মুহাম্মদ বিন মাসলামা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহাম্মদ বিন মাসলামা
محمد بن مسلمة
মুহাম্মদ বিন মাসলামা নামের ক্যালিগ্রাফি।
জন্মহিজরি পূর্ব ৩১ সন,
মৃত্যু৪৬ হিজরি,
মৃত্যুর কারণছুরিকাঘাত
সমাধিজান্নাতুল বাকী
অন্যান্য নামأبو عبد الله, أبو عبد الرحمن, أبو سعيد
আন্দোলনদাওয়াত
সন্তানমাহমুদ বিন মুহাম্মদ বিন মাসলামা
সম্মাননাবদরী সাহাবী

মুহাম্মদ বিন মাসলামা (যিনি ৪৬ হিজরিতে মৃত্যুবরণ করেন) ছিলেন আউস গোত্রে জন্মগ্রহণকারী একজন সাহাবি[১] তিনি শুরুতে ইসলাম গ্রহণ করেন; তাবুকের যুদ্ধ ব্যতীত সমস্ত যুদ্ধে অংশ নেন। তিনি মিশর বিজয়ে অংশগ্রহণ করেন এবং সেখানে ওমর ইবনে খাত্তাবের বিশেষ দূত ছিলেন। মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের খিলাফতকালে নিহত না হওয়া পর্যন্ত মুহাম্মাদ ইবনে মাসলামা ফিতনা থেকে বিরত ছিলেন এবং তিনি আল রাবাদায় বসবাস করেন।[১]

জীবনী[সম্পাদনা]

মুহাম্মদ বিন মাসলামা সাদ বিন মুআয এবং উসাইদ বিন হুদায়রের ইসলাম গ্রহণের আগে এবং নবীজির হিজরতের আগে মুসাব বিন উমাইরের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। [২] যখন নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন; তখন মুহাম্মাদ বিন মাসলামা এবং আবু উবাইদাহ বিন জারার মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করে দেন। [৩]

তিনি মুহাম্মদ সা. এর সাথে সব যুদ্ধে অংশ নেন এবং তাবুক যুদ্ধে তিনি যেতে পারেননি; কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে মদিনায় তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। [২] যখন নবী মুহাম্মদ সা. উমরাতুল কাজার উদ্দেশ্যে বের হন এবং তিনি যুল হুলায়ফায় পৌঁছেন, তখন তিনি তার সামনে একশটি ঘোড়া উপস্থাপন করেন।[৩] তখন তিনি মুহাম্মদ বিন মাসলামাকে তাদের নেতা করেন।[৪] এছাড়াও নবীজি তাকে আরো দুটি যুদ্ধের আমির বানিয়েছিলেন; আল-কুরতা ও যুল-কিস্সা। [২] এছাড়া তিনি কাব বিন আল-আশরাফকে হত্যায় অংশগ্রহণ করেছিলেন। [৩]

নবী মুহাম্মদ সা. এর মৃত্যুর পর মুহাম্মদ বিন মাসলামা মিশর বিজয়ে অংশগ্রহণ করেন এবং ব্যাবিলনের দুর্গ অবরোধে জুবায়ের ইবনে আওয়ামের সাথে ছিলেন। মুহাম্মদ বিন মাসলামা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাবের বিশ্বস্ত ছিলেন, যিনি তাকে জুহায়নার কাছে থেকে জাকাত আদায়ের কাজে নিযুক্ত করেন। আল-জাবিয়ায় আসার সময় ইবনে মাসলামা ওমরের সেনাবাহিনীর অগ্রভাগে ছিলেন। [৩] কর্মীদের কাছ [৫] থেকে তাঁর কাছে আসা অভিযোগ তদন্ত করার জন্য তিনি কর্মীদের প্রতি ওমরের বিশেষ দূত ছিলেন। [৬]

ওসমান নিহত হলে মুহাম্মদ বিন মাসলামা বিবাদ ত্যাগ করেন। তিনি কটি কাঠের তলোয়ার নিয়ে রাব্দায় চলে যান। [৩] [৫]

