স্যার (১৯৯৩-এর চলচ্চিত্র)
স্যার | |
---|---|
পরিচালক | মহেশ ভাট |
প্রযোজক | মুকেশ ভাট |
রচয়িতা | জয় দীক্ষিত |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আনু মালিক |
চিত্রগ্রাহক | প্রবীণ ভাট |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | বিশেষ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
স্যার মহেশ ভাট পরিচালিত ১৯৯৩ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি কাহিনি লিখেছেন জয় দীক্ষিত এবং বিশেষ ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন মুকেশ ভাট। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অতুল অগ্নিহোত্রী ও পূজা ভাট, নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, এবং খল চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল ও গুলশান গ্রোবর।
চলচ্চিত্রটি ১৯৯৩ সালের ৯ই জুলাই ভারতে মুক্তি পায়। চলচ্চিত্রটিতে অভিনয় করে রাওয়াল ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কৃত হন।[১] এছাড়া চলচ্চিত্রটি চারটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ খল অভিনেতা ও শ্রেষ্ঠ সংলাপ বিভাগে দুটি পুরস্কার অর্জন করে। ১৯৯৪ সালে এটি তেলুগু ভাষায় গ্যাংমাস্টার নামে পুনর্নির্মিত হয়।
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- নাসিরুদ্দিন শাহ - অমর বর্মা / "স্যার"
- পূজা ভাট - পূজা
- অতুল অগ্নিহোত্রী - করণ
- পরেশ রাওয়াল - বেলজী
- অবতার গিল - অর্জুন দাস
- সোনি রাজদান - শোভা
- সুস্মিতা মুখার্জী - সুইটি, জিমির বোন
- গুলশান গ্রোবর - ছপ্পন টিকলি ওরফে জিমি
- আভা রঞ্জন - বেলজীর স্ত্রী
- সুহাস ভালেকর
- মুশতাক খান - কালুবা
- মহেশ আনন্দ - জিমির গুন্ডা
- মকরন্দ দেশপাণ্ডে - ম্যাক
- অনঙ্গ দেসাই - ডাক্তার
- অনন্ত জোগ
- বিপ্লব রাই
- বিকাশ আনন্দ
- জি.পি. সিং
- গোপাল পূজারি
- কমল মালিক
- দীপক সিনহা
- অঞ্জনা
- বানজারা
- মাস্টার কুনাল খেমু - কুনাল
- ব্রাউনি পরশের - কালুবার হাতে খুন হওয়া ব্যক্তি
সঙ্গীত
[সম্পাদনা]স্যার চলচ্চিত্রের সুর করেছেন আনু মালিক এবং গীত লিখেছেন কাতিল শিফাই।
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "জিস দিন সুরজ কি" | কাতিল শিফাই | কুমার শানু | |
২. | "আজ হামনে দিল কা" | রাহাত ইন্দুরি | কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি | |
৩. | "সুন সুন বরসাত কি ধুন" | কাতিল শিফাই | কুমার শানু | |
৪. | "ইয়ে উজলি চান্দনি" | কাতিল শিফাই | কুমার শানু, অলকা ইয়াগনিক | |
৫. | "হাম সে বদল গয়া" | কাতিল শিফাই | কুমার শানু | |
৬. | "ওড় কে আন্ধেরা" | কাতিল শিফাই | অলকা ইয়াগনিক | |
৭. | "বন্দ হোটোঁ সে (পুরুষ)" | কাতিল শিফাই | কুমার শানু | |
৮. | "বন্দ হোটোঁ সে (নারী)" | কাতিল শিফাই | কবিতা কৃষ্ণমূর্তি |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | পরেশ রাওয়াল | বিজয়ী | [১] |
ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | নাসিরুদ্দিন শাহ | মনোনীত | [২][৩] |
শ্রেষ্ঠ খল অভিনেতা | গুলশান গ্রোবর | মনোনীত | ||
পরেশ রাওয়াল | বিজয়ী | |||
শ্রেষ্ঠ সংলাপ | জয় দীক্ষিত | বিজয়ী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "41st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা ৩৮–৩৯। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২১।
- ↑ "The Filmfare Awards Nominations – 1993"। দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "The Filmfare Awards Winners – 1993"। দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অলমুভিতে স্যার (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে স্যার (ইংরেজি)
- রটেন টম্যাটোসে স্যার (ইংরেজি)