২০০০০ বরুণ
![]() ২০০৫ সালে হাবল স্পেস টেলিস্কোপ থেকে গৃহীত বরুণের চিত্র | |
আবিষ্কার [১] | |
---|---|
আবিষ্কারক | স্পেসওয়াচ (রবার্ট ম্যাকমিলান) |
আবিষ্কারের তারিখ | ২৮ নভেম্বর, ২০০০ |
বিবরণ | |
উচ্চারণ | /ˈværənə/ VARR-ə-nə[২] |
নামকরণের উৎস | বরুণ |
বিকল্প নামসমূহ | ২০০০ ডব্লিউআর১০৬ |
ক্ষুদ্র গ্রহসমূহের শ্রেণী | নেপচুন-উত্তর বস্তু • কিউবওয়ানো [৩] স্ক্যাট-এক্সট[৪] |
বিশেষণ | বরুণীয় (ইংরেজি: Varunian, বরুনিয়ান; /vəˈruːniən/[৫] |
কক্ষপথের বৈশিষ্ট্য [১] | |
যুগ ৩১ মে, ২০২০ (জুলিয়ান দিন ২৪৫৯০০০.৫) | |
অপসূর | ৪৫.১১৭ AU (৬.৭৪৯৪ টেমি) |
অনুসূর | ৪০.৩১৯ AU (৬.০৩১৬ টেমি) |
অর্ধ-মুখ্য অক্ষ | ৪২.৭১৮ AU (৬.৩৯০৫ টেমি) |
উৎকেন্দ্রিকতা | ০.০৫৬১৭ |
কক্ষীয় পর্যায়কাল | ২৭৯.২১ বছর (১০১,৯৮০ দিন) |
গড় কক্ষীয় দ্রুতি | ৪.৫৩ কিলোমিটার/সেকেন্ড |
গড় ব্যত্যয় | ১১৯.১২১° |
নতি | ১৭.২২১° |
উদ্বিন্দুর দ্রাঘিমা | ৯৭.৩৭২° |
অনুসূরের উপপত্তি | ২৬২.২২০° |
ভৌত বৈশিষ্ট্যসমূহ | |
ভর | ≈ ১.৫৫×১০২০ কিg[ক] |
গড় ঘনত্ব | ০.৯৯২+০.০৮৬ −০.০১৫ গ্রাম/বর্গ সেমি[৭] |
ঘূর্ণনকাল | ৬.৩৪৩৫৭২±০.০০০০০৬ h[৮] |
জ্যামিতিক অ্যালবেডো | ০.১২৭+০.০৪ −০.০৪২[৬] |
বর্ণালীর ধরন | আইআর (মাঝারি লাল) বি−ভি=০.৮৮±০.০২[৯] ভি−আর=০.৬২±০.০১ ভি−আই=১.২৪±০.০১ |
আপাত মান | ২০.৩ (বিরোধিতা)[১০][১১] |
পরম মান (H) | ৩.৭৬০±০.০৩৫,[৬] 3.6[১] |
২০০০০ বরুণ হল একটি বৃহদাকার নেপচুনোত্তর বস্তু এবং কাইপার বেষ্টনীতে অবস্থিত একটি সম্ভাব্য বামন গ্রহ। এটিকে সাময়িকভাবে ২০০০ ডব্লিউআর১০৬ (ইংরেজি: 2000 WR106) নামে চিহ্নিত করা হয়েছিল। ২০০০ সালের ডিসেম্বর মাসে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ম্যাকমিলান কিট পিক ন্যাশানাল অবজার্ভেটরিতে একটি স্পেসওয়াচ সমীক্ষা চালানোর সময় এই বস্তুটি আবিষ্কার করেন। বৈদিক সাহিত্যে উল্লিখিত প্রাচীনতম হিন্দু দেবতাদের অন্যতম বরুণের নামানুসারে এই বস্তুটির নামকরণ করা হয়। এই লম্বাটে আকারের কারণ বস্তুটির দ্রুত আবর্তন।
বরুণের আলোক বক্ররেখার গণনা ইঙ্গিত করে যে, এটি একটি জেকবি উপগোলক এবং এটির লম্বাটের গড়নের কারণ হল দ্রুত আবর্তন। পৃষ্ঠভাগে জটিল জৈব যৌগের উপস্থিতির কারণে বরুণের পৃষ্ঠভাগ মাঝারি রকমের লাল। পৃষ্ঠভাগে জলীয় বরফও বিদ্যমান। মনে কথা হয় যে, অতীতের সংঘর্ষের ঘটনাগুলির ফলে এই জলীয় বরফ অনাবৃত হয়ে পড়েছে। এই সংঘর্ষগুলির ফলেই সম্ভবত বরুণের আবর্তনের গতি দ্রুত হয়েছে। বরুণের চারপাশে কোনও প্রাকৃতিক উপগ্রহ পাওয়া না গেলেও অথবা সরাসরি আলোকচিত্রে ধৃত না হলেও ২০১৯ সালে এটির আলোক বক্ররেখায় ভিন্নতার মাত্রা খুব কাছ থেকে বরুণকে প্রদক্ষিণকারী একটি উপগ্রহের উপস্থিতির সম্ভাবনাই ইঙ্গিত করে।
পাদটীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "জেপিএল স্মল-বডি ডেটাবেস ব্রাউজার: ২০০০০ বরুণ (২০০০ ডব্লিউআর১০৬)" (২০১৯-০৫-২২ লাস্ট অবস.)। জেট প্রোপালসন ল্যাবরেটরি। ১২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ মেরিয়াম ওয়েবস্টার’স কলেজিয়েট ডিকশনারি. সংস্কৃত वरुण [ʋɐˈɽʊɳɐ] থেকে
- ↑ মার্সডেন, ব্রায়ান জি. (৭ আগষ্ট ২০০৯)। "এমপিইসি ২০০৯-পি২৬: ডিসটেন্ট মাইনর প্ল্যানেটস (২০০৯ অগ. ১৭.০ টিটি)"। মাইনর প্ল্যানেট ইলেকট্রনিক সার্কুলার। ইন্টারন্যাশানাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০০৯।
- ↑ বু, এম. ডব্লিউ. (১২ জানুয়ারি ২০০৭)। "অরবিট ফিট অ্যান্ড অ্যাস্ট্রোমেট্রিক রেকর্ড ফর ২০০০০"। সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০০৮।
