সামোস-এর আরিসতারকুস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সামোস-এর অ্যারিস্টার্কাস (আনুমানিক ২৭০ খ্রিস্টপূর্ব) গ্রিক জ্যোতির্বিজ্ঞানী যিনি প্রথম উল্লেখ করেন পৃথিবী নিজের অক্ষের উপর এবং সূর্যের চারিদিকে ঘুরছে। তিনি গাণিতিকভাবে জ্যোতির্বিজ্ঞান অধ্যয়ন করেন এবং জ্যামিতিক পদ্ধতির সাহায্যে চন্দ্র ও সূর্যের আপেক্ষিক আকার এবং পৃথিবী থেকে এদের আপেক্ষিক দূরত্ব নির্ণয় করেন।