওশ

পূর্ব এশিয়া[সম্পাদনা]

সরাসরি গ্রুপ পর্ব

বাছাইপর্ব

  1. সেলাঙ্গোর মালয়েশিয়া সুপার লিগে তৃতীয় স্থান অধিকার করেও অংশগ্রহণ করেছিল কারণ, রানার্স-আপ দল লায়ন্স টুয়েলভ সিঙ্গাপুরী দল ছিল, তাদের মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করার অধিকার ছিল না।
  2. ট্যাম্পাইন্স রোভার্স এস-লিগে দ্বিতীয় স্থান অধিকার করেও অংশগ্রহণ করেছিল, কারণ, বিজয়ী দল ডিপিএমএম এফসি ব্রুনেই-এর দল ছিল, তাদের সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করার অধিকার ছিল না।
  3. বালেস্তিয়ার এস-লিগে চতুর্থ স্থান অধিকার করেও অংশগ্রহণ করেছিল, কারণ, সিঙ্গাপুর কাপ বিজয়ী দল আলবিরেক্স নিগাতা সিঙ্গাপুর জাপানি দল ছিল, তাদের সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করার অধিকার ছিল না।

বাছাইপর্ব[সম্পাদনা]

এএফসি কাপ বাছাই পর্বটি এএফসি প্রেসিডেন্টস কাপের পরিবর্তে অনুষ্ঠিত হয়েছিল, যার শেষ সংস্করণ ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল, যেহেতু ২০১৫ থেকে শুরু করে, "উদীয়মান দেশগুলির" লিগ চ্যাম্পিয়নরা এএফসি কাপ বাছাইপর্বের প্লে-অফে অংশগ্রহণের যোগ্য ছিল।[৩]

প্রথম পর্ব[সম্পাদনা]

বাছাইপর্বের প্রথম পর্বে, প্রতিটি গ্রুপ একক রাউন্ড-রবিন ভিত্তিতে প্রাক-নির্বাচিত স্বাগতিকদের মধ্যে খেলা হয়েছিল। প্রতিটি গ্রুপের বিজয়ীরা বাছাইপর্বের প্লে-অফ বা গ্রুপ পর্বে (প্রতিটি অঞ্চল এবং ভৌগোলিক অবস্থানে দলের সংখ্যার উপর নির্ভর করে) অগ্রসর হয়।[৪]

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন KEL DRU KHO
পাকিস্তান কে-ইলেকট্রিক +১ বাছাই প্লে-অফে উত্তীর্ণ ৩–৩
ভুটান ড্রুক ইউনাইটেড (H) ০–০
মঙ্গোলিয়া খোরোমখোন −১ ০–১
উৎস: এএফসি
(H) স্বাগতিক।

গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন SJD ALG BEN
বাংলাদেশ শেখ জামাল ধানমন্ডি +৩ গ্রুপ পর্ব[ক] ৪–১
কিরগিজস্তান আলগা বিশকেক (H) +২ ১–১
মাকাও বেনফিকা দে ম্যাকাও −৫ ০–২
উৎস: এএফসি
(H) স্বাগতিক।
টীকা:
  1. শেখ জামাল ধানমন্ডি পূর্ব এশিয়ার গ্রুপে দলসংখ্যা কমে যাওয়ায় সরাসরি গ্রুপ পর্বে উত্তীর্ণ হয়।

প্লে-অফ[সম্পাদনা]

বাছাইপর্বের প্লে-অফের বন্ধনীটি প্রতিটি দলের অ্যাসোসিয়েশন র‌্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে এএফসি দ্বারা নির্ধারিত হয়েছিল, উচ্চ র‌্যাঙ্কের অ্যাসোসিয়েশনের দল প্রতিটি ম্যাচ হোস্ট করে।[৫][৬] পূর্ব এশিয়ার দল কম সংখ্যক হওয়ায় বাছাই প্লে-অফ অনুষ্ঠিত হয়নি।

দল ১  ফলাফল  দল ২
পশ্চিম এশিয়া
আল-হিদ বাহরাইন ২–০ পাকিস্তান কে-ইলেকট্রিক
ত্রিপোলি লেবানন ০–০ (অ.স.প.)
(৭–৬ পে.)
কিরগিজস্তান আলায় ওশ
আল-ওয়াহদা সিরিয়া ২–০ তুর্কমেনিস্তান বলকান
আহলি আল-খালিল ফিলিস্তিন ১–০ তাজিকিস্তান খুজান্দ

