লাল দরিয়া
অবয়ব
লাল দরিয়া | |
---|---|
পরিচালক | এফ আই মানিক |
প্রযোজক | মোশারফ হোসেন তুলা |
চিত্রনাট্যকার | এফ আই মানিক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলাউদ্দিন আলী |
প্রযোজনা কোম্পানি | এস এম ফিল্ম ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
লাল দরিয়া এফ আই মানিক রচিত ও পরিচালিত ২০০২ সালের বাংলাদেশী মারপিট-প্রণয়ধর্মী চলচ্চিত্র। এস এম ফিল্ম ইন্টারন্যাশনালের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মোশারফ হোসেন তুলা। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, আমিন খান, মৌসুমী ও রাজ্জাক।
চলচ্চিত্রটি ২০০২ সালের ৯ই আগস্ট মুক্তি পায়। এটি ২৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৩টি সঙ্গীত বিভাগে,[২] এবং ২৪তম বাচসাস পুরস্কারের একটি বিভাগে পুরস্কার অর্জন করেন।[৩]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- রিয়াজ - সাগর
- পূর্ণিমা - আয়না
- আমিন খান - দরিয়া/শিমুল
- মৌসুমী - রানু
- রাজ্জাক - দরিয়ার বাবা
- আনোয়ার হোসেন - ডাক্তার রশিদ
- খলিল - নাসির সওদাগর
- প্রবীর মিত্র - মাজিদ, সাগরের বাবা
- আনোয়ারা - সাগরের মা
- সাদেক বাচ্চু - তোফাজ্জল
- মিজু আহমেদ - মাফিয়া
- নাসির খান - রমজান
- কাবিলা - আবদুল্লাহ
সঙ্গীত
[সম্পাদনা]চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, মনির খান ও বিপ্লব।
গানের তালিকা
[সম্পাদনা]নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "আমার জন্ম তোমার জন্য" | বিপ্লব ও কনকচাঁপা | ৫:১৪ |
২. | "বুকের ভেতরে প্রেমের ঘণ্টা" | কনকচাঁপা | ৪:১৮ |
৩. | "সে আমার ভালোবাসার আয়না" | মনির খান | ৪:৪২ |
৪. | "কতটুকু দুঃখ পেলে" | মনির খান, সামিনা চৌধুরী | ৪:৩৩ |
৫. | "দুই নয়নে দেখে তোমায়" | কনকচাঁপা ও মনির খান | ৫:০৫ |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সুরকার | আলাউদ্দিন আলী | বিজয়ী | [৪] |
শ্রেষ্ঠ গীতিকার | গাজী মাজহারুল আনোয়ার | |||
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | মনির খান | |||
২৪তম বাচসাস পুরস্কার | শ্রেষ্ঠ নৃত্য পরিচালক | আমির হোসেন বাবু | বিজয়ী | [৩] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ জোয়াদ ২০১০, পৃ. ৬৩১।
- ↑ শাওন, রাশেদ। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২।
- ↑ ক খ জোয়াদ ২০১০, পৃ. ৪৮১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)। এফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। আইএসবিএন 984-70194-0045-9।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে লাল দরিয়া (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে লাল দরিয়া