বিন মাসলামা ৪৬ হিজরিতে সাফারে নিহত হন।[৭] যে তাকে হত্যা করেছিল সে ছিল জর্ডানের একজন লোক যে তার বিদ্রোহের কারণে তার ওপর ক্রুদ্ধ ছিল; তাই সে তার বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। [৬] মুহাম্মদ বিন মাসলামা ছিলেন লম্বা, কালো চামড়ার, মাঝারি উচ্চতার ও টাকমাথার অধিকারী।[৩] তিনি দশ পুত্র ও ছয় কন্যা রেখে গেছেন: আব্দুর রহমান, উম্মে ঈসা ও উম্মে আল-হারিস, যার মা ছিলেন উম্মে আমর বিনতে সালামা বিন ওয়াক্শ, যিনি বনু আব্দুল আশহাল গোত্র থেকে ছিলেন; আব্দুল্লাহ ও উম্মে আহমদ, যাদের মাতা ছিলেন আমরা বিনতে মাসউদ বিন আওস এবং সাদ, জাফর ও উম্মে যায়েদ, যাদের মাতা ছিলেন কুতাইলা বিনতে হুসাইন; ওমর, তার মা জাহরা বিনতে আম্মার ইবনে মুয়াম্মার; আনাস ও আমরা, তাদের মা কালব গোত্র থেকে ছিলেন; কায়স, যায়েদ, মুহাম্মদ, মাহমুদ, হাফসা, যারা তার ক্রীতদাসীর থেকে জন্ম নেন। [২]

হাদিস বর্ণনা[সম্পাদনা]

  • তিনি নবী মুহাম্মদ সা. থেকে বর্ণনা করেছেন।[৮]
  • তার সনদে বর্ণনা করেছেন : মিসওয়ার ইবনে মাখরামা, সাহল ইবনে আবি হাতমা, কুবাইসা ইবনে জিয়ব্, আব্দুর রহমান আল-আ'রজ, উরওয়া ইবনে জুবায়ের, আবু মুসা আশআরী, তার ছেলে মাহমুদ বিন মুহাম্মাদ বিন মাসলামা[৯], কুবাইসা বিন হিসান [১০], জাবির বিন আব্দুল্লাহ বিন আমর বিন হারাম, হাসান বাসরি, দাবায়া বিন হুসাইন, মুগিরা বিন শুবা ও আবুল আশ 'আত আল-সান'আনি। [৮] [১১]
  • আল-জারহ ও তা'দীল : মুহাম্মাদ বিন মাসলামার মোট ছয়টি হাদীস বর্ণিত আছে এবং সিহাহ সিত্তার ইমামগণ তাদের গ্রন্থে তার হাদিস বর্ণনা করেছেন। [৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. سير أعلام النبلاء » الصحابة رضوان الله عليهم » محمد بن مسلمة ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-১২-০৩ তারিখে
  2. الطبقات الكبرى لابن سعد - مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ (1) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৩-২২ তারিখে [অকার্যকর সংযোগ]
  3. سير أعلام النبلاء » الصحابة رضوان الله عليهم » محمد بن مسلمة ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-১২-০৩ তারিখে
  4. الطبقات الكبرى لابن سعد - مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ (2) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৩-২২ তারিখে [অকার্যকর সংযোগ]
  5. أسد الغابة في معرفة الصحابة - محمد بن مسلمة ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৩-২৪ তারিখে [অকার্যকর সংযোগ]
  6. الإصابة في تمييز الصحابة - محمد بن مسلمة (2) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৩-২৪ তারিখে [অকার্যকর সংযোগ]
  7. الطبقات الكبرى لابن سعد - مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ (3) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৩-২২ তারিখে [অকার্যকর সংযোগ]
  8. تهذيب الكمال للمزي» مُحَمَّد بن مسلمة بن سلمة بن حريش بن خالد بن عدي ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৩-২৪ তারিখে
  9. سير أعلام النبلاء » الصحابة رضوان الله عليهم » محمد بن مسلمة ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-১২-০৩ তারিখে
  10. الإصابة في تمييز الصحابة - محمد بن مسلمة (1) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৩-২৪ তারিখে [অকার্যকর সংযোগ]
  11. تاريخ دمشق। دار الفكر। ১৯৯৫। পৃষ্ঠা 250।