গ্রুপ পর্ব[সম্পাদনা]

  • পশ্চিম এশিয়া: গ্রুপ এ,বি,সি,ডি
  • পূর্ব এশিয়া: গ্রুপ ই,এফ,জি,এইচ

টাইব্রেকার[সম্পাদনা]

দলসমূহের অবস্থান নিম্নলিখিত বিষয়ের ওপর নির্ভর করে নির্ধারিত হবে:

  1. অর্জিত পয়েন্ট (জয়ের জন্য ৩, ড্রয়ের জন্য ১, হারের জন্য ০)
  2. একই পয়েন্ট বিশিষ্ট দলের হেড-টু-হেড ম্যাচে পয়েন্ট অর্জন
  3. একই পয়েন্ট বিশিষ্ট দলের হেড-টু-হেড ম্যাচে গোল পার্থক্য
  4. একই পয়েন্ট বিশিষ্ট দলের হেড-টু-হেড ম্যাচে দল দুটি কর্তৃক করা গোলসংখ্যা
  5. গ্রুপ পর্বের শেষে গোল পার্থক্য
  6. সকল ম্যাচে করা মোট গোলসংখ্যা
  7. একই পয়েন্ট বিশিষ্ট দলের মধ্যে পেনাল্টি শুট-আউট
  8. ফেয়ার প্লে পয়েন্ট (হলুদ কার্ড: −১ পয়েন্ট; লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড মারফত): −৩ পয়েন্ট; সরাসরি লাল কার্ড: −৪ পয়েন্ট; হলুদ কার্ড ও সরাসরি লাল কার্ড: −৫ পয়েন্ট)
  9. লটারি

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন AHE WEH HID ALT
লেবানন আল-আহেদ ১৪ +৫ ১২ নক-আউট ৩–২ ১–০ ৩–০
জর্ডান আল-ওয়েহদাত ১০ ১২ −২ ৩–২ ২–০ ১–১
বাহরাইন আল-হিদ ১১ ১২ −১ ২–৫ ৬–২ ১–১
তুর্কমেনিস্তান আলতিন আসির −২ ২–০ ০–০ ১–২
উৎস: এএফসি
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার

গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন NAF FAI TRI IST
ইরাক নাফত আল-ওয়াসাত +৬ ১৫ নক-আউট ১–০ ১–০ ২–০
জর্ডান আল-ফয়সালি ১০ +৪ ১১ ২–১ ৩–১ ৪–২
লেবানন ত্রিপোলি ১০ −২ ১–৩ ১–১ ২–১
তাজিকিস্তান ইস্তিকলোল ১২ −৮ ০–১ ০–০ ১–৩
উৎস: এএফসি
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার

গ্রুপ সি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন QUW WAH DHA ORU
ইরাক আল-কুয়া আল-জাউইয়া ১৫ +৮ ১৫ নক-আউট ১–০ ৪–১ ২–১
সিরিয়া আল-ওয়াহদা ১১ +২ ৫–২ ০–৩ ২–১
ফিলিস্তিন শাবাব আল-ধাহিরিয়া ১০ −৩ ০–২ ০–৩ ২–০
ওমান আল-ওরুবা ১২ −৭ ০–৪ ২–১ ১–১
উৎস: এএফসি
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার
  • শাবাব আল-ধাহিরিয়া বনাম আল-ওয়াহদা ম্যাচটি (৯ মার্চ ২০১৬, ২য় ম্যাচদিবস) খেলা হয়নি। ২৮ এপ্রিল ২০১৬-এ, এএফসি কমিটি আল-ওয়াহদাকে ৩–০ ফলাফলে জয়ী ঘোষণা করে। কারণ তদন্তে খেলা না হওয়ার কারণে শাবাব আল-ধাহিরিয়ার দোষ পাওয়া গেছিল।[৭][৮]২৪ জুন ২০১৬-এ, এএফসি কমিটি সিদ্ধান্ত পরিবর্তন করে শাবাব আল-ধাহিরিয়াকে ৩–০ ফলাফলে জয়ী ঘোষণা করে। কারণ পুনরায় তদন্তে খেলা না হওয়ার কারণে শাবাব আল-ওয়াহদার দোষ পাওয়া গেছিল।[৯][১০]
  • শাবাব আল-ধাহিরিয়া বনাম আল-ওয়াহদা ম্যাচটি (১১ মে ২০১৬, ৬ষ্ঠ ম্যাচদিবস) খেলা হয়নি। ১৩ মে ২০১৬-এ, এএফসি কমিটি আল-ওয়াহদাকে ৩–০ ফলাফলে জয়ী ঘোষণা করে। কারণ তদন্তে খেলা না হওয়ার কারণে শাবাব আল-ধাহিরিয়ার দোষ পাওয়া গেছিল।[১১][১২]

