বিষয়বস্তুতে চলুন

স্যার (১৯৯৩-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যার
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমহেশ ভাট
প্রযোজকমুকেশ ভাট
রচয়িতাজয় দীক্ষিত
শ্রেষ্ঠাংশে
সুরকারআনু মালিক
চিত্রগ্রাহকপ্রবীণ ভাট
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকবিশেষ ফিল্মস
মুক্তি
  • ৯ জুলাই ১৯৯৩ (1993-07-09)
স্থিতিকাল১৫১ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

স্যার মহেশ ভাট পরিচালিত ১৯৯৩ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি কাহিনি লিখেছেন জয় দীক্ষিত এবং বিশেষ ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন মুকেশ ভাট। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অতুল অগ্নিহোত্রীপূজা ভাট, নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, এবং খল চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়ালগুলশান গ্রোবর

চলচ্চিত্রটি ১৯৯৩ সালের ৯ই জুলাই ভারতে মুক্তি পায়। চলচ্চিত্রটিতে অভিনয় করে রাওয়াল ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কৃত হন।[] এছাড়া চলচ্চিত্রটি চারটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ খল অভিনেতাশ্রেষ্ঠ সংলাপ বিভাগে দুটি পুরস্কার অর্জন করে। ১৯৯৪ সালে এটি তেলুগু ভাষায় গ্যাংমাস্টার নামে পুনর্নির্মিত হয়।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

স্যার চলচ্চিত্রের সুর করেছেন আনু মালিক এবং গীত লিখেছেন কাতিল শিফাই।

নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."জিস দিন সুরজ কি"কাতিল শিফাইকুমার শানু 
২."আজ হামনে দিল কা"রাহাত ইন্দুরিকুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি 
৩."সুন সুন বরসাত কি ধুন"কাতিল শিফাইকুমার শানু 
৪."ইয়ে উজলি চান্দনি"কাতিল শিফাইকুমার শানু, অলকা ইয়াগনিক 
৫."হাম সে বদল গয়া"কাতিল শিফাইকুমার শানু 
৬."ওড় কে আন্ধেরা"কাতিল শিফাইঅলকা ইয়াগনিক 
৭."বন্দ হোটোঁ সে (পুরুষ)"কাতিল শিফাইকুমার শানু 
৮."বন্দ হোটোঁ সে (নারী)"কাতিল শিফাইকবিতা কৃষ্ণমূর্তি 

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র.
জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পরেশ রাওয়াল বিজয়ী []
ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা নাসিরুদ্দিন শাহ মনোনীত [][]
শ্রেষ্ঠ খল অভিনেতা গুলশান গ্রোবর মনোনীত
পরেশ রাওয়াল বিজয়ী
শ্রেষ্ঠ সংলাপ জয় দীক্ষিত বিজয়ী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "41st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা ৩৮–৩৯। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২১ 
  2. "The Filmfare Awards Nominations – 1993"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "The Filmfare Awards Winners – 1993"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]