বিষয়বস্তুতে চলুন

আশিকী (১৯৯০-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আশিকি থেকে পুনর্নির্দেশিত)
আশিকী
আশিকী চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমহেশ ভাট
প্রযোজকগুলশান কুমার
মুকেশ ভাট
রচয়িতাআকাশ খুরানা
রবিন ভাট
শ্রেষ্ঠাংশেরাহুল রয়
আনু আগারাওয়াল
দিপক তিজরি
সুরকারনাদিম-শ্রাবণ
চিত্রগ্রাহকপ্রবীণ ভাট
পরিবেশকভিসেস ফিল্মস
মুক্তি২৩ জুলাই, ১৯৯০
স্থিতিকাল১৪৮ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

আশিকী (হিন্দি: आशिकी, বাংলা: প্রেম) হচ্ছে ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি প্রণয়ধর্মী চলচ্চিত্র। মুক্তির পর থেকেই এটি সমালোচকদের দ্বারা প্রশংসা ও ব্যাবসায়িক ভাবে সাফল্য পায়। এ ছবির গানগুলো এখনো আগের মতোই জনপ্রিয়। এই চলচ্চিত্রের গানে প্লেব্যাক করেই কুমার শানু ও নাডিম-শ্রাবণ এর ক্যারিয়ার প্রতিষ্ঠিত হয়। প্লানেট বলিউড এই চলচ্চিত্রের মিউজিক অ্যালবামকে ১০০ সেরা বলিউড সাউন্ডট্রেকের মধ্যে ৪ নম্বরে স্থান দিয়েছে।[] এই ছবির সিকুয়্যাল আশিকী ২ ২৬ এপ্রিল, ২০১৩ সালে মুক্তি পেয়েছে।[]

কাহিনী

[সম্পাদনা]

একই অভিযোগে রাহুল ও আনু পুলিশের কাছে ধরা পরেন। রাহুল তার বাবার প্রতি বিরক্ত কারণ তার বাবা দ্বিতীয় বিয়ে করেন যদিও তার প্রথম স্ত্রী জীবিত। আনু মেয়েদের একটি হোস্টেল থেকে পালিয়ে আসে। তাদের দুজনের যখন পুনরায় দেখা হয় তখন তাদের মধ্যে প্রেমের সূচনা হয়। রাহুল আনুকে কাজ পেতে সাহায্য করে। এক প্রতিভা হান্টের মাধ্যমে আনু মডেলিং শুরু করে। তারপর রাহুল আনুকে বিয়ে করতে চায় কিন্তু প্রথমে তাকে প্রতিষ্ঠিত হতে হবে।

একদিন রাহুল অনেক বড় শিল্পী হয় কিন্তু আনু তাকে তার ক্যারিয়ার দিয়ে তাকে সাহায্য করায় রাহুল মনে অঘাত পায়। আনু সব বাদ দিয়ে প্যারিস গিয়ে নতুন করে তার ক্যারিয়ার শুরু করার কথা ভাবে। ছবির খলনায়ক মডেল ডিরেক্টর মি. সিং আনুর সাথে বিমাবন্দরে সঙ্গী হয়ে যায় কিন্তু এমন সময় রাহুল বিমানবন্দরে উপস্থিত হয় ও আনু প্যারিস না যাওয়ার সিদ্ধান্ত নেয়।

কাস্ট

[সম্পাদনা]
  • রাহুল বিক্রম রায়ের চরিত্রে রাহুল রায়
  • অনু ভার্গিসের চরিত্রে অনু আগারওয়াল
  • বালু চরিত্রে দীপক তিজোরি
  • পুলিশ ইন্সপেক্টর দেশপান্ডে চরিত্রে অবতার গিল
  • আর্নি ক্যাম্পবেলের চরিত্রে টম অল্টার
  • মিসেস বিক্রম রায়ের চরিত্রে রীমা লাগু
  • পদমসীর চরিত্রে হোমি ওয়াদিয়া
  • রাফু মাস্টারের চরিত্রে মোশতাক খান
  • চাচা পিটারের চরিত্রে জাভেদ খান
  • মিস্টার পল চরিত্রে অনঙ্গ দেশাই
  • স্ট্রিট সিঙ্গার হিসেবে বীরেন্দ্র সাক্সেনা
  • বিক্রম রায়ের চরিত্রে সুনীল রেগে
  • ছোট ভিলেনের চরিত্রে কুমার সানু

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Aashiqui fourth best album"। ৬ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৩ 
  2. "Aditya, Shraddha right choice for 'Aashiqui 2': Mohit Suri"। ১০ জুলাই ২০১২। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]