গ্রুপ ডি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন MHQ JAI KHA FAN
বাহরাইন আল-মুহাররাক +৬ ১৬ নক-আউট ১–০ ২–১ ১–০
সিরিয়া আল-জইশ +২ ১০ ০–২ ১–০ ১–০
ফিলিস্তিন আহলি আল-খালিল ১১ −৪ ১–১ ০–৩ ২–১
ওমান ফাঞ্জা −৪ ১–২ ০–০ ৩–৩
উৎস: এএফসি
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার
  • আহলি আল-খালিল বনাম আল-জইশ ম্যাচটি (৯ মার্চ ২০১৬, ২য় ম্যাচদিবস) পিছিয়ে ৩ মে তারিখ নির্ধারিত হবার পরেও খেলা হয়নি। ১৩ এপ্রিল ২০১৬-এ, এএফসি কমিটি আল-জইশকে ৩–০ ফলাফলে জয়ী ঘোষণা করে। কারণ তদন্তে খেলা না হওয়ার কারণে আহলি আল-খালিলের দোষ পাওয়া গেছিল।[১১][১২]

গ্রুপ ই[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন CER TAM SEL SJD
ফিলিপাইন সেরেস ১২ +৮ ১২ নক-আউট ২–১ ২–২ ৫–০
সিঙ্গাপুর ট্যাম্পাইন্স রোভার্স ১০ +৪ ১০ ১–১ ১–০ ৪–০
মালয়েশিয়া সেলাঙ্গর ০–০ ০–১ ২–১
বাংলাদেশ শেখ জামাল ধানমন্ডি ১৯ −১২ ০–২ ৩–২ ৩–৪
উৎস: এএফসি
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার

গ্রুপ এফ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন KIT KAY BAL NRA
হংকং কিৎচি +৭ ১৩ নক-আউট ১–০ ৪–০ ০–০
ফিলিপাইন কায়া +৩ ১০ ০–১ ১–০ ১–০
সিঙ্গাপুর বালেস্তিয়ার খালসা ১০ −৪ ১–০ ০–৩ ৩–০
মালদ্বীপ নিউ রেডিয়্যান্ট −৬ ০–২ ০–০ ২–২
উৎস: এএফসি
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার

গ্রুপ জি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন MOH SCA YAN MAZ
ভারত মোহনবাগান ১৪ +৫ ১১ নক-আউট ০–৩ ৩–২ ৫–২
হংকং সাউথ চায়না ০–৪ ২–১ ২–০
মিয়ানমার ইয়াঙ্গন ইউনাইটেড ১০ ১০ ১–১ ২–১ ৩–২
মালদ্বীপ মাজিয়া ১৩ −৫ ১–১ ২–১ ১–১
উৎস: এএফসি
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার

গ্রুপ এইচ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন JDT BFC AYE LAO
মালয়েশিয়া জোহর দারুল তা'জিম ২১ +১৮ ১৮ নক-আউট ৩–০ ৮–১ ৩–০
ভারত বেঙ্গালুরু এফসি ১০ −১ ০–১ ৫–৩ ২–১
মিয়ানমার আয়েইয়াওয়াদি ইউনাইটেড ১২ ২০ −৮ ১–২ ০–১ ৪–২
লাওস লাও টয়োটা এফসি ১৭ −৯ ১–৪ ২–১ ২–৩
উৎস: এএফসি
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার

নক-আউট পর্ব[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

 
শেষ ১৬ পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
 
 
 
