দিওগেনেস
অবয়ব
দিওগেনেস | |
---|---|
জন্ম | c. ৪১২ খ্রি.পূ. |
মৃত্যু | ৩২৩ খ্রি.পূ. (প্রায় ৮৯ বছর) |
যুগ | প্রাচীন দর্শন |
অঞ্চল | পশ্চিমা দর্শন |
ধারা | গ্রিক দর্শন, Cynicism |
প্রধান আগ্রহ | Asceticism, Cynicism |
উল্লেখযোগ্য অবদান | Cynic philosophy |
ভাবগুরু | |
ভাবশিষ্য |
দিওগেনেস ছিলেন একজন গ্রিক দার্শনিক। তিনি খ্রিস্টপূর্ব ৪১২ অব্দে (মতান্তরে খ্রিস্টপূর্ব ৩৯৯) সিনোপে (বর্তমান তুরস্ক) জন্মগ্রহণ করেন। খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে করিন্থে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বিরাগীদের মধ্যে সব চেয়ে বিখ্যাত হয়ে আছেন। তিনি ছিলেন অ্যান্টিস্থেনিসের একজন ছাত্র। ইতিহাসবিদদের ভাষ্য মতে, দিওগেনেস একটি পিপার মধ্যে থাকতেন এবং তার জীবনদশায় উল্লেখযোগ্য সম্পত্তির মধ্যে একটি আলখাল্লা, একটি লাঠি আর রুটি রাখার একটি থলে ছিল।[১]
উইকিমিডিয়া কমন্সে দিওগেনেস সংক্রান্ত মিডিয়া রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সি, স্ক্ৰীচিন্থ "এনসিয়েন্ট গ্রিক ফিলোসফি: কালেকটিভ উইজডম অফ টুয়েন্টি সিক্স গ্রিক থিংকার্স", চ্যাপ্টার: দিওগেনেস।