মুকেশ ভাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুকেশ ভাট
বাণিজ্য পত্রিকা ব্লকবাস্টার-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাট
জন্ম (1952-06-05) ৫ জুন ১৯৫২ (বয়স ৭১)[১]
পেশাচলচ্চিত্র প্রযোজক
দাম্পত্য সঙ্গীনীলিমা ভাট
সন্তান২; বিশেষ ভাট-সহ
আত্মীয়দেখুন ভাট পরিবার

মুকেশ ভাট (জন্ম: ৫ জুন ১৯৫২) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক। তিনি একাধিক বলিউড চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তিনি মহেশ ভাটের ছোট ভাই এবং পূজা ভাট, রাহুল ভাট, শাহিন ভাট ও আলিয়া ভাটের চাচা। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মসের সহ-মালিক। তার প্রযোজিত কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হল আশিকি (১৯৯০), দিল হ্যায় কে মানতা নহি (১৯৯১), গুলাম (১৯৯৮), রাজ (২০০২), মার্ডার (২০০৪)।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মুকেশ ভাট ১৯৫২ সালের ৫ই জুন বোম্বে রাজ্যের বোম্বে শহরে জন্মগ্রহণ করেন।[১] তার পিতা নানাভাই ভাট (১৯১৫-১৯৯১) ছিলেন একজন গুজরাতি ব্রাহ্মণ এবং মাতা শিরিন মোহাম্মদ আলী ছিলেন গুজরাতি মুসলমান। নানাভাই হিন্দি চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক ছিলেন এবং নানাভাইয়ের ভাই বলবন্ত ভাটও (১৯০৯-১৯৬৫) হিন্দি চলচ্চিত্র পরিচালক ছিলেন। মুকেশের বড় ভাই মহেশ ভাট একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

মুকেশ নীলিমা ভাটকে বিয়ে করেন। তাদের এক কন্যা সাক্ষী ও এক পুত্র বিশেষ ভাট[২]

কর্মজীবন[সম্পাদনা]

মুকেশ তার ভাই মহেশের সাথে যৌথভাবে ১৯৮৬ সালে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মস প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় তার পুত্র বিশেষ ভাটের নামানুসারে। তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র জুর্ম (১৯৯০)। বিনোদ খান্না অভিনীত চলচ্চিত্রটি সফলতা পায়নি। তিনি পরে গুলশান কুমারের সাথে যৌথভাবে প্রণয়ধর্মী আশিকি (১৯৯০) চলচ্চিত্র প্রযোজনা করেন। তার ভাই মহেশ ভাট পরিচালিত এবং নবাগত অভিনয়শিল্পী রাহুল রায়অনু আগরওয়াল অভিনীত চলচ্চিত্রটি ব্যবসাসফল হয়। আশিকি পরবর্তী বিশেষ ফিল্মসের ব্যানারে তার প্রযোজিত দিল হ্যায় কে মানতা নহি (১৯৯১) ও সড়ক (১৯৯১) চলচ্চিত্র দুটিও ব্যাপক সফলতা লাভ করে। এই দুটি চলচ্চিত্রে তার ভাইজি পূজা ভাট আমির খানসঞ্জয় দত্তের বিপরীতে অভিনয় করেন।[৩]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

প্রযোজক
  • জুর্ম (১৯৯০)
  • আশিকি (১৯৯০)
  • দিল হ্যায় কে মানতা নহি (১৯৯১)
  • সড়ক (১৯৯১)
  • জুনুন (১৯৯২)
  • জনম (১৯৯২)
  • স্যার (১৯৯৩)
  • তড়িপার (১৯৯৩)
  • নারাজ (১৯৯৪)
  • নাজায়েজ (১৯৯৫)
  • ক্রিমিনাল (১৯৯৫)
  • ফারেব (১৯৯৬)
  • দস্তক (১৯৯৬)
  • দিল কিতনা নাদান হ্যায় (১৯৯৭)
  • তামান্না (১৯৯৮)
  • দুশমন (১৯৯৮)
  • গুলাম (১৯৯৮)
  • জখম (১৯৯৮)
  • সংঘর্ষ (১৯৯৯)
  • ইয়ে হ্যায় মুম্বই মেরি জান (১৯৯৯)
  • কসুর (২০০১)
  • ইয়ে জিন্দগি কা সফর (২০০১)
  • রাজ (২০০২)
  • গুনাহ (২০০২)
  • সায়া (২০০৩)
  • ফুটপাত (২০০৩)
  • ইনতেহা (২০০৩)
  • মার্ডার (২০০৪)
  • তুমসা নহি দেখা (২০০৪)
  • জেহের (২০০৫)
  • নজর (২০০৫)
  • কলিযুগ (২০০৫)
  • গ্যাংস্টার (২০০৬)
  • দ্য কিলার (২০০৬)
  • ওহ লামহে... (২০০৬)
  • আওয়ারাপন (২০০৭)
  • ধোকা (২০০৭)
  • শোবিজ (২০০৭)
  • জান্নাত (২০০৮)
  • রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস (২০০৯)
  • জশন (২০০৯)
  • তুম মিলে (২০০৯)
  • ক্রুক (২০১০)
  • মার্ডার ২ (২০১১)
  • জান্নাত ২ (২০১২)
  • রাজ ৩ (২০১২)
  • মার্ডার ৩ (২০১৩)
  • আশিকি ২ (২০১৩)
  • সিটিলাইটস (২০১৪)
  • খামোশিয়া (২০১৫)
  • মিস্টার এক্স (২০১৫)
  • রাজ রিবুট (২০১৬)
  • বেগম জান (২০১৭)
  • জালেবি (২০১৮)

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mukesh Bhatt Turns 58!" (ইংরেজি ভাষায়)। আইএমডিবি নিউজ। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯ 
  2. "Vishesh Bhatt to turn director" (ইংরেজি ভাষায়)। বিজনেস অব সিনেমা। ৮ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯ 
  3. "Mukesh Bhatt - Biography" (ইংরেজি ভাষায়)। চাকপাক। ১৯ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]