ইরাক আল-কুয়া আল-জাউইয়া
 
 
 
জর্ডান আল-ওয়েহদাত
 
ইরাক আল-কুয়া আল-জাউইয়া ১+৪
 
 
 
সিরিয়া আল-জইশ ১+০
 
সিরিয়া আল-জইশ
 
 
 
ইরাক নাফত আল-ওয়াসাত
 
ইরাক আল-কুয়া আল-জাউইয়া ১+৩
 
 
 
লেবানন আল-আহেদ১+২
 
লেবানন আল-আহেদ
 
 
 
সিরিয়া আল-ওয়াহদা
 
লেবানন আল-আহেদ১+২
 
 
 
বাহরাইন আল-মুহাররাক ০+০
 
জর্ডান আল-ফয়সালি
 
 
 
বাহরাইন আল-মুহাররাক
 
ইরাক আল-কুয়া আল-জাউইয়া
 
 
 
ভারত বেঙ্গালুরু
 
ফিলিপাইন সেরেস
 
 
 
হংকং সাউথ চায়না (অ.স.প.)
 
হংকং সাউথ চায়না১+১
 
 
 
মালয়েশিয়া জোহর দারুল তা'জিম১+২
 
মালয়েশিয়া জোহর দারুল তা'জিম
 
 
 
ফিলিপাইন কায়া
 
মালয়েশিয়া জোহর দারুল তা'জিম ১+১
 
 
 
ভারত বেঙ্গালুরু ১+৩
 
ভারত বেঙ্গালুরু
 
 
 
হংকং কিৎচি
 
ভারত বেঙ্গালুরু ১+০
 
 
 
সিঙ্গাপুর ট্যাম্পাইন্স রোভার্স ০+০
 
সিঙ্গাপুর ট্যাম্পাইন্স রোভার্স (অ.স.প.)
 
 
ভারত মোহনবাগান
 

ফাইনাল[সম্পাদনা]

পুরস্কার[সম্পাদনা]

পুরস্কার খেলোয়াড় দল
আসরের সেরা খেলোয়াড় ইরাক হাম্মাদি আহমেদ[১৩] ইরাক আল-কুয়া আল-জাউইয়া
সর্বোচ্চ গোলদাতা ইরাক হাম্মাদি আহমেদ[১৩] ইরাক আল-কুয়া আল-জাউইয়া
ফেয়ার প্লে পুরস্কার ভারত বেঙ্গালুরু এফসি[১৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "2016 AFC Cup Competition Regulations" (PDF)। AFC। ২৮ নভেম্বর ২০১৫। 
  2. "AFC President congratulates Air Force Club for historic"। AFC। ৫ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৬ 
  3. "AFC President's Cup: The end of a glorious journey"। AFC। ২৬ জুলাই ২০১৪। 
  4. "Stage set for 2016 AFC Cup play-off qualifiers"। AFC। ২৯ জুন ২০১৫। 
  5. "Stage set for 2016 AFC Cup draw"। AFC। ৪ ডিসেম্বর ২০১৫। 
  6. "AFC Cup 2016 Group Stage draw"। AFC। ১০ ডিসেম্বর ২০১৫। 
  7. "AFC Disciplinary Committee decision regarding Al Wahda v Al Dharia match"। AFC। ২৯ এপ্রিল ২০১৬। 
  8. "17th AFC Disciplinary Committee on 28 April 2016" (PDF)। AFC। ২৮ এপ্রিল ২০১৬। 
  9. "AFC Appeal Committee decisions"। AFC। ২৪ জুন ২০১৬। 
  10. "4th AFC Appeal Committee on 24 June 2016" (PDF)। AFC। ২৪ জুন ২০১৬। 
  11. "AFC Cup 2016: Final standings in Groups C and D confirmed"। AFC। ১৩ মে ২০১৬। 
  12. "18th AFC Disciplinary Committee on 13 May 2016" (PDF)। AFC। ১৩ মে ২০১৬। 
  13. "Hot-shot Hammadi bags AFC Cup MVP and Top Scorer"। AFC। ৫ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৬ 
  14. "AFC Cup: Bengaluru FC win AFC's Fairplay award"www.goal.comGoal। ৬ নভেম্বর ২০১৬। ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]