- ↑ ডাচেসনে-গিলেমিন (১৯৫৮) দ্য ওয়েস্টার্ন রেসপন্স টু জোরোস্টার
- ↑ ক খ গ লেলক, ই.; স্যান্টোস-স্যানজ, পি.; লাসার্ডা, পি.; মমার্ট, এম.; বাফার্ড, আর.; অর্টিজ, জে. এল.; মুলার, টি. জি.; ফর্নাসিয়ার, এস.; স্ট্যানসবেরি, জে.; কিস, সিএস.; ভিলেনিয়াস, ই.; মুয়েলার, এম.; পিজিনহো, এন.; মোরিনো, আর.; গ্রসিন, ও.; ডেলস্যান্টি, এ.; হ্যারিস, এ. ডব্লিউ. (সেপ্টেম্বর ২০১৩)। ""টিএনওজ আর কুল": আ সার্ভে অফ দ্য ট্রান্স-নেপচুনিয়ান রিজিয়ন। ৯. থার্মাল প্রপার্টিজ অফ কাইপার বেল্ট অবজেক্টস অ্যান্ড সেন্ট্যুরস ফ্রম কম্বাইন্ড হার্শেল অ্যান্ড স্পিৎজার অবজার্ভেশন" (পিডিএফ)। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। ৫৫৭: এ৬০। ডিওআই:10.1051/0004-6361/201322047। বিবকোড:2013A&A...557A..60L। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৪।
- ↑ ক খ ল্যাসারডা, পি.; জেইউট, ডি. (২০০৬)। "ডেনসিটিজ অফ সোলার সিস্টেম অবজেক্টস ফ্রম দেয়ার রোটেশনাল লাইটকার্ভ"। দি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল। ১৩৩ (৪): ১৩৯৩–১৪০৮। arXiv:astro-ph/0612237
। ডিওআই:10.1086/511772। বিবকোড:2007AJ....133.1393L।
- ↑ ফার্নান্ডেজ-ভ্যালেনজুয়েলা, এস্টেলা; অর্টিজ, জোস লুইস; মোরালেস, নিকোলাস; স্যান্টোস-স্যানজ, পাবলো; ডুফার্ড, রেনে; অ্যাজনার, অ্যামাডেও; লোরেনজি, ভানিয়া; পিনিলা-অ্যালোনসো, নোয়েমি; লেলোক, ইম্যানুয়েল (২৩ সেপ্টেম্বর ২০১৯)। "দ্য চেঞ্জিং রোটেশনাল লাইট-কার্ভ অ্যামপ্লিচিউড অফ বরুণ অ্যান্ড এভিডেন্স ফর আ ক্লোজ-ইন স্যাটেলাইট"। দি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স। ৮৮৩ (১): এল২১। arXiv:1909.04698
। ডিওআই:10.3847/2041-8213/ab40c2।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;lcdb
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "হোরাইজনস ওয়েব-ইন্টারফেস"। জেট প্রোপালসন ল্যাবরেটরি। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "(২০০০০) বরুণ–এফেমেরিডেস"। গণিত বিভাগ, পিসা বিশ্ববিদ্যালয়, ইতালি। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
উদ্ধৃতি ত্রুটি: <references>
-এ সংজ্ঞায়িত "johnston" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>
-এ সংজ্ঞায়িত "MPC41805" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>
-এ সংজ্ঞায়িত "MPC42368" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>
-এ সংজ্ঞায়িত "MPEC" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>
-এ সংজ্ঞায়িত "IAUC7554" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>
-এ সংজ্ঞায়িত "IAUC7583" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>
-এ সংজ্ঞায়িত "Stansberry2008" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>
-এ সংজ্ঞায়িত "Lellouch2002" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>
-এ সংজ্ঞায়িত "Doressoundiram2002" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>
-এ সংজ্ঞায়িত "Grundy2005" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>
-এ সংজ্ঞায়িত "Jewitt2001" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>
-এ সংজ্ঞায়িত "JewittSheppard2002" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>
-এ সংজ্ঞায়িত "Rabinowitz2006" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
<references>
-এ সংজ্ঞায়িত "Licandro